ind-vs-eng-delhi-police-tweets-rohit-video

IND vs ENG: রাঁচীর ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) চতুর্থ টেস্ট ম্যাচ। খেলার প্রথম দুই দিন দাপট ছিলো ইংল্যান্ডের। কিন্তু তৃতীয় দিনে দুরন্ত পারফর্ম্যান্স করে চালকের আসনে বসেছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার দলের সামনে রয়েছে সিরিজ জয়ের হাতছানি। ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিলো ইংল্যান্ড। কিন্তু বেশীক্ষণ নিজেদের সুবিধাজনক অবস্থান ধরে রাখতে পারে নি তারা। রবিচন্দ্রণ অশ্বিন ও কুলদীপ যাদবের স্পিন জুটি বেকায়দায় ফেলে বেন স্টোকসের দলকে। পাঁচ উইকেট পান অশ্বিন। কুলদীপের ঝুলিতে জমা পড়ে ৪ উইকেট। ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৪০ রান। চতুর্থ দিনের সকালে প্রয়োজন ১৫২ রানের।

Read More: IND vs ENG: তৃতীয় দিনে প্রত্যাঘাত ভারতের, অশ্বিন-কুলদীপের ঘূর্ণিতে সিরিজ হারের দোরগোড়ায় ইংল্যান্ড !!

রাঁচীতে ভারতীয় বোলিং চলার সময় অধিনায়ক রোহিত শর্মার সাথে তরুণ তুর্কি সরফরাজ খানের একটি কথোপকথন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ইংল্যান্ডের বিরুদ্ধে তখন স্পিন আক্রমণ শানাচ্ছিলো টিম ইন্ডিয়া। ক্লোজ-ইন ফিল্ডার ব্যবহার করার কথা ভেবেছিলেন অধিনায়ক রোহিত। তরুণ সরফরাজকে নির্দেশ দেওয়া হয়েছিলো সিলি পয়েন্টে ফিল্ডিং করার জন্য। অকুতোভয় সরফরাজ হেলমেট ও অ্যাবডোমেন গার্ড ছাড়াই দাঁড়িয়ে পড়েছিলেন সিলি পয়েন্টে। বিষয়টি খেয়াল করে স্লিপ থেকে চেঁচিয়ে ওঠেন রোহিত। তরুণ সতীর্থকে রীতিমত ধমকের সুরেই তিনি বলেন, “ও ভাই ! বেশী হিরো হওয়ার চেষ্টা করিস না। হেলমেট পরে নে।” আম্পায়ার কুমার ধর্মসেনাও সরফরাজকে বলেন, “হেলমেট না পরলে তুমি ওখানে দাঁড়াতে পারবে না।” পরে সাজঘর থেকে হেলমেট ও অ্যাবডোমেন গার্ড এনে পরেন সরফরাজ।

দুই প্রজন্মের দুই ক্রিকেটারের কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। এক্স প্ল্যাটফর্মে চর্চায় মেতেছেন নেটিজেনরা। অনেকেই প্রশংসা করেছেন অধিনায়ক রোহিতের। যেভাবে তিনি তরুণ সতীর্থদের খেয়াল রাখেন, তাঁদের সাথে বন্ধুর মত মেশেন, তা তারিফযোগ্য বলে মনে করেছেন অনেকে। রোহিত-সরফরাজের এই ভিডিও’কে জনসচেতনা বৃদ্ধির কাজে ব্যবহার করেছে দিল্লী পুলিশ। ক্রিকেট মাঠের পাশাপাশি মোটরবাইক চালানোর সময়ও হেলমেট যে অত্যন্ত জরুরী, এই ভিডিও’র মাধ্যমে সেই বার্তা দিতে চেয়েছে তাঁরা। নিজেদের এক্স-প্ল্যাটফর্মে ভিডিও পোস্ট করেছেন দিল্লী পুলিশ কর্তৃপক্ষ। রোহিতের থেকে ধার করেই ক্যাপশনে লেখা হয়েছে, “দুই চাকায় হিরো হতে যেও না! হেলমেট পরো।” এই বুদ্ধিদীপ্ত প্রচার কৌশল পছন্দ হয়েছে নেটজনতার। ঝড়ের গতিতে ভিডিওটি রিট্যুইট করেছেন তাঁরা।

দেখে নিন ভিডিওটি-

Also Read: IND vs ENG: তিতিবিরক্ত রোহিত শর্মা, মাঠের মধ্যেই একহাত নিলেন আম্পায়ারকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *