BCCI-এর রাজনীতির শিকার এই দুর্দান্ত খেলোয়াড়, দলকে চ্যাম্পিয়ন করেও মিলছে না সুযোগ !! 1

টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে মাঠে ফিরতে চলেছে টিম ইন্ডিয়া। তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে (IND vs ZIM)। ৬ জুলাই থেকে শুরু হচ্ছে টি-২০ সিরিজ। এরপর ৭, ১০, ১৩ ও ১৪ তারিখ রয়েছে বাকি চারটি ম্যাচ। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে রোহিত, বিরাটদের মত তারকাকদের জিম্বাবুয়ের বিরুদ্ধে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বদলে শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে একঝাঁক তরুণ মুখকে পাঠাচ্ছে ভারত। রিয়ান পরাগ, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি’র মত আইপিএলে নজর কাড়া নবীন প্রতিভারা প্রথমবার জায়গা করে নিয়েছেন সিনিয়র জাতীয় দলে। থাকছেন তুষার দেশপাণ্ডেও। এই নতুন মুখেদের ভীড়ের মাঝে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) না দেখে অবাক বিশেষজ্ঞরা। আইপিএল (IPL) জেতার পরেও স্কোয়াডে ঠাঁই হলো না তাঁর।

Read More: টি-২০ বিশ্বকাপের অফ ফর্ম’ই হয়ে দাঁড়ালো কাল, অবসর নিতে বাধ্য হলেন কিংবদন্তি ক্রিকেটার !!

দলে ফেরা হলো না শ্রেয়স আইয়ারের-

Shreyas Iyer | IND vs ZIM | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝপথেই ভারতীয় দল থেকে ছেঁটে ফেলা হয়েছিলো শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। অফ ফর্মের কারণে সরানো হয় তাঁকে। নির্দেশ দেওয়া হয় ছন্দ ফিরে পেরে রঞ্জি ট্রফিতে অংশ নেওয়ার। কিন্তু রাজী হন নি তিনি। চেয়েছিলেন বিশ্রাম নিতে। তিনি চোটের কথা জানান বোর্ডকে। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA) চিকিৎসকেরা পরীক্ষা করে শেষমেশ কিছু না পাওয়ায় বিসিসিআই-এর রোষের মুখে পড়তে হয় মুম্বইয়ের ক্রিকেটারকে। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় রঞ্জি ট্রফির সেমিফাইনাল ও ফাইনালে অংশ নিয়েছিলেন শ্রেয়স (Shreyas Iyer)। দলকে ট্রফি জিততে সাহায্যও  করেন। কিন্তু তাও রেহাই পান নি তিনি। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পথেই হাঁটেন জয় শাহ। বাদ দেওয়া হয় কেন্দ্রীয় চুক্তি থেকেও।

ইংল্যান্ড সিরিজের পর জাতীয় দলের আর কোনো সিরিজ না থাকায় শ্রেয়সের (Shreyas Iyer) আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যৎ কি হবে তা নিয়ে জল্পনা লেগেই ছিলো গত কয়েক মাস ধরে। এখনও অবধি যে জটিলতা সম্পূর্ণ মেটে নি তার প্রমাণ মিললো গতকাল জিম্বাবুয়ের (IND vs ZIM) বিরুদ্ধে ভারতের ১৫ সদস্যের স্কোয়াড সামনে আসার পরেই। এবারের আইপিএলে (IPL) বেশ ভালো খেলেছেন শ্রেয়স। অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) জিরিয়েছেন ট্রফি। প্লে-অফের ম্যাচে তাঁর ঝোড়ো অর্ধশতক নাইটদের জায়গা করে দিয়েছিলো খেতাবী যুদ্ধে। এতদ্‌সত্ত্বেও স্কোয়াডে সুযোগই পেলেন না শ্রেয়স। ঋতুরাজ গায়কোয়াড়, রিঙ্কু সিং-দের (Rinku Singh) ফেরানো হলেও দরজা বন্ধই রইলো তাঁর জন্য।

গম্ভীরের আগমনেও দলের বাইরেই শ্রেয়স-

Shreyas Iyer and Gautam Gambhir | IND vs ZIM | Image: Getty Images
Shreyas Iyer and Gautam Gambhir | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপের পরেই রদবদল হচ্ছে টিম ইন্ডিয়ার কোচের পদে। সরে দাঁড়াচ্ছেন রাহুল দ্রাবিড়। তাঁর বদলে সম্ভবত নিযুক্ত হতে চলেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আইপিএলে নাইট রাইডার্স দলের মেন্টর ছিলেন তিনি। তাঁর সাথে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) রসায়ন বেগুনি-সোনালী বাহিনীর ট্রফি জয়ের পথ অনেকটা সুগম করে দিয়েছিলো। প্রকাশ্যেই একাধিকবার শ্রেয়সের ব্যাটিং ও তাঁর নেতৃত্ব দেওয়ার দক্ষতাকে কুর্নিশ জানাতে দেখা গিয়েছিলো গম্ভীরকে। সেই কারণেই বিশেষজ্ঞরা মনে করেছিলেন যে কোচ হিসেবে তিনি দায়িত্ব নেওয়ার পর দলে অটোমেটিক চয়েজ হতে চলেছেন মুম্বইয়ের ক্রিকেটার। কিন্তু বাস্তব চিত্রটা যে তেমন নয়, তার আভাস মিললো গতকাল। আগামীতে শ্রীলঙ্কার বিরুদ্ধে রয়েছে ওডিআই সিরিজ। সেখানে শ্রেয়স ফেরেন কিনা, নজর এখন সেদিকেই।

IND vs ZIM সিরিজের জন্য ঘোষিত স্কোয়াড-

Also Read: ধ্বংসের মুখে ঈশান কিষণের কেরিয়ার, BCCI করেছে একঘরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *