shivam-dube-might-miss-t20-wc-2024

এগিয়ে আসছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। এই মেগা টুর্নামেন্ট শুরু হতে চলেছে জুন মাসের গোড়ায়। এগারো বছর আইসিসি ট্রফির স্বাদ পায় নি টিম ইন্ডিয়া (Team India)। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত এই টুর্নামেন্টকেই তাই পাখির চোখ করছে ‘মেন ইন ব্লু।’ মে মাসের শুরুতেই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করতে পারে বিসিসিআই। সচিব জয় শাহ জানিয়েছিলেন যে অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত শর্মা (Rohit Sharma)। বাকি কারা জায়গা পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রগামী বিমানে তা এখনও নির্ধারিত হয় নি। গত কয়েক মাসের পারফর্ম্যান্সের নিরিখে কুড়ি-বিশের বিশ্বযুদ্ধে সুযোগ পাওয়ার দৌড়ে রয়েছেন শিবম দুবে। তবে একটি নির্দিষ্ট কারণে ছিটকেও যেতে পারেন তিনি।

Read More: হুবহু যেন শ্রদ্ধা কাপুর, IPL চলাকালীন নজর কাড়লেন গ্যালারির তরুণী, দেখুন ছবি !!

ভালো ফর্মে আছেন শিবম দুবে-

Shivam Dube | T20 World Cup | Image: Getty Images
Shivam Dube | Image: Getty Images

এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), রাজস্থান রয়্যালসের (RR) মত দলের হয়ে আইপিএল (IPL) খেলেছেন শিবম দুবে (Shivam Dube)। আহামরি ছিলো না পারফর্ম্যান্স। কিন্তু ২০২২ সালে চেন্নাই সুপার কিংসে (CSK) যোগ দেওয়ার পরেই যেন বদলে গিয়েছেন তিনি। দুরন্ত খেলছেন গত কয়েক মরসুম ধরে। ২০২২-এ করেছিলেন ১১ ম্যাচে ২৮৯ রান। ২০২৩ সালে ১৪ ম্যাচ খেলে তাঁর রান সংখ্যা ছিলো ৪১৮। ২০২৪ সালেও ছন্দ ধরে রেখেছেন তিনি। মাত্র ৬ ম্যাচেই ৬০.৫০ গড়ে করেছেন ২৪২ রান। তারকাখচিত চেন্নাই দলে শিবম দুবেই (Shivam Dube) এই মুহূর্তে সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৬৪-র স্ট্রাইক রেট রেখে ব্যাটিং করছেন তিনি। একইসাথে করে ফেলেছেন ২টি অর্ধশতরান’ও। টি-২০ বিশ্বকাপের আগে দুবের ফর্ম আশা জাগাচ্ছে ভারতীয় সমর্থকদের মনে।

বোলিং না করাই বিপক্ষে যেতে পারে দুবের-

Shivam Dube | T20 World Cup | Image: Getty Images
Shivam Dube | Image: Getty Images

হার্দক পান্ডিয়া না শিবম দুবে (Shivam Dube)? টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) পেস বোলিং অলরাউন্ডার হিসেবে কাকে নিয়ে যাওয়া হবে তা নিয়ে আলোচনা চলছে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরে। ব্যাটিং ফর্মের নিরিখে আপাতত হার্দিকের থেকে এগিয়েই রয়েছেন শিবম (Shivam Dube)। কিন্তু তাঁর বিপক্ষে যেতে পারে বোলিং না করা। চেন্নাই সুপার কিংস-এর হয়ে প্রতিটি ম্যাচই তিনি হয় খেলছেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে অথবা দল প্রথম ব্যাটিং করলে তাঁর বদলে কোনো বোলারকে দ্বিতীয় ইনিংসে মাঠে নামাচ্ছেন চেন্নাইয়ের নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। ওয়েস্ট ইন্ডিজ বা মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে তৃতীয় বা চতুর্থ পেস বোলিং বিকল্পের সন্ধানে রয়েছে ভারত। শিবম নিয়মিত বোলিং না করলে নির্বাচকদের মাপকাঠিতে উত্তীর্ণ নাও হতে পারেন।

জাতীয় দলের হয়ে শিবমের পারফর্ম্যান্স-

Shivam Dube | T20 World Cup | Image: Getty Images
Shivam Dube | Image: Getty Images

২০১৯ সালে ভারতের জার্সিতে টি-২০ ক্রিকেটে অভিষেক হয়েছিলো শিবম দুবের (Shivam Dube)। কিন্তু প্রথম সুযোগে নিজেকে মেলে ধরতে পারেন নি তিনি। বাদ পড়তে হয়েছিলো দল থেকে। তারপর ফের সুযোগ মেলে ২০২৩-এর এশিয়ান গেমসে (Asian Games)। সোনাজয়ী দলের সদস্য হন তিনি। এরপর আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজেও দুর্দান্ত পারফর্ম্যান্স করেন মুম্বইয়ের অলরাউন্ডার। প্রথম দুই ম্যাচে জোড়া অর্ধশতক করেন। নেন উইকেটও। সিরিজের সেরা ক্রিকেটারের পুরষ্কারও পান তিনি। এখনও অবধি ভারতের হয়ে তিনি খেলেছেন ২১টি টি-২০ ম্যাচ। রান সংখ্যা ২৭৬। গড় প্রায় ৪০। নিয়েছেন ৮টি উইকেটও।

Also Read: আসন্ন T20 বিশ্বকাপে শুভমান গিল নয় বরং রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করবেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *