shaoib-slams-babar-after-indias-win

বার্বাডোজের মাটিতে গতকাল উড়লো তিরঙ্গা। দীর্ঘ অপেক্ষার পর টিম ইন্ডিয়া (Team India) অবশেষে স্বাদ পেলো আইসিসি ট্রফির। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর যে খরা চালু হয়েছিলো, গতকাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশকাপ (T20 World Cup) জয়ের মধ্য দিয়ে কাটলো তা। টসে জিতে প্রথম ব্যাটিং করে ভারত স্কোরবোর্ডে তুলেছিলো ১৭৬ রান। তাড়া করতে নেমে একটা সময় দারুণ জায়গায় ছিলো প্রোটিয়ারা। আশা ছেড়ে দিয়েছিলেন অনেকেই। কিন্তু স্নায়ুযুদ্ধে শেষমেশ বাজিমাত ‘মেন ইন ব্লু’ বোলারদের। ১৬৯ রানেই আটকে গেলো দক্ষিণ আফ্রিকা। প্রথমবার ফাইনালে উঠেই ট্রফি জেতা হলো না এইডেন মার্করামের (Aiden Markram) দলের। ২০০৭ সালে প্রথমবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জিতেছিলো ভারত। সতেরো বছর পর এলো দ্বিতীয় সাফল্য।

টিম ইন্ডিয়ার (Team India) জয়ের পর হইচই পড়ে গিয়েছে পড়শি দেশ পাকিস্তানেও। শুভেচ্ছা বার্তা এসেছে প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের থেকে। শোয়েব আখতার (Shoaib Akhtar) নিজের এক্স-হ্যান্ডেলে লিখেছেন, “ভারত জিতেছে। রোহিত ও তাঁর সতীর্থরা কঠিন সময়ে জ্বলে উঠলো।” পেস কিংবদন্তি ওয়াকার ইউনিসের (Waqar Younis) মন্তব্য, “বড় মঞ্চেই বড় খেলোয়াড়রা জ্বলে ওঠেন। বিরাট কোহলি একটা অসামান্য ইনিংস খেলেছেন নিঃসন্দেহে, কিন্তু ভারতের জন্য জসপ্রীত বুমরাহ’র ঐ শেষের দুটো ওভারই বিশ্বকাপ এনে দিলো। ভারত ও রোহিত শর্মা’কে অভিনন্দন।” আহমেদ শেহজাদ টি-২০ বর্ণময় টি-২০ কেরিয়ারে’র জন্য শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলিকে (Virat Kohli)। ট্যুইট করেছেন হাসান আলি’ও। ‘মেন ইন ব্লু’-এর সাফল্যের দিনে পড়শি দেশে জমেছে আক্ষেপের পাহাড়’ও। ফাইনালের পর ভাইরাল হয়েছে বাবর আজমকে (Babar Azam) নিয়ে দিনকয়েক আগে করা শোয়েব মালিকের একটি মন্তব্য।

Read More: “ঈশ্বরকে অশেষ ধন্যবাদ…” নিন্দুকদের মুখ বন্ধ করে জানালেন অশ্রুসজল হার্দিক পান্ডিয়া !!

বাবরকে তুলোধোনা করলেন শোয়েব মালিক-

Babar Azam | Team India | Image: Getty Images
Babar Azam | Image: Getty Images

ভারত (Team India) যখ্ন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সেরার শিরোপা ছিনিয়ে নিচ্ছে, তখন পাকিস্তান ক্রিকেট রয়েছে অন্ধকারে। গত বছরের এশিয়া কাপে (Asia Cup 2023) ছিটকে যেতে হয়েছিলো শেষ চার থেকে। হতশ্রী পারফর্ম্যান্স ছিলো ওডিআই বিশ্বকাপেও। ছবিটা বিন্দুমাত্র বদলায় নি টি-২০ বিশ্বকাপেও। আমেরিকা যুক্তরাষ্ট্রের মাটিতে শুরুতেই মুখ থুবড়ে পড়েছিলো তারা। নবাগত মার্কিনীরাই হারিয়ে দেয় তাদের। ডালাসের মাঠে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধেও ঘুরে দাঁড়াতে পারে নি পাক (PAK) শিবির। জয়ের খুব কাছে পৌঁছেও বেনজির ব্যাটিং ব্যর্থতায় ফিরেছে খালি হাতে। এই জোড়া পরাজয়ের পর বিদায় একপ্রকার নিশ্চিতই ছিলো তাদের। আমেরিকা বনাম আয়ারল্যান্ড ম্যাচটি ভেস্তে যেতে সিলমোহর পড়ে বিদায়ে। আরও একবার ‘ব্যর্থ’ তকমা সঙ্গী করেই দেশে ফেরে তারা।

প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের এমন বেহাল দশা কেন? প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রথমেই বাবর আজমের (Babar Azam) দিকে আঙুল তুলেছেন শোয়েব মালিক (Shoaib Malik)। প্রাক্তন অধিনায়ক নিশানা করেছেন বর্তমান অধিনায়ক’কে। ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনালের পর টেন স্পোর্টসের স্টুডিওতে বসে শোয়েব বলেন যে টি-২০তে আদৌ সেরাদের তালিকায় জায়গাই হবে না বাবরের। জানান, “আমাদের সেরা খেলোয়াড় কে? আমাদের সেরা খেলোয়াড় বাবর আজম। আমি বিশ্বের যে সেরা দলগুলো রয়েছে কেবল সেগুলোর কথা বলছি। বাবর কি আদৌ সেই দলগুলিতে জায়গা করে নিতে পারবে? অস্ট্রেলিয়া, ভারত বা ইংল্যান্ডের দলের একাদশে এই নির্দিষ্ট ফর্ম্যাটে (টি-২০) ওকে কি রাখা সম্ভব? উত্তর হলো-না।” দক্ষতার অভাবই পাক দলের ভরাডুবির কারণ বলে জানিয়েছেন তিনি। স্টূডিওতে উপস্থিত ছিলেন মিসবাহ-উল-হক’ও। সম্মতিসূচক ঘাড় নাড়েন তিনিও।

দেখে নিন ভিডিও-

Also Read: ভিডিও: সত্যি হলো জয় শাহের ভবিষ্যদ্বাণী, বার্বাডোজে উড়লো ভারতের ‘ঝাণ্ডা’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *