ishan-kishan-opt-out-of-sa-vs-ind-test

SA vs IND: বিশ্বকাপ ফাইনালে পরাজয় এখন অতীত। বর্তমানে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়া পরীক্ষার মুখে টিম ইন্ডিয়া। সফরের প্রথমেই ছিলো টি-২০ সিরিজ। তিন ম্যাচের লড়াইতে মুখোমুখি হয়েছিলো দক্ষিণ আফ্রিকা ও ভারত (SA vs IND)। বিরাট কোহলি, রোহিত শর্মাদের (Rohit Sharma) মত সিনিয়রদের দেখা যায় নি ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে। বদলে একঝাঁক তরুণকে সামনে রেখেই দল সাজিয়েছিলো বিসিসিআই। অধিনায়কের ভূমিকায় ছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ডারবানে প্রথম খেলা ভেস্তে যায় বৃষ্টির কারণে। পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ম্যাচে লড়াই করেও হারতে হয় ভারতকে। সিরিজ হার রুখতে তৃতীয় খেলায় জয় ছাড়া রাস্তা খোলা ছিলো না টিম ইন্ডিয়ার (Team India) সামনে। সূর্যকুমারের শতরান, কুলদীপের ফাইফারের সুবাদে সেই কঠিন কাজটা সহজেই করলো ‘মেন ইন ব্লু।’ সমতা বজায় রাখলো সিরিজের।

পিছিয়ে পড়েও টি-২০ সিরিজ ড্র রাখতে পারার পর আত্মবিশ্বাস বেড়েছে ভারতীয় শিবিরের। আগামী রবিবার থেকে শুরু হচ্ছে একদিনের সিরিজ। টি-২০’র পর ওডিআইতেও বিশ্রামে রোহিত-কোহলি’রা। তাঁরা সরাসরি টেস্ট সিরিজে মাঠে নামবেন। না খেললেও শুক্রবারই তাঁরা পৌঁছে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকা। কে এল রাহুলের  (KL Rahul) নেতৃত্বাধীন ওডিআই স্কোয়াড যখন পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের মরিয়া লড়াইতে ব্যস্ত থাকবেন, তখন রোহিত-বিরাট’রা নিভৃতে চালিয়ে যাবেন অনুশীলন। এর আগে অন্তত দুই বার প্রথম টেস্ট জিতে এগিয়ে গিয়েও সিরিজ জিতে ফিরতে পারে নি ভারত। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার দূর্ঘ জয়ের পর এবার প্রোটিয়াদের গড়েও জয়পতাকা ওড়াতে চায় টিম ইন্ডিয়া (Team India)। টেস্ট সিরিজ জিততে সংকল্পবদ্ধ ভারতের পথে কাঁটা ছড়াতে পারে মহম্মদ শামির (Mohammed Shami) চোট।

Read More: MS ধোনিকে বিশেষ সম্মান BCCI-এর, অভিনব পন্থায় তিন আইসিসি ট্রফির কারিগরকে জানানো হল শ্রদ্ধার্ঘ্য !!

টেস্ট সিরিজে নেই মহম্মদ শামি-

Mohammad Shami | SA vs IND | Image: Getty Images
Mohammad Shami | Image: Getty Images

সদ্যসমাপ্ত বিশ্বকাপে (ICC World Cup 2023) বল হাতে প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠেছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। বাংলার পেসার প্রথম চার ম্যাচ খেলেন নি। পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেয়েই জ্বলে ওঠেন। তুলে নেন ৫ উইকেট। এরপর গোটা টুর্নামেন্টে আর থামানো যায় নি তাঁকে। ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৪ উইকেট। পাঁচ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট নিতেও দেখা গিয়েছে তাঁকে। টুর্নামেন্টে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন। ১০.৭১ গড়ে তাঁর বোলিং অবিশ্বাস্য ঠেকেছিলো বিশেষজ্ঞদের কাছে। বিশ্বকাপ মাতালেও গোড়ালির চোট সমস্যায় ফেলেছে শামি’কে (Mohammed Shami)। তিনি বেশ কিছুদিনের জন্য ছিটকে গিয়েছিলেন মাঠ থেকে।

কোহলি, রোহিতদের মত মহম্মদ শামিকেও (Mohammed Shami_ সাদা বলের দুই সিরিজ থেকে বাইরে রাখা হয়েছিলো। কেবল টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছিলেন তিনি। বোর্ড জানিয়ে দিয়েছিলো যে কেবলমাত্র মেডিক্যাল টিমের সবুজ সংকেত পেলেই মাঠে নামতে পারবেন তিনি। কিন্তু ক্রিকবাজে প্রকাশিত এক প্রতিবেদনে দাবী করা হয়েছে যে সেই ছাড়পত্র পাচ্ছেন না মহম্মদ শামি (Mohammed Shami)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আয়োজিত হতে চলা দুটি টেস্টেই তাঁর খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। ১৫ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার ভারত থেকে দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার কথা রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ-সহ ভারতীয় দলের বেশ কয়েকজনের। কিন্তু শামি সম্ভবত যাচ্ছেন না তাঁদের সঙ্গে।  অতিরিক্ত পেসার হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণাকে রাখা হয়েছিলো আগেই। শুক্রবার যে ভারতীয় দল যাচ্ছে সেখানে জুড়ে দেওয়া হয়েছে নভদীপ সাইনি (Navdeep Saini) ও হর্ষিত রানা’কে (Harshit Rana)।

অর্জুন পুরষ্কার পাচ্ছেন শামি-

Mohammed Shami | SA vs IND | Image: Getty Images
Mohammed Shami | Image: Getty Images

টিম ইন্ডিয়ার জার্সিতে এক দশক কাটিয়ে ফেলেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। ৬৪ টেস্টে নিয়েছেন ২২৯ উইকেট। একদিনের ক্রিকেটে ১০১ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১৯৫। কুড়ি-বিশের খেলাতেও সফল তিনি। ২৩ ম্যাচে রয়েছে ২৪ উইকেট। সবমিলিয়ে ১৮৮ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৪৪৮। দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (SA vs IND) টেস্ট সিরিজে খেলার সুযোগ না মিললেও মহম্মদ শামির (Mohammed Shami) বৃহস্পতি এখন তুঙ্গেই বলা চলে। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারী ভারতীয় হয়েছেন দিনকয়েক আগেই। তার সুফল পেতে চলেছেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অর্জুন পুরষ্কারের জন্য শামির নাম পাঠিয়েছে বিসিসিআই। দেশের ক্রীড়াক্ষেত্রের দ্বিতীয় বৃহত্তম সম্মান অর্জুন পুরষ্কার। শেষ ক্রিকেটার হিসেবে ২০২১ সালে এই পুরষ্কার গিয়েছিলো শিখর ধাওয়ানের ঝুলিতে। ২০২৩-এ এসে তালিকায় যুক্ত হচ্ছে মহম্মদ শামি’র নাম।

Also Read: SA vs IND: জোহানেসবার্গে সূর্যকুমার সুনামি, ৮ ছক্কায় নজির গড়লেন মিস্টার ৩৬০ ডিগ্রী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *