sa-vs-ind-surya-blitz-blows-sa-away

SA vs IND: দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (SA vs IND) সিরিজের শেষ ম্যাচে নামার আগে খানিক ব্যাকফুটেই ছিলো টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিলো বৃষ্টিতে। কেবের্হায় দ্বিতীয় ম্যাচটিতে লড়াই করেও হারতে হয়েছিলো ভারতের তরুণ তুর্কিদের। পাঁচ উইকেটের ব্যবধানে সেই পরাজয় ভারতের সিরিজ জয়ের আশা নিভিয়েছিলো গত মঙ্গলবারই। মানরক্ষার জন্য আজ জিততেই হত। ‘ডু অর ডাই’ ম্যাচে নামার আগে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়ে দিয়েছিলেন যে জোহানেসবার্গে প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তেও তিনি বা তাঁর দল রাজী নন। বরং ভয়ডরহীন ক্রিকেট খেলাই লক্ষ্য হবে তাঁদের। আগের দিন প্রথমে ব্যাট করে হারতে হয়েছিলো। আজও যখন টসে হেরে প্রথমে ব্যাটিং জোটে ভাগ্যে, তখন বিন্দুমাত্র বিচলিত দেখায় নি তাঁকে। বরং গত ম্যাচের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে জয়ের সংকল্প নিয়েছেন তিনি।

কোহলি, রোহিতদের মত সিনিয়ররা নেই। না থাকার তালিকায় রাহুল, বুমরাহ, হার্দিকদের মত তারকাও। তা সত্ত্বেও রিঙ্কু সিং, মুকেশ কুমারদের মত সদ্য আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় পা রাখা তরুণদের সাথে নিয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে তাদের ডেরায় সেয়ানেসেয়ানে লড়াই চালালেন সূর্যকুমার। আগের দিন পোর্ট এলিজাবেথে ৫৬ রান করেছিলেন। কিন্তু জয় এনে দিতে পারেন নি দলকে। আজ যখন কেশব মহারাজের বলে শুভমান গিল ও তিলক বর্মা পরপর আউট হলেন, তখন বড় ইনিংসের প্রতিজ্ঞা নিয়েই যেন মাঠে নেমেছিলেন ভারত অধিনায়ক। প্রথমে খানিক সময় নিলেন। ক্রিজে থিতু হয়ে যাওয়া যশস্বী জয়সওয়ালকে সুযোগ দিলেন বড় শট মারার। এরপর ম্যাচ যত এগোলো, খোলস ছেড়ে বেরোলেন তিনি। জোহানেসবার্গের বাইশ গজে দেখা গেলো সূর্যকুমার সুনামি।

Read More: SA vs IND: “ভয়ডরহীন ক্রিকেটটাই খেলতে চেয়েছি…” জয়ের পর জানালেন তৃপ্ত সূর্যকুমার যাদব !!

আট ছক্কায় চতুর্থ শতক সূর্যের, গড়লেন রেকর্ড-

Suryakumar Yadav | SA vs IND | Image: Getty Images
Suryakumar Yadav | SA vs IND | Image: Getty Images

স্কুপ, ল্যাপ শট, রিভার্স স্যুইপের মত নান্দনিক সব শটের ডালি সাজিয়ে দর্শকদের মনোরঞ্জন করতে প্রায়শই দেখা যায় সূর্যকুমার যাদব’কে। স্বয়ং বিরাট কোহলিও সূর্যের প্রশংসা করে বলেছেন “ও যেমন ভাবে খেলে তেমনটা কেবল প্লে-স্টেশনেই খেলা সম্ভব।” উইকেটের চার পাশে বড় শট মারার অবিশ্বাস্য দক্ষতার জন্য একসময় এবি ডিভিলিয়ার্সকে বলা হত ‘মিস্টার ৩৬০ ডিগ্রী।’ তাঁর অবসরের পর এই মুকুট ভক্তেরা ভালোবেসে উপহার দিয়েছেন সূর্যকুমার যাদব’কে।

আজ ডিভিলিয়ার্সের দেশেই সূর্য বুঝিয়ে দিলেন যে এই মুহূর্তে টি-২০ ক্রিকেটে কেন তিনি বিশ্বের সেরা। একই সাথে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার হিসেবেও পাকা করে ফেললেন নিজের স্থান। আজকের ম্যাচে ৮টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন সূর্যকুমার। এর মধ্যে ফেলুকায়েওকে একই ওভারে মেরেছেন তিনটি ছয়। রেকর্ড বইয়ের পাতায় নাম তুলে ফেলেছেন তিনি। কোনো ভারতীয়ের এক টি-২০ ইনিংসে মারা সর্বোচ্চ ছক্কার রেকর্ড রয়েছে রোহিত শর্মার। দ্বিতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। চলতি বছরের গোড়াতেই তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ইনিংসে ৯টি ছক্কা হাঁকিয়েছিলেন। আজ তৃতীয় স্থানেও নিজেকে জায়গা করে দিলেন তিনি। যদিও তাঁকে আসন ভাগাভাগি করতে হচ্ছে কে এল রাহুলের সাথে।

এছাড়াও টি-২০’র দুনিয়ায় তাঁর ছক্কার সংখ্যা দাঁড়ালো ১২৩। একমাত্র রোহিত শর্মা ছাড়া ভারতীয়দের মধ্যে তাঁর থেকে এগিয়ে নেই কেউই। সমগ্র বিশ্বের নিরিখে সূর্য রয়েছেন পঞ্চম স্থানে। শীর্ষে থাকা রোহিত যেখানে ১৬ বছরের কেরিয়ারে ১৮২ টি ছক্কা মেরেছেন, সেখানে সূর্যকুমার ১২৩-এর মাইলফলক স্পর্শ করেছেন মাত্র ৩ বছরে। আজ টি-২০ কেরিয়ারের চতুর্থ শতরান করেন তিনি। সর্বোচ্চ শতক সংখ্যার নিরিখে স্পর্শ করলেন রোহিত ও গ্লেন ম্যাক্সওয়েলকে। রোহিত ও ম্যাক্সওয়েলের ম্যাচ সংখ্যা যথাক্রমে ১৪৮ ও ১০০। সূর্য এই রেকর্ড ছুঁয়ে ফেললে ৬০ ম্যাচেই। এই নিয়ে ১৪তম বার ম্যাচের সেরা হলেন তিনি। সামনে কেবল বিরাট কোহলি। ১১৫ ম্যাচে ১৫ বার ম্যাচের সেরা হয়েছেন তিনি। প্রায় অর্ধেক ম্যাচ খেলে কোহলিকে ছুঁয়ে ফেলার পথে সূর্য।

Also Read: SA vs IND: সূর্য-কুলদীপ ম্যাজিকে দ্বিতীয় টি-২০ ম্যাচে বিরাট জয় ভারতের, ১-১ ফলে শেষ হল সিরিজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *