IPL 2024: আজ আইপিএলের (IPL) প্লে-অফ পর্বের দ্বিতীয় খেলা। এলিমিনেটর ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RR vs RCB)। গতকাল প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮ উইকেটের ব্যবধানে রীতিমত উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। আজকের এলিমিনেটরে যে দল জিতবে তারা ২৪ তারিখের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সানরাইজার্সের (SRH)। আর যে পক্ষ হারবে তারা ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। এর আগে লীগ পর্বে একবার মুখোমুখি হয়েছিলো রাজস্থান ও বেঙ্গালুরু (RCB)। সেই যাত্রায় সোয়াই মানসিংহ্ স্টেডিয়ামে সঞ্জু স্যামসনরা হারিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্সকে। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। টানা ছয় ম্যাচ জিতে দারুণ ছন্দে আছে বেঙ্গালুরু। অন্য দিকে পাঁচ ম্যাচে জয় নেই রাজস্থানের। ফলাফল কি দাঁড়ায়, জানতে মুখিয়ে সকলে।
রাজস্থান রয়্যালস (RR) আজকের ম্যাচে পাচ্ছে না জস বাটলারকে। তারা ওপেনিং-এ নামাতে পারে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও টম কোহলার ক্যাডমোরকে। রানের মধ্যে ফিরতে চাইবেন দুজনেই। তিনে থাকছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। আচমকাই তাঁর পারফর্ম্যান্সের গ্রাফ খানিক নীচের দিকে। শুধরে নিতে চাইবেন তিনি। চারে থাকছেন রিয়ান পরাগ (Riyan Parag)। আরও একবার দলের ভরসা হয়ে ওঠার চ্যালেঞ্জ তাঁর সামনে। এছাড়া পাঁচে খেলতে পারেন রোভম্যান পাওয়েল। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হতে পারে ডোনোভার ফেরেইরাকে। থাকতে পারেন ধ্রুব জুড়েল’ও (Dhruv Jurel)। দুই স্পিনার ও তিন পেসারের নীতি নিতে পারেন কোচ সাঙ্গাকারা। অশ্বিন ও চাহালের স্পিন জুটির পাশাপাশি পেস ত্রয়ী হতে পারেন আবেশ খান, সন্দীপ শর্মা ও ট্রেন্ট বোল্ট।
বেঙ্গালুরুর হয়ে ওপেন করতে মাঠে নামবে বিরাট কোহলি (Virat Kohli) ও ফাফ দু প্লেসির (Faf du Plessis) পরীক্ষিত জুটি। আরও একবার দুই তারকার থেকে দুর্দান্ত ইনিংসের সন্ধানে দল। উইল জ্যাকস দেশে ফিরেছেন, তাই তিন নম্বরে দেখা যাবে রজত পতিদারকে (Rajat Patidar)। মধ্যপ্রদেশের ক্রিকেটার দারুণ ফর্মে আছেন বর্তমানে। চার ও পাঁচে দুই অস্ট্রেলীয় অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও গ্লেন ম্যাক্সওয়েলকে দেখা যাওয়ার সম্ভাবনা। বেঙ্গালুরুর হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে পারেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। ইনিংস ‘ফিনিশ’ করার দায়িত্ব থাকবে তাঁর উপর। ম্যাচের অবস্থান বুঝে নামানো হতে পারে মহীপাল লোমরোরকে। স্বপ্নীল সিং আরও একবার হতে পারেন বেঙ্গালুরুর তুরুপের তাস। পেস বিভাগে আরসিবি আস্থা রাখছে মহম্মদ সিরাজ, লকি ফার্গুসন ও যশ দয়ালের উপর।
Read More: প্রথম কোয়ালিফায়ারে SRH’কে হারিয়ে চতুর্থ বারের জন্য ফাইনালে পৌঁছালো KKR !!
IPL ম্যাচের সময়সূচি-
রাজস্থান রয়্যালস (RR) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)
ম্যাচ নং- ৭২ (এলিমিনেটর ম্যাচ)
তারিখ- ২২/০৫/২০২৪
ভেন্যু- নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Ahmedabad Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-

আইপিএলের এলিমিনেটর ম্যাচে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RR vs RCB)। পূর্বের পরিসংখ্যান বলছে যে এই মাঠের পিচ সাধারণত ব্যাটিং-এর জন্য সহায়ক হয়ে থাকে। ইনিংসের শুরুর দিকে খানিক সাহায্য থাকে বোলারদের জন্য। ম্যাচ যত এগোয়, ততই সহজ হয়ে ওঠে ব্যাটিং। এই মরসুমে আহমেদাবাদে একাধিক ম্যাচে বড় রান উঠেছে। এলিমিনেটরেও তেমনটা হলে অবাক হবে না ক্রিকেটমহল। এখানে এখনও অবধি খেলা হয়েছে ৩৫টি আইপিএল ম্যাচ। তার মধ্যে ১৫টিতে প্রথমে ব্যাটিং করে জয় এসেছে। ১৯টিতে জয় এসেছে রান তাড়া করে। একটি থেকেছে অমীমাংসিত। টসজয়ী অধিনায়ক আজ প্রথমে বোলিং করতে পারেন।
এই আহমেদাবাদেই দিনকয়েক আগে গুজরাত বনাম কলকাতা (GT vs KKR) ম্যাচ ভেস্তে গিয়েছিলো বৃষ্টিতে। তাই এলিমিনেটরের দিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে ঔৎসুক্য রয়েছে ক্রিকেট দর্শকদের মধ্যে। তাদের আশ্বস্ত করেছে হাওয়া অফিস। আজ আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে না বলেই জানাচ্ছে আবহাওয়াবিদ্রা। সম্ভাবনা থাকছে তাপপ্রবাহের। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৪৪ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রী। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৪০ শতাংশ। এছাড়া ম্যাচ চলাকালীন বায়ুপ্রবাহের গতিবেগ থাকতে পারে ৫ কিলোমিটার প্রতি ঘন্টা।
দুই দলের সম্ভাব্য একাদশ-

রাজস্থান রয়্যালস (RR)-
যশস্বী জয়সওয়াল, টম কোহলার ক্যাডমোর ✈, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), রিয়ান পরাগ, রোভম্যান পাওয়েল ✈, ধ্রুব জুড়েল, রবিচন্দ্রণ অশ্বিন, ট্রেন্ট বোল্ট✈, আবেশ খান, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল।
বিকল্প- ডোনাভন ফেরেইরা ✈, তনুষ কোটিয়ান, আবিদ মুস্তাক, নভদীপ সাইনি, শুভম দুবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-
ফাফ দু প্লেসি (অধিনায়ক) ✈, বিরাট কোহলি, রজত পতিদার, ক্যামেরন গ্রিন ✈, গ্লেন ম্যাক্সওয়েল ✈, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), স্বপ্নীল সিং, লকি ফার্গুসন ✈, মহম্মদ সিরাজ, যশ দয়াল।
বিকল্প- সুয়শ প্রভুদেশাই, মহীপাল লোমরোর, বিজয়কুমার বৈশাখ, অনুজ রাওয়াত, কর্ণ শর্মা।
*✈- বিদেশী ক্রিকেটার।
RR vs RCB, Dream 11 Prediction, Fantasy Tips-
ব্যাটার- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি, রজত পতিদার, রিয়ান পরাগ
অলরাউন্ডার- ক্যামেরন গ্রিন
উইকেটরক্ষক- সঞ্জু স্যামসন, দীনেশ কার্তিক
বোলার- ট্রেন্ট বোল্ট, রবিচন্দ্রণ অশ্বিন, সন্দীপ শর্মা, যশ দয়াল
অধিনায়ক- বিরাট কোহলি
সহ-অধিনায়ক- রজত পতিদার
বিধিসম্মত সতর্কীকরণ-
পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।
Also Read: IPL 2024: “তৃতীয় খেতাব আসছেই…” সানরাইজার্সকে গুঁড়িয়ে ফাইনালে নাইট’রা, উচ্ছ্বাসে ভাসছে নেটপাড়া !!