২০২৩-এর জুনে রোহিত শর্মা’র (Rohit Sharma) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া হেরেছিলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC)। নভেম্বরে ঘরের মাঠে হাতছাড়া হয়েছলো ওডিআই বিশ্বকাপ (ICC World Cup) জয়ের সুবর্ণ সুযোগ। ফাইনালে আহমেদাবাদের বাইশ গজে বাজিমাত করে গিয়েছিলো অস্ট্রেলিয়া। আইসিসি ট্রফির জন্য দীর্ঘদিনের প্রতীক্ষা আরও দীর্ঘ হয়েছিলো ‘মেন ইন ব্লু’র। হতাশ চোখে সেদিন বিরাট-রোহিত’রা (Rohit Sharma) দাঁড়িয়ে দেখেছিলেন নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ হাতে নিয়ে স্টার্ক, কামিন্স, স্টিভ স্মিথদের আনন্দে মাততে। দুঃখের অশ্রুকেই আগামীর সংকল্পে পরিণত করে সেদিন থেকে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রস্তুতি শুরু করেছিলো ভারত। বোর্ড সচিব জয় শাহ এক অনুষ্ঠানে দৃপ্ত কন্ঠে ঘোষণা করেছিলেন যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেতাব জিতবে দল। কথা রেখেছেন ক্রিকেটাররা।
গত শনিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক রুদ্ধশ্বাস ফাইনালে এগারো বছর পর ভারতকে ট্রফি এনে দিয়েছেন রোহিত, বিরাট, হার্দিকরা। প্রথমে ব্যাটিং করে ১৭৬ রান স্কোরবোর্ডে যোগ করে টিম ইন্ডিয়া (Team India)। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও ক্যুইন্টন ডি কক ও হেনরিখ ক্লাসেনের ঝোড়ো ইনিংস একটা সময় ব্যাকফুটে ঠেলে দিয়েছিলো ‘মেন ইন ব্লু’কে। কিন্তু হার না মানা মানসিকতাকে কাজে লাগিয়ে শেষমেশ ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বোলাররা। হার্দিকের শেষ ওভারে লং অফ বাউন্ডারিতে ডেভিড মিলারের ক্যাচ সূর্যকুমার যাদব তালুবন্দী করতেই নিশ্চিত হয়ে যায় শাপমোচন। দেশের ট্রফি খরা কাটিয়ে টি-২০ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তারপর ৪৮ ঘন্টা কাটার আগেই সেই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
Read More: অধিনায়ক রোহিত শর্মা, টি-২০ বিশ্বকাপের সেরা একাদশে ছয় ভারতীয়, নজর কাড়লেন আফগানরা !!
অবসরের সিদ্ধান্ত জানিয়েছিলেন রোহিত-
টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের পরে আবেগাপ্লুত রোহিত শর্মা মাঠে সাক্ষাৎকার দেওয়ার সময় অবসর প্রসঙ্গে মুখ খোলেন নি। বরং স্বপ্নপূরণের তৃপ্তিই চুঁইয়ে পড়ছিলো তাঁর গলা দিয়ে। বিরাট কোহলি (Virat Kohli), অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ থেকে সূর্যকুমার যাদব-ফাইনাল জয়ের সকল নায়ককে আলাদা করে ধন্যবাদ জানান তিনি। এরপর সাংবাদিক সম্মেলন চলাকালীন প্রকাশ্যে আনেন অবসরের সিদ্ধান্ত। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিলো বিরাট কোহলির অবসরের ব্যপারে। সেই প্রসঙ্গ টেনেই রোহিত (Rohit Sharma) বলেন, “আমরাও এটাই শেষ টি-২০ ম্যাচ ছিলো। সরে দাঁড়ানোর জন্য এটাই আদর্শ সময়। আমি প্রতিটা মুহূর্ত দারুণভাবে উপভোগ করেছি। এই ফর্ম্যাট দিয়েই টিম ইন্ডিয়াতে আমার পথচলা শুরু হয়। আমি মরিয়া ছিলাম এই খেতাবটা জিততে। তৃপ্ত যে শেষমেশ বাধাটুকু অতিক্রম করতে পেরেছি।”
বাধ্য হয়েছেন সরে যেতে? উঠছে প্রশ্ন-
টি-২০ ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক সরে দাঁড়ানোয় নিঃসন্দেহে শূন্যতা তৈরি হয়েছে বাইশ গজের দুনিয়ায়। ট্রফি জিতে নীল জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত, এই সান্ত্বনাটুকুই সম্বল ছিলো অনুরাগীদের। কিন্তু সম্প্রতি যে ভিডিও ক্লিপ’টি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তা ফের তাঁদের মনে জাগিয়ে তুলেছে প্রশ্ন। অনিচ্ছা সত্ত্বেও কি বাধ্য করা হয়েছে বছর ৩৭-এর রোহিত’কে (Rohit Sharma)? মাঠে দাঁড়িয়ে হিটম্যান যে সাক্ষাৎকার দিয়েছেন, তা থেকে অনেকেই উপনীত হচ্ছেন সেই ধারণায়। তাঁকে বলতে শোনা গিয়েছে, “আমি ভাবি নি যে টি-২০ থেকে অবসর নেব। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যে সরে যেতেই হচ্ছে। কাপ জিতে সরে যাওয়ার থেকে ভালো আর কিছু নেই।” আইপিএল খেলবেন? প্রশ্নের জবাবে জানান, “১০০ শতাংশ।”
কোন পরিস্থিতির কথা বলছেন রোহিত (Rohit Sharma)? কেনই বা আচমকা সরে দাঁড়াতে হলো তাঁকে? এই প্রশ্নেরই এখন জবাবের সন্ধানে ক্রিকেটজনতা। অনেকেই মনে করছেন যে আগামী টি-২০ বিশ্বকাপের জন্য এখন থেকেই পরিকল্পনা সাজিয়ে ফেলতে চায় বিসিসিআই। তরুণ দল নিয়েই দেশের মাটিতে খেতাব রক্ষার লড়াইতে নামার কথা ভাবছেন জয় শাহ (Jay Shah), রজার বিনি’রা। সেই কারণেই রোহিতকে ছাড়াই সামনের দিকে এগোনোর ভাবনা রয়েছে তাঁদের। নতুন কোচ হিসেবে সম্ভবত দলে যোগ দিচ্ছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। টি-২০ ফর্ম্যাটে তারুণ্যের জোয়ার আনার পক্ষপাতী তিনিও। টি-২০ বিশ্বকাপ জেতালেও আগামীতে দলে যে জায়গা হবে না সেই দেওয়াললিখন হয়ত বিসিসিআই-এর হাবভাবে পড়তেই পেরেছিলেন রোহিত। তাই সরে দাঁড়িয়েছেন ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে।
দেখে নিন সেই ভিডিও-
Rohit Sharma: “I was not in the mood to retire from T20I, but the situation has arisen, so I decided to do so.”
Is he targeting Gambhir? Perhaps he is thinking of building a new team. He might have thought of retiring on his own. pic.twitter.com/bD47G9UXUV
— Jod Insane (@jod_insane) June 30, 2024