rohits-reply-to-modi-sparks-laughter

ঠিক এক সপ্তাহ আগে বার্বাডোজের কেনসিংটন ওভালে ইতিহাস তৈরি করেছিলো রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেশকে উপহার দিয়েছিলো দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ। ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বাধীন দল প্রথমবার কুড়ি-বিশের বিশ্বখেতাব ভারতে এনেছিলো। এরপর বারবার সেমিফাইনাল এমনকি ফাইনালে পা রেখেই অন্তিম বাধা আর পেরোনো হয় নি টিম ইন্ডিয়ার। শেষমেশ সতেরো বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো জুন মাসের ২৯ তারিখ। রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের ছুঁড়ে দেওয়া ১৭৭-এর লক্ষ্য তাড়া করতে নেমেছিলো দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারের প্রথম বলে সূর্যকুমার যাদবের  (Suryakumar Yadav) অসামান্য ক্যাচে ডেভিড মিলার ফিরতেই ট্রফিজয় নিশ্চিত হয় ভারতের।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হার, ওডিআই বিশ্বকাপ ফাইনালে হার-ব্যর্থতার ছবিটা ক্রমেই লম্বা হচ্ছিলো ভারতের। সেই কঠিন সময় পেরিয়ে আসার ইঙ্গিত দিলো ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়। এই সাফলের পর স্বভাবতই দেশে উৎসবের আমেজ। কাশ্মীর থেকে কন্যাকুমারী, সব জায়গাতেই উদ্‌যাপন করা হচ্ছে ভারতের ট্রফি জয়। অধীর আগ্রহে দেশের ক্রিকেটজনতা অপেক্ষা করেছিলো বিশ্বজয়ী তারকাদের। হারিকেন বেরিলের জন্য রোহিত (Rohit Sharma), বিরাটরা কিছুদিন বার্বাডোজে আটকা পড়ায় উৎকন্ঠার প্রহর কেটেছে কিছুদিন। শেষমেশ যাবতীয় সমস্যা কাটিয়ে বৃহস্পতিবার ক্রিকেটাররা দেশে ফিরতেই বাঁধে ভাঙে আবেগ। দিল্লী বিমানবন্দর থেকেই শুরু হয় সেলিব্রেশন। তা শেষ হয় মুম্বইয়ে।

Read More: IND vs ZIM, 1st T20i, Dream 11 Prediction in Bengali: বিশ্বজয়ী ভারতের বিপক্ষে আজ মাঠে জিম্বাবুয়ে, ফ্যান্টাসি ক্রিকেটের তারকাদের চিনে নিন এক ক্লিকেই !!

রোহিতের ‘ইয়ে’ আর ‘ওহ’ নিয়ে চর্চা নেটদুনিয়ায়-

Narendra Modi and Rohit Sharma | Image: Twitter
Narendra Modi and Rohit Sharma | Image: Twitter

বৃহস্পতিবার মুম্বইয়ের মেরিন ড্রাইভ থেকে এক হুড খোলা বাসে করে ট্রফি নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে পা দেন রোহিত (Rohit Sharma), জসপ্রীত বুমরাহ, বিরাট কোহলিরা (Virat Kohli)। রাস্তায় তাঁদের সঙ্গী হন হাজার হাজার ক্রিকেট অনুরাগী। ওয়াংখেড়েতেও একটি আসন খালি ছিলো না। তবে মুম্বইয়ের উৎসবের আগে বৃহস্পতিবার সকালে ৭ লোক কল্যান মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Naredra Modi)  বাসভবনে গিয়েছিলো টিম ইন্ডিয়া। সেখানে বেশ কিছুক্ষণ চলে আলাপচারিতা। আলাদা করে প্রত্যেক সদস্যের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। চলে ছবি তোলা। সেই সাক্ষাৎ অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও এসেছে প্রকাশ্যে। তার মধ্যে একটিতে নরেন্দ্র মোদীর প্রশ্নের জবাব দিতে গিয়ে রীতিমত কথা হাতড়াতে শোনা গিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা’কে (Rohit Sharma)। ভুলোমনা অধিনায়ককে নিয়ে মিমের বন্যা সমাজমাধ্যমে।

বিশ্বকাপ জিতে বার্বাডোজের পিচ থেকে মাটি নিয়ে মুখে দিয়েছিলেন রোহিত। তাঁর কাছে এর কারণ জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী। ট্রেডমার্ক স্টাইলে হিটম্যান জানান, “আসলে ঐ পিচ’টা আমার জন্য ‘এটা’ ছিলো, ঐ পিচে আমরা ‘ওটা’ করেছিলাম।” ‘পয়া’ ও ‘বিশ্বজয়’ শব্দ দুটিকে যেভাবে ‘এটা’ ও ‘ওটা’ বলে ম্যানেজ করেছেন রোহিত তা নিয়ে হাসিঠাট্টায় মেতেছেন নেটিজেনরা। এর আগেও বেশ কয়েকবার এভাবে বাক্যের মাঝখানে শব্দ হারিয়ে কথা হাতড়াতে দেখা গিয়েছে তাঁকে। সেই পুরনো ভিডিও শেয়ার করে কটাক্ষ করেছেন অনেকে। কেউ কেউ লিখেছেন, ‘রোহিতের হাতে মাইক পড়লেই বিনোদন বাঁধা।’ ‘অন্তত প্রধানমন্ত্রীর সামনে তো গুছিয়ে কথা বলুন’ কটাক্ষ করেছেন কেউ কেউ। ‘রোহিত এমনই সাদাসিধা, এই জন্যই উনি আমাদের আইডল’ মন্তব্য এক অনুরাগীর। কেউ আবার লিখেছেন, ‘এটাই রোহিতের আলাদা স্টাইল। আপনারা বুঝে নিন ও কি বলেছে।’

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: ভাগ্য খুললো না রিংকু সিংয়ের, জিম্বাবুয়ের বিরুদ্ধে দলে এন্ট্রি নিচ্ছেন ওপর এক KKR তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *