গত ২৯ জুন ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া (Team India)। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে জিতে নিয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের পর তৃতীয় দল হিসেবে দ্বিতীয় বার কুড়ি-বিশের খেলায় বিশ্বজয়ের নজির গড়েছে ‘মেন ইন ব্লু।’ দীর্গ অপেক্ষার পর এই সাফল্য উচ্ছ্বাসে ভাসিয়েছে দেশকে। আবেগ সামলাতে পারেন নি ক্রিকেটাররাও। অধিনায়ক রোহিতকে (Rohit Sharma) দেখা যায় মাঠেই শুয়ে পড়তে। চোখে জল ছিলো বিরাট কোহলি (Virat Kohli), হার্দিক পান্ডিয়াদেরও। হারিকেনের কারণে ট্রফি নিয়ে দেশে ফিরতে কিছুদিন দেরী হয় ভারতীয় দলের। অবশেষে ৪ তারিখ দিল্লীতে পা রাখা মাত্রই শুরু হয় উৎসব। মুম্বইতে হুড খোলা বাসে শহর পরিক্রমা হোক বা ভরা ওয়াংখেড়েতে সমস্বরে ‘বন্দে মাতরম’, ক্রিকেটারদের বরণ করে নিতে কার্পণ্য করে নি দেশবাসী।
Read More: দেশের উন্নতির স্বার্থে বড় পদক্ষেপ নিলেন গৌতম গম্ভীর, এই মহারোথিদের দিলেন সুযোগ !!
১২৫ কোটি টাকা ঘোষণা BCCI-এর-
এগারো বছর পর এসেছে আইসিসি ট্রফি। টি-২০’র বিশ্বখেতাব ঘরে এসেছে সতেরো বছরের অপেক্ষা শেষে। উৎসবের আমেজ বিসিসিআই-এর (BCCI) অন্দরে। ক্রিকেটারদের এই দুর্দান্ত সাফল্যকে উদ্যাপন করার জন্য ১২৫ কোটি টাকার বিশেষ পুরষ্কার ঘোষণা করেছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিলো যে মূল স্কোয়াডে থাকা ১৫ ক্রিকেটারের প্রত্যেকে পাবেন ৫ কোটি টাকা করে। হেড কোচ রাহুল দ্রাবিড়ও (Rahul Dravid) পাবেন ৫ কোটি টাকা। এছাড়া ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর (Viram Rathour), বোলিং কোচ পরশ মামব্রে (Paras Mhambrey) ও ফিল্ডিং কোচ টি.দিলীপ (T.Dilip) পাবেন ২.৫ কোটি টাকা করে। ট্র্যাভেলিং রিজার্ভে থাকা রিঙ্কু সিং, খলিল আহমেদ, শুভমান গিল ও আবেশ খানের জন্য থাকবে ১ কোটি টাকা করে।
সাপোর্ট স্টাফদের জন্য সওয়াল রোহিতের-
ক্রিকেটার ও কোচিং স্টাফদের বিপুল অর্থ প্রদানের পর যে অর্থ বাকি থাকবে তা ভাগ করে দেওয়া হবে দলের সাথে জড়িয়ে থাকা অন্যান্য সাপোর্ট স্টাফদের মধ্যে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছিলো ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। কিন্তু সেই অঙ্কটা যথেষ্ট নয় বলে মনে করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। জয় শাহ, রজার বিনিদের সিদ্ধান্তের সাথে একমত হতে পারেন নি তিনি। দলের সাফল্যে সাপোর্ট স্টাফদের অবদানও কম নয় বলে জানিয়েছিলেন হিটম্যান। টিম ইন্ডিয়ার (Team India) এক সাপোর্ট স্টাফ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “যখন পুরষ্কারমূল্য ভাগ করে দেওয়া হয়, তখন রোহিত বলেছিলেন যে সাপোর্ট স্টাফদের এত কম অর্থ দেওয়া উচিৎ নয়। উনি নিজের বোনাস ছেড়ে দেওয়ার জন্যও প্রস্তুত ছিলেন।”
One of India’s support staff members said, “when the 125cr prize money was distributed, Rohit Sharma raised his voice and said ‘support staff shouldn’t get such less money’. He was even ready to relinquish his own bonus for us”. (Abhishek Tripathi).
– Rohit, a gem guy! 🥹❤️ pic.twitter.com/xCEkGsXsHd
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 11, 2024
কম অর্থ নিলেন রাহুল দ্রাবিড়’ও-
একা রোহিত (Rohit Sharma) নন, মহানুভবতার প্রমাণ দিলেন বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়’ও (Rahul Dravid)। টি-২০ বিশ্বকাপই ভারতের হয়ে আইসিসি ট্রফি জেতার শেষ সুযোগ ছিলো তাঁর সামনে। অন্তিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েই যাত্রাপথে দাঁড়ি টানলেন তিনি। ক্রিকেটারদের মতই হেড কোচের জন্যও ৫ কোটি টাকার পুরষ্কার মূল্য ঘোষণা করেছিলো ভারতীয় বোর্ড। কিন্তু তাঁর কোচিং স্টাফের বাকি সদস্যারা প্রত্যেকে ২.৫ কোটি টাকা পাবেন আর তিনি নিজে নিয়ে যাবেন দ্বিগুণ অর্থ, তা ভালো লাগে নি ‘দ্য ওয়াল’-এর। তিনি নিজের পুরষ্কার অর্ধেক করার অনুরোধ করেন বোর্ডের কাছে। ভারতীয় সাজঘর ছেড়ে যাওয়ার সময় পরশ মামব্রে (Paras Mhambrey), বিক্রম রাঠৌর (Vikram Rathour), টি.দিলীপদের (T.Dilip) মতই তিনিও নিলেন ২.৫ কোটি টাকা।