rohit-to-continue-playing-for-india

২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ও ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) ফাইনালে জোড়া ধাক্কা খেয়েছিলো রোহিত শর্মা’র (Rohit Sharma) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া হারে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন ক্রিকেটাররা। আঁধারে ডুবেছিলেন অধিনায়ক রোহিতও। নেতা হিসেবে দেশকে আইসিসি ট্রফি দেওয়ার স্বপ্ন অধরাই থাকবে কিনা সেই আশঙ্কা তখন জাঁকিয়ে বসেছিলো। অবশেষে চাপুমুক্তির স্বাদ তিনি অনুভব করলেন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup)। ট্রফিখরা কাটাতে মরিয়া টিম ইন্ডিয়া টুর্নামেন্টের শুরু থেকেই আগ্রাসনকে সঙ্গী করে মাঠে নেমেছিলো। পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত তারকাখরচিত দলও বাধা হয়ে দাঁড়াতে পারে নি ‘মেন ইন ব্লু’র জন্য। অবশেষে খেতাবী যুদ্ধে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হয় স্বপ্নপূরণ। কপিল, ধোনিদের মত বিশ্বজয়ী অধিনায়কদের তালিকায় যুক্ত হয় রোহিতের নাম’ও।

Read More: ফিক্সড ছিল ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ, গড়াপেটার অভিযোগ উঠলো অধিনায়কের বিরুদ্ধে !!

ট্রফি জিতে আবেগে ভেসেছিলেন রোহিত শর্মা-

Rohit Sharma | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

লম্বা অপেক্ষার পর অবশেষে ট্রফি জয় আবেগে ভাসিয়েছিলো ভারত অধিনায়ককে। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ওভারের শেষ ডেলিভারিটির পর মাঠেই শুয়ে পড়েছিলেন। তাঁর কাছে ছুটে যান দলের তরুণ সদস্যরা। বেশ খানিকক্ষণ চলে উদ্দাম সেলিব্রেশন। ডব্লুডব্লুই কিংবদন্তি রিক ফ্লেয়ারের ভঙ্গিমায় ট্রফি হাতে নিতে দেখা যায় রোহিতকে (Rohit Sharma)। মাসখানেক আগে একটি অনুষ্ঠানে বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah) অঙ্গীকার করেছিলেন যে ভারত রোহিত শর্মা’র নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জিতে বার্বাডোজের মাঠেই দেশের পতাকা পুঁতে দেবে। উচ্ছ্বসিত রোহিতকে (Rohit Sharma) দেখা যায় বোর্ড সচিবের সেই অঙ্গীকারকেও বাস্তবায়িত করতে। এরপর পিচের কাছে চলে যান তিনি। মুখে তুলে নেন বাইশ গজের মাটি। সাফল্যের স্বাদ হয়ত এভাবেই চেখে দেখতে চেয়েছিলেন ভারত অধিনায়ক।

অবসরের সিদ্ধান্ত জানান রোহিত-

Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালের পর মাঠে দাঁড়িয়েই ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি (Virat Kohli) জানিয়ে দিয়েছিলেন যে তিনি দেশের হয়ে আর কুড়ি-বিশের ফর্ম্যাট খেলবেন না। এই নিয়ে রোহিত (Rohit Sharma) মাঠে কিছু না বললেও পরে সাংবাদিক সম্মেলনে জানান যে অবসর নিচ্ছেন তিনিও। বছর ৩৭-এর তারকা সেদিন বলেছিলেন, “এটা আমারও শেষে টি-২০ ম্যাচ। সরে দাঁড়ানোর জন্য এর থেকে আদর্শ সময় আর হতে পারে না। আমি প্রতিটা মুহূর্ত দারুণভাবে উপভোগ করেছি। ভারতীয় দলে নিজের কেরিয়ার আমি শুরু করেছিলাম, এই ফর্ম্যাট দিয়েই। আমি এটা (টি-২০ বিশ্বকাপ) চেয়েছিলাম। এই কাপ’টা জিততে চেয়েছিলাম খুব বেশী করে।” আন্তর্জাতিক টি-২০তে সর্বোচ্চ সংখ্যক রান, সর্বোচ্চ সংখ্যক শতরান ও সর্বোচ্চ সংখ্যক ছক্কার রেকর্ড নিজের ঝুলিতে রেখে সরে দাঁড়ান রোহিত।

ক্রিকেট চালিয়ে যাবেন হিটম্যান-

Rohit Sharma and Arshdeep Singh | Image: Getty Images
Rohit Sharma and Arshdeep Singh | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপের পর ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত (Rohit Sharma)। বাকি দুই ফর্ম্যাটে কি দেখা যাবে তাঁকে? এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাংবাদিকরা। ২৯ জুন মাঠে দাঁড়িয়ে তাঁদের আশ্বস্ত করেছিলেন ভারত অধিনায়ক। আইপিএল খেলা প্রসঙ্গেও জানিয়েছিলেন, “১০০% খেলবো।” এখনি ভারতীয় দল যে রোহিত পরবর্তী যুগের দিকের তাকাচ্ছে না তা স্পষ্ট করেছিলেন সচিব জয় শাহ’ও। বলেন ২০২৫-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেতৃত্বে থাকবেন হিটম্যান। এবার সাংবাদিক বিমল কুমারের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ক্রিকেট তারকা নিজেই আরও একবার জানালেন যে বাইশ গজকে পুরোপুরি বিদায় জানাচ্ছেন না তিনি। রোহিত বলেন, “আমাকে আরও কিছুটা সময় নিশ্চিত ভাবেই খেলতে দেখতে পাবেন।” ২০২৭-এ রয়েছে ওডিআই বিশ্বকাপ। অধরা শৃঙ্গ জয় করেই সরতে পারেন তিনি।

Also Read: CT 2025: নয়া মোড় নিলো চ্যাম্পিয়ন্স ট্রফি বিতর্ক, ভারত না এলে ‘প্রতিশোধ’-এর হুমকি পাকিস্তানের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *