বিশ্বকাপের দল বাছতে BCCI'এর সামনে নয়া শর্ত রাখলেন রোহিত শর্মা, এই খেলোয়াড়ের অবসর ভাঙিয়ে করাতে হবে এন্ট্রি !! 1

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের লীগের মঞ্চ, আর আইপিএল কাটতে না কাটতেই আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ (T20 World Cup 2024)। তবে এই মেগা টুর্নামেন্টের জন্য এখনও ভারতীয় স্কোয়াড নির্বাচন করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। চলতি মাসের শেষের দিকে বা মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে স্কোয়াড। আসন্ন বিশ্বকাপের আগে যেহেতু ভারতীয় দল কোনো T20 সিরিজের জন্য অন্য কোনো দেশের মুখোমুখি হবে না তাই এই আইপিএলকে পাখির চোখ করতে চাইছেন হিটম্যান রোহিত শর্মা (Rohit Sharma)।

আরও পড়ুন | IPL 2024: মুহূর্তে হারের হতাশা ভুললেন শুভমান, গ্যালারির সুন্দরী মন কাড়লো গুজরাত অধিনায়কের, দেখুন ভিডিও !!

অবসরপ্রাপ্ত খেলোয়াড়কে দলে চান রোহিত

Rohit sharma, sourav ganguly
Rohit Sharma | Image: Getty Images

তবে বিশ্বকাপ স্কোয়াডে অবসরপ্রাপ্ত এক খেলোয়াড়কে দলে চাইছেন রোহিত। অধিনায়ক রোহিত শর্মা চেন্নাই বনাম মুম্বই ম্যাচে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচে দুই কিংবদন্তির খেলা দেখে বেশ আনন্দিত হয়েছেন। মুম্বইয়ের বিরুদ্ধে এমএস ধোনি (MS Dhoni) ৪ বলে ৩টি ছক্কা নজর কেড়েছে হিটম্যানের, পাশপাশি হায়দ্রাবাদের বিরুদ্ধে দীনেশ কার্তিকের (Dinesh Karthik) বিধ্বংসী ৮৩ রানের ইনিংসের বেশ প্রশংসা করেছেন ক্যাপ্টেন।

এরপর রোহিত T20 বিশ্বকাপ (T20 World Cup 2024) সম্পর্কে একটি পডকাস্টের সময় খুব মজার ভঙ্গিতে ভারতীয় দলের স্কোয়াড নিয়ে বলেন, “ধোনি মাত্র ৪ বল ব্যাট করতে এসে অনেক প্রভাব ফেলছেন, এটাই শেষ পর্যন্ত হার জিতের পার্থক্য করে দিচ্ছে। অন্যদিকে কার্তিক বেশ ভালো খেলছেন, আমি দেখেছি সানরাইজার্স’এর বিরুদ্ধে তার ইনিংস। তবে আমি মনে করি এমএসকে ওয়েস্ট ইন্ডিজে (T20 বিশ্বকাপের জন্য) নিয়ে যাওয়ার জন্য রাজি করানো কঠিন। তিনি আমেরিকাতে উপস্থিত থাকলেও গল্ফ খেলতে ব্যাস্ত থাকবেন। তবে অন্যদিকে দীনেশ কার্তিককে মানিয়ে নেওয়া সহজ হবে।

বিশ্বকাপ দলে ধোনিকে নেওয়ার আবদার রোহিতের

MS Dhoni and Rohit Sharma, t20 world cup 2024
MS Dhoni and Rohit Sharma | Image: Getty Images

রোহিতের দেওয়া এই বয়ান থেকে কিছুটা স্পষ্ট হয়ে গেল আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে এমএস ধোনিকে (MS Dhoni) দলে চাইছেন রোহিত। তবে, ২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানিয়ে দিয়েছিলেন ধোনি তাই তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করবেন না। অন্যদিকে রোহিত তার ২০০৭ সালের বিশ্বকাপ দলের সতীর্থ দীনেশ কার্তিককে (Dinesh Karthik) দলে চাইছেন রোহিত। চলতি আইপিএলে, পন্থের পাশাপশি কার্তিকের ফর্ম অসাধারণ, আপাতত ২০৫ স্ট্রাইক রেটে ২২৬ রান বানিয়েছেন তিনি।

আরও পড়ুন | T20 World Cup 2024: বাজ পড়লো ইংল্যান্ডের, চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকে আউট বেন স্টোকস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *