দেশে ফিরলেন রোহিত’রা, ভক্তদের সামনেই উঁচিয়ে ধরলেন বিশ্বকাপ ট্রফি !! 1

অবশেষে দেশে ফিরলো ভারতীয় ক্রিকেটাররা, বিশ্বকাপ শিরোপা জয়ের পরেও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আটকা পড়েছিল ভারতীয় দল। বিধ্বংসী হ্যারিকেন ঝরে আটকা পড়ে ভারতীয় দল, যে কারণে শিরোপা জয়ের পরেও দেশে ফেরা সম্ভব হয়নি রোহিতদের (Rohit Sharma)। সকাল ৬টা নাগাদ দিল্লি বিমানবন্দরে পৌঁছায় ভারতীয় দল। এবার দেশে ফিরতেই বিমান বন্দরের বাইরে ভক্তদের উদ্যেশ্যে বিশ্বকাপ ট্রফিটি দেখাতে থাকেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি নিয়ে এর পর হোটেলে গিয়েছেন রোহিতেরা। এমনকি হোটেলের বাইরে নাচ জুড়ে দেন সূর্যকুমাররা।

রাত তিনটে থেকে দিল্লি বিমানবন্দরে ভিড়। ভারতীয় দলকে স্বাগত জানাতে ভক্তরা অধীর আগ্রহে ছিলেন। গত বুধবার বার্বাডোজ থেকে বিমানে ওঠে ভারতীয় প্লেয়াররা। ভারতে পৌঁছানোর সাথে সাথে ভারতীয় প্লেয়ারদের নিয়ে যাওয়া হলো দিল্লির মৌরিয়া হোটেলে, যেখানে ভারতীয় প্লেয়ারদের জন্য অপেক্ষা করছিল বিশ্বকাপ ট্রফি সহ একটি বিশেষ কেক। হোটেলে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সকাল ৯টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রাতরাশ সারবেন ভারতীয় প্লেয়াররা।

রোহিত’দের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

Modi in indian dressing room, world cup 2023,rohit sharma
Narendra Modi visited Indian Dressing room | Image: Twitter

২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে হারার পর ভারতীয় দলের ড্রেসিং রুমে পৌঁছে যান নরেন্দ্র মোদি এবং ভারতীয় প্লেয়ারদের উৎসাহ দিয়েছিলেন পরবর্তী বিশ্বকাপ অর্থাৎ এই টি-টোয়েন্টি শিরোপা জেতার জন্য। সবশেষে মুম্বই পৌঁছাবেন ভারতীয় প্লেয়াররা এবং সেখানেই খোলা ছাদ ওয়ালা বসে ট্রফি নিয়ে চলবে সেলিব্রেশন এবং রাতের বেলায় ওয়ানখেড়েতে অনুষ্ঠিত হবে ছোটখাটো এক অনুষ্ঠান।

২০০৭ সালের পর টিম ইন্ডিয়া ১৭ বছর পর এই শিরোপা জয় করলো তাই ২০০৭ সালের সেলিব্রেশনই ফিরিয়ে আনার পরিকল্পনা করেছে বিসিসিআই। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে ভারতীয় দল খোলা ছাদ যুক্ত বাসে মুম্বই ভ্রমণ করেছিল, আজ বিকাল ৫টা নাগাদ একই কাজ করতে চলেছে ভারতীয় দল। দীর্ঘ ১ ঘন্টা ধরে চলবে এই প্যারেড। নারিমান পয়েন্ট থেকে ওয়ানখেড়ের উদ্যেশ্যে খোলা বাসে রওনা দেবে টিম ইন্ডিয়া।

Read Also: Rohit Sharma: টিম ইন্ডিয়ার ৩ ক্রিকেটার, যাঁদের উত্থানের পিছনে বড় ভূমিকা রয়েছে রোহিত শর্মা’র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *