আজ আইপিএলের ৬৭তম ম্যাচটি (IPL 2024) বেশ জমে উঠেছে। আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে কেএল রাহুলের (KL Rahul) লখনৌ সুপার জায়ান্টস। দুই দল আইপিএল ২০২৪ (IPL 2024) থেকে ছিটকে গিয়েছে। আজকের ম্যাচে টস জেতেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে আজকে দলের হয়ে ফিল্ডিং করতে দেখা গেল না প্রাক্তন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৫ ট্রফি জিতেছেন রোহিত
মুম্বাই দলের হয়ে পাঁচ বার আইপিএল শিরোপা জয় করেছিলেন রোহিত শর্মা। তবে চলতি মৌসুমে রোহিতের উপর ভরসা হারিয়েছে মুম্বাই টিম ম্যানেজমেন্ট, যে কারণে দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয় হার্দিক পান্ডিয়ার উপর। আইপিএল ২০২৪ (IPL 2024) এর নিলাম’এর আগেই মুম্বাই টিম ম্যানেজমেন্ট হার্দিক পান্ডিয়াকে মুম্বাই দলের ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করে দিয়েছিল। গত দুই মৌসুমে হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটান্স দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তার নেতৃত্বে গুজরাট দল ২০২২ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল এবং ২০২৩ বছরের ফাইনালিস্ট করেছিলেন হার্দিক।
২০২২ মরশুমে হার্দিককে রিটেন না করার ভুল বুঝতে পারে মুম্বাই শিবির এবং তাকে আবার পেতে চেয়েছিল এবং হার্দিকও তার পুরানো ফ্রাঞ্চাইজিতে ফিরে আসতে কোন দ্বিধাবোধ করেননি। গুজরাট টাইটান্সও হার্দিকের নেওয়া সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তাকে মুক্তি দিয়েছিল এবং মুম্বাই দলে ফিরে আসতেই রোহিতের পরিবর্তে তাকে বানানো হয়েছিল দলের ক্যাপ্টেন। মৌসুম শুরু হতে না হতেই মুম্বাই শিবিরে চলতে থাকে অন্তদ্বন্দ্ব। আর এই অন্তদ্বন্ধের চক্করে চলতি মৌসুমে রোহিত শর্মাকে হয়তো শেষবারের মতন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে দেখা যাচ্ছে।
শেষ বারের জন্য মুম্বইয়ের জার্সিতে খেলছেন রোহিত
বেশকিছু সূত্রের খবর অনুসারে আগামী মৌসুমে আর মুম্বাই ফ্রাঞ্চাইজের হয়ে খেলতে চাচ্ছেন না রোহিত। এমনকি প্রাক্তন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার সেন ওয়াটসন (Shane Watson) আজকের ম্যাচ চলাকালীন মন্তব্য করে বলেছেন, “আমার মনে হয় আজকে শেষবারের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন রোহিত শর্মা।” এমনকি প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান ওয়াসিম জাফর (Wasim Jaffer) রোহিতকে নিয়ে টুইট করে লিখেছেন যে, “আজ মনে হচ্ছে আজকে রোহিতকে শেষবারের জন্য মুম্বইয়ের জার্সিতে দেখা যাবে।”
MI Paltan, what do you think? pic.twitter.com/isiiB2q64J
— CricTracker (@Cricketracker) May 17, 2024
Have a feeling this is the last time we are seeing Rohit in Mumbai Indians jersey. #MIvLSG #IPL2024 pic.twitter.com/xe246SI3Es
— Wasim Jaffer (@WasimJaffer14) May 17, 2024
পাশাপশি আজকের ম্যাচ চলাকালীন তরুণ ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার রোমারিও শেফার্ডকে (Romario Shephard) অটোগ্রাফের জন্য অনুরোধ করেন এবং রোহিত তাকে যথাযথভাবে আশা পূরণ করেন। রোহিতের শেষ ম্যাচ ভেবেই তিনি তার থেকে অটোগ্রাফও নিয়ে নিলেন। চলতি মৌসুমে প্রথমার্ধে ব্যাট হাতে দুর্দান্ত সূচনা দিয়েছিলেন রোহিত, তবে বেশ কয়েকটি ম্যাচে তার পারফরমেন্সে বেশ ঘাটতি দেখা গিয়েছে। এই মৌসুমে ১৩টি ম্যাচ খেলেছেন রোহিত, ২৯.০৮ গড়ে এবং ১৪৫.৪২ স্ট্রাইক রেট সহ ৩৪৯ রান বানিয়েছেন তিনি এবং চলতি মৌসুমে একটি শতরান হাঁকিয়েছেন তিনি।