IPL 2025: KL রাহুলকে দলে নিতে চলছে দড়ি টানাটানি, আসরে তিন ফ্র্যাঞ্চাইজি !!

IPL 2025: ২০২৪-এর আইপিএল (IPL) শেষ হয়েছে মে মাসে। তারপর কেটেছে মাত্র ২ মাস। কিন্তু এখন থেকেই পরবর্তী মরসুমের জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সামনেই রয়েছে মেগা অকশন। নতুন উদ্যমে দল গঠনের লক্ষ্যে ছক কষছে সব দলের থিঙ্কট্যাঙ্ক। নিলামের টেবিলে যে সকল ভারতীয় তারকাকে নিয়ে দড়ি টানাটানি হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা, […]

কেএল রাহুল (KL Rahul)

কন্নর লোকেশ রাহুল বা কেএল রাহুল (KL Rahul) কর্ণাটকের ম্যাঙ্গালোরে জন্মগ্রহণকারী ভারতের উদীয়মান ক্রিকেটার। শুধুমাত্র ব্যাটসম্যান হিসাবেই নয়, উইকেট রক্ষক হিসাবেও নিজেকে বেশ প্রমান করেছেন রাহুল। কেএন রাহুল হলেন কেএল রাহুলের পিতা এবং রাজেস্বরী লোকেশ হলেন কেএল রাহুলের মাতা। কেএল রাহুলের একটি বড় দিদি রয়েছেন যার নাম হলো ভাবনা (KL Rahul Family Information)। NITK ইংলিশ মিডিয়াম স্কুলে রাহুল তার হাই স্কুল এবং সেন্ট অ্যালোসিয়াস কলেজে প্রাক-বিশ্ববিদ্যালয় শেষ করেছেন। তিনি ১০ বছর বয়স থেকেই ক্রিকেট প্রশিক্ষণ নিতে শুরু করে দেন। নেহেরু ময়দানে স্যামুয়েল জয়রাজের (KL Rahul First Coach) কাছে প্রশিক্ষণ নিতে শুরু করেন রাহুল। এরপর ১৮ বছর বয়সে, তিনি জৈন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, তার ক্রিকেট ক্যারিয়ারকে উন্নতি করতে। দুই বছর কঠোর পরিশ্রমের পর প্রথম তার ক্রিকেটীয় পারফরম্যান্স প্রকাশ্যে আসে।

এরপর, ২০১০-১১ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে প্রথম সুযোগ পান রাহুল (KL Rahul Domestic Career)। পাশপাশি তিনি একই বছরেই অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে সুযোগ পান পেয়ে যান। ক্যারিয়ারের প্রথম মেগা প্রতিযোগিতায় ১৪৩ রান বানাতে সক্ষম হয়েছিলেন তিনি। তার ভিতর প্রতিভা দেখে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রথম ২০১৩ সালে (KL Rahul IPL Career) দলে শামিল করে। আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান বানান রাহুল এবং ২০১৪ সালেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার জন্য ডাক পান (KL Rahul International Career)। ২০১৪ সালে বক্সিং ডে টেস্টে তার অভিষেক ম্যাচটি খেলেছিলেন। এরপর ২০১৬ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে সাদা বলের দুই ফরম্যাটেও নিজের অভিষেক করেন। এমনকি জিম্বাবুয়ের বিরুদ্ধেই অভিষেক ওডিআই ম্যাচে প্রথম ভারতীয় হিসাবে শতরান হাঁকিয়ে রেকর্ড গড়ে তোলেন রাহুল। এরপর বেশ সংঘর্ষের মধ্যে দিয়ে চলতে থাকে তার ক্যারিয়ার, তবে সবকিছু অতিক্রম করে বর্তমান সময়ে তিনি ভারতীয় দলের অন্যতম প্রতিভাবান প্লেয়ার হয়ে উঠেছেন। ক্যারিয়ারের মাঝেই ২৩ জানুয়ারি ২০২৩ সালে কেএল রাহুল তার দীর্ঘদিনের সঙ্গী বলিউড সুপারস্টার সুনীল শেঠির কন্যা অথিয়া শেঠিকে (Athiya Shetty) বিবাহ করেন (KL Rahul Marriage)। বর্তমানে কেএল রাহুল আইপিএলে লখনৌ সুপার জায়ান্টস দলকে নেতৃত্ব দিচ্ছেন।

কেএল রাহুলের ব্যাক্তিগত জীবন (KL Rahul Personal Life in Bengali)

সম্পূর্ণ নাম কান্নার লোকেশ রাহুল
ডাকনাম কেএল, রাহুল 
জন্মস্থান   ম‍্যাঙ্গালের, কর্ণাটক, ভারত
জন্মতারিখ   ১৮-০৪-১৯৯২
উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি (১৮০ সেমি)
চোখের মণির রঙ কালো 
জাতীয় দল ভারত 
আইপিএল দল লখনৌ সুপার জায়ান্টস 
জার্সি নম্বর
ব্যাটিং-এর ধরণ ডানহাতি ব্যাটসম্যান 
বোলিং-এর ধরণ ডানহাতি অফ স্পিন 
ক্রিকেটীয় ভূমিকা উইকেট রক্ষক ব্যাটসম্যান 
স্ত্রী’র নাম আথিয়া শেঠি 
সন্তানের নাম – –
রাশিচিহ্ন – –
শখ প্লে স্টেশন, টেনিস, ফুটবল 
পঠনপাঠন সেন্ট অ্যালোসিয়াস কলেজ (ম্যাঙ্গালোর)
ইন্সটাগ্রাম প্রোফাইল https://www.instagram.com/klrahul/?hl=en
ফেসবুক প্রোফাইল https://www.facebook.com/klrahul/
ট্যুইটার (X) হ্যান্ডেল https://twitter.com/klrahul

কেএল রাহুলের আন্তর্জাতিক অভিষেক (KL Rahul International Debut in Bengali-)

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ ভেন্যু
টেস্ট ২৬-১২-২০১৪ অস্ট্রেলিয়া  মেলবোর্ন
ওয়ান ডে ১১-০৬-২০১৬ জিম্বাবুয়ে   হারারে
টি-২০ ১৮-০৬-২০১৬ জিম্বাবুয়ে  হারারে

কেএল রাহুলের পরিসংখ্যান (KL Rahul Stats in Bengali-)

ফর্ম্যাট ম্যাচ মোট রান সর্বোচ্চ রান ব্যাটিং গড় স্ট্রাইক রেট শতরান অর্ধশতক উইকেট
Test ৫০ ২৮৬৩ ১৯৯ ৩৪.০৮ ৫২.২৩ ০৮ ১৪ ০০
ODI ৭৫ ২৮২০ ১১২ ৫০.৩৬ ৮৭.৮২ ০৭ ১৮ ০০
T20i ৭২ ২২৬৫ ১১০* ৩৭.৭৫ ১৩৯.১৩ ০২ ২২ ০০
IPL ১২৫ ৪৪৪৯ ১৩২* ৪৬.৩৪ ১৩৪.৯৪ ০৪ ৩৫ ০০
FC ৯৩ ৬৭৬০ ৩৩৭ ৪৪.১৮ ৫৪.৩৯ ১৮ ৩২ ০০
List-A ১২৭ ৪৮৩০ ১১৩১ ৪৬.৮৯ ৮১.৭৯ ১১ ৩১ ০১
T20 ২২৬ ৭৫৮৬ ১৩২* ৪২.২৫ ১৩৬.০৯ ০৬ ৬৩ ০০

এই দল গুলির হয়ে খেলেছেন কেএল রাহুল (KL Rahul Teams in Bengali)

ভারত, কর্ণাটক, ইস্ট জোন, সাউথ জোন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ইন্ডিয়া এ, সানরাইজার্স হায়দ্রাবাদ, ইন্ডিয়ানস, হুবলি টাইগার্স, ইন্ডিয়ান বোর্ড প্রেসিডেন্ট একাদশ, বেল্লারি টাস্কার্স, পাঞ্জাব কিংস, এশিয়া ইলেভেন, লখনউ সুপার জায়ান্টস

কেএল রাহুলের রেকর্ড (KL Rahul Records in Bengali)

  • অভিষেক ওডিআই ম্যাচে একমাত্র ভারতীয় হিসাবে শতরান গড়ার নজির গড়েন কেএল রাহুল।
  • একমাত্র প্লেয়ার হিসাবে টেস্ট ক্রিকেটে পরস্পর ৭ ইনিংসে অর্ধশতরান হাঁকান কেএল রাহুল।
  • আইপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান (১৪ বলে) হাঁকিয়েছেন কেএল রাহুল।
  • ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট সিরিজে ধরা যৌথভাবে সর্বাধিক ক্যাচের রেকর্ড গড়েন কেএল রাহুল।
  • ২০২৩ ওডিআই বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতীয় হিসাবে সবথেকে কম বলে (৬২) শতরান হাঁকান কেএল রাহুল।
  • প্রথম ভারতীয় প্লেয়ার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে বিদেশের মাটিতে (ইংল্যান্ডে) তিন ফরম্যাটেই শতরান হাঁকিয়েছেন কেএল রাহুল।
  • মোহাম্মদ আজহারউদ্দিনের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে টেস্ট ক্রিকেটে ১৯৯ রান বানিয়ে আউট হন কেএল রাহুল।

কেএল রাহুলের বার্ষিক ইনকাম ( KL Rahul Salary and Net Worth-)

  • বিসিসিআই বার্ষিক চুক্তি – ৫ কোটি টাকা
  • টেস্ট – ১৫ লক্ষ টাকা/ম্যাচ
  • ওডিআই- ৬ লক্ষ টাকা/ম্যাচ
  • T20- ৩ লক্ষ টাকা/ম্যাচ
  • IPL- ১৭ কোটি/সিজিন
  • বার্ষিক আয়- ৯০ কোটি টাকা

কেএল রাহুলের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ( KL Rahul Brand Endorsements in Bengali-)

  • ভারত পে
  • বোট
  • রিয়েলমি
  • পুমা
  • টাটা নিক্সন
  • বিয়ার্ডো
  • জেনভিট
  • কিওর.ফিট
  • রেড বুল
  • গালি
  • রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
  • নুমি

কেএল রাহুল প্রশ্নাবলী (KL Rahul's FAQs)-

কেএল রাহুল কে ?

কেএল রাহুল (KL Rahul) হলেন একজন ভারতীয় ক্রিকেটার, যিনি দলের হয়ে উইকেট রক্ষক ব্যাটসম্যানের ভূমিকা পালন করেন।

কেএল রাহুলের জার্সি নম্বর কত ?

কেএল রাহুলের জার্সি নম্বর হলো ১।

কেএল রাহুলের বাবা-মায়ের নাম কি ?

কেএন রাহুল হলেন কেএল রাহুলের বাবা এবং রাজেস্বরী লোকেশ হলেন কেএল রাহুলের মা।

কেএল রাহুল আইপিএলে কোন দলের হয়ে খেলেন ?

লখনৌ সুপার জায়ান্টস

কেএল রাহুলের মোট সম্পত্তি কত ?

কেএল রাহুলের মোট সম্পত্তি প্রায় ৯০কোটি টাকা।