শুরু হয়ে গিয়েছে T20 ক্রিকেট বিশ্বকাপ (T20 World Cup 2024)। গতকাল ভারতীয় দল বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলেছিল। আর এই প্রস্তুতি ম্যাচে বাংলদেশের বিরুদ্ধে ৬০ রানে জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া। তবে গতকাল ম্যাচে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) শেষ বারের মতন এই বিশ্বকাপের মঞ্চে সুযোগ দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)।
সঞ্জুর ক্যারিয়ার ধ্বংস করছেন রোহিত
গতকাল ম্যাচেই সঞ্জু স্যামসনের ক্যারিয়ার বরবাদ করলেন রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা গতকাল সঞ্জু স্যামসনকে সুযোগ দিয়েছিলেন। সদ্য সমাপ্ত হওয়া আইপিএল মরশুমে মিডিল অর্ডারে সর্বাধিক রান বানিয়েছিলেন সঞ্জু তবে গতকাল তাকে সুযোগ দিয়েছেন ওপেনার হিসেবে। তবে ব্যাট হাতে ব্যার্থ হয়েছেন সঞ্জু। গতকাল ম্যাচে রোহিতের সঙ্গে ওপেনিং করতে এসে ছটি বল খেলেছেন সঞ্জু, কেবলমাত্র একটি রান বানাতেই তিনি।
Read More: বিশ্বকাপের প্রথম ম্যাচে ১৪ বল বাকি থাকতেই কানাডাকে হারিয়ে জয় সুনিশ্চিত করলো আমেরিকা যুক্তরাষ্ট্র !!
তার এই পারফরমেন্সের পর ভারতীয় দলে আসন্ন বিশ্বকাপের ম্যাচে (T20 World Cup 2024) তার জায়গা বানানো হতে পারে বেশ কঠিন। প্রসঙ্গত, গতকাল দুর্দান্ত ব্যাটিং করেছেন দলের আর এক উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant) থেকে ৩২ বলে চারটি চার এবং চারটি ছক্কার বিনিময় এসেছিল ৫৩ রানের ইনিংস। আগামী ৫জুন ভারতীয় দল তাদের প্রথম ম্যাচটি খেলতে চলেছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে।
সঞ্জুর আগে পন্থকে বিশ্বকাপের ম্যাচে দেখা যাবে
তবে আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলের মিডিল অর্ডারে উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসাবে ঋষভ পন্থকে (Rishabh Pant)। গতকাল ব্যাট হাতে সঞ্জুর হতাশ জনক পারফরমেন্সের পর পন্থের দলে সুযোগ পাওয়ার সুযোগ আরও বেড়ে গিয়েছে। গতকাল টিম ইন্ডিয়া বাংলদেশের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত বেছে নেয়, প্রথমে ব্যাটিং করতে এসে টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক রান বানিয়েছেন পন্থ, পাশাপশি দ্রুত গতিতে ২৩ বলে ৪০ রানের ইনিংস খেলেন হার্দিক এবং ১৮ বলে ৩১ বানিয়েছিলেন স্কাই ও দলকে ১৮২’রানে পৌঁছে দিয়েছিলেন। ভারতীয় দলের হয়ে বোলিং করতে এসে, ২ উইকেট তুলে নেন অর্ষদীপ সিং (Arshdeep Singh) ও শিবম দুবে (Shivam Dube)। তাছাড়া জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মোহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল ১ টি করে উইকেট পেয়েছিলেন।