rohit-keeping-chahal-away-from-t20-wc

রোহিত শর্মা’র (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) এগোচ্ছে মসৃণ ছন্দে। গ্রুপ-এ’তে পরপর তিন ম্যাচে আয়ারল্যান্ড, পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। গতকাল ফ্লোরিডার ফোর্ড লডারহিলে নিয়মরক্ষার ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিলো কানাডা’র বিরুদ্ধে। কিন্তু চোখ রাঙায় আবহাওয়া। আউটফিল্ডে জল জমে যাওয়ায় খেলা শুরুই করা যায় নি। পরিত্যক্ত ঘোষণা করে দেন আম্পায়াররা। তবে গতকালের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হলেও বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয় নি ‘মেন ইন ব্লু’কে। নিউ ইয়র্কে টানা তিন জয়ের পরেই সুপার এইটের টিকিট নিশ্চিত করেছিলো তারা। গতকালের পর গ্রুপ শীর্ষে থেকেই পরবর্তী পর্বের দিকে এগোলো দল। ভারতের সাথে দ্বিতীয় দল হিসেবে শেষ আটে গেলো মার্কিন যুক্তরাষ্ট্র।

সুপার এইটের ম্যাচ খেলতে মার্কিন মুলুক ছেড়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। সেখানে ২০ তারিখ তাদের প্রতিপক্ষ হতে চলেছে আফগানিস্তান (AFG)। ২২ তারিখ ভারতের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ অথবা নেদারল্যান্ডসের। তবে সবাই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন ২৪ জুনের দিকে। ভারতের সামনে সেদিন থাকবে অস্ট্রেলিয়া (AUS)। অজিদের কাছে হেরেই ওডিআই বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ স্বপ্ন চুরমার হয়েছিলো রোহিত-বিরাটদের। কুড়ি-বিশের বিশ্বকাপে তার প্রতিশোধ তাঁরা নিতে পারেন কিনা তা জানতে মুখিয়ে সকলে। গ্রুপ পর্বের ম্যাচে পেস সহায়ক উইকেটে তিন পেসার ও দুই স্পিনারের ফর্মূলাতে এগিয়েছে ভারত, কিন্তু ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অতিরিক্ত স্পিনার হিসেবে যুক্ত হতে পারেন কুলদীপ যাদব। শিকে ছিঁড়ছে না যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) ভাগ্যে।

Read More: ভারত নয়, বরং সাজঘরের অশান্তিই হলো ‘পথের কাঁটা’ পাকিস্তানের, গৃহযুদ্ধে হাতছাড়া হলো বিশ্বকাপ !!

রিজার্ভ বেঞ্চেই ঠাঁই হয়েছে চাহালের-

Yuzvendra Chahal | IT20 World Cup 2024 | mage: Getty Images
Yuzvendra Chahal | Image: Getty Images

গত বছরের ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকেই জাতীয় দলে ব্রাত্য রয়েছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) । এশিয়া কাপের দলে জায়গা হয় নি তাঁর। এমনকি খেলতে পারেন নি ওডিআই বিশ্বকাপ (ICC World Cup)। ১৫ জনের স্কোয়াডেই রাখা হয় নি তাঁকে। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে টি-২০ সিরিজেও দলে ছিলেন না তিনি। ২০২৩-এর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের দুটি সিরিজ খেলেছিলো টিম ইন্ডিয়া (Team India)। কুড়ি-বিশের স্কোয়াডে চাহাল থাকলেও সুযোগ পান নি মাঠে নামার। এরপর ২০২৪-এর জানুয়ারিতে দেশের মাঠে আফগানিস্তানের বিপক্ষেও দেখা যায় নি তাঁকে। ভারতের হয়ে আন্তর্জাতিক টি-২০তে সর্বোচ্চ উইকেট নেওয়া তারকার বিদায়ঘন্টা বেজে গিয়েছে কিনা তা নিয়ে সন্দিহান হয়ে পড়েছিলেন অনেকে। কিন্তু এরপর প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে আইপিএল-কে ব্যবহার করেন তিনি।

রাজস্থান রয়্যালস (RR) জার্সিতে আইপিএলের (IPL) মঞ্চে ১৯ উইকেট নেন চাহাল (Yuzvendra Chahal) । তারপর তাঁকে আর টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) স্কোয়াড থেকে দূরে রাখতে পারেন নি নির্বাচকেরা। দলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে যান তিনি। আন্তর্জাতিক আঙিনায় প্রত্যাবর্তনের প্রথম ধাপটুকু পেরোলেও দ্বিতীয় ধাপ এখনও অবশ্য পেরোতে পারেন নি। কুড়ি-বিশের বিশ্বকাপে এখনও অবধি রিজার্ভ বেঞ্চেই সময় কেটেছে তাঁর। ভারত অধিনায়ক রোহিত শর্মা’র সাথে সম্পর্ক অত্যন্ত ভালো চাহালের। তাঁকে ‘রোহিত ভাই’ বলে ডাকতে দেখা যায় হরিয়ানার লেগস্পিনার’কে। তবে ব্যক্তিগত সুসম্পর্ক থাকলেও চাহালকে সুযোগ এখনও দেন নি রোহিত। ২০২২-এও টি-২০ বিশ্বকাপটা (T20 World Cup) রিজার্ভ বেঞ্চেই কেটেছিলো ইউজি’র। এখনও অবধি যা গতিপ্রকৃতি, তাতে ২০২৪ মরসুমেও সেই দিকে এগোচ্ছে ঘটনাপ্রবাহ।

Also Read: T20 World Cup: ইতিহাস থেকে মাত্র ১ রান দূরে থামলো নেপাল, রুদ্ধশ্বাস লড়াইতে জয়ী দক্ষিণ আফ্রিকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *