ভিডিও: উচ্ছ্বাসে ভাসলেন রোহিত শর্মা, দেশে ফিরেই উদ্দাম নাচে ট্রফি সেলিব্রেশন অধিনায়কের !! 1

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে গত বছর হেরেছিলো রোহিত শর্মা’র (Rohit Sharma) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া (Team India)। সেপ্টেম্বরে এশিয়া কাপ জিতলেও নভেম্বর মাসের ওডিআই বিশ্বকাপে ফের একবার ভাগ্যে জুটেছিলো ব্যর্থতা। দুর্দান্ত পারফর্ম্যান্স করে ফাইনালে পা রাখলেও অন্তিম যুদ্ধে আরও একবার অস্ট্রেলিয়ার বাধা টপকাতে ব্যর্থ হয় ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রায় ৯২০০০ দর্শকের সামনে ভেঙে চুরমার হয়েছিলো বিশ্বজয়ের স্বপ্ন। জোড়া ফাইনাল হারার চাপ ব্যাকফুটে ঠেলে দিয়েছিলো দল’কে। পাহাড়প্রমাণ চাপে ছিলেন খোদ অধিনায়ক রোহিত’ও (Rohit Sharma)। প্রায়শ্চিত্তের সুযোগ ছিলো ২০২৪-এর টি-২০ বিশ্বকাপে (T20 World Cup)। দাঁতে দাঁত চেপে লড়াই করে শেষমেশ তা করে দেখালো ‘মেন ইন ব্লু।’

কুড়ি-বিশের বিশ্বকাপের ট্রফি হাতের মুঠোয় ধরতে দল যে মরিয়া তার প্রমাণ মিলেছিলো টুর্নামেন্টের শুরু থেকেই। নিউ ইয়র্কের মাঠে পরপর ভারত হারায় আয়ারল্যান্ড, পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রকে। এরপর ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও অব্যাহত ছিলো টিম ইন্ডিয়ার (Team India) জয়ের ধারা। সুপার এইট পর্বে আফগানিস্তান, বাংলাদেশ ও তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছিলো রোহিত (Rohit Sharma) অ্যান্ড কোং। ২০২২-এর টুর্নামেন্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে হয়েছিলো স্বপ্নভঙ্গ। এবার ‘বদলা’র লড়াইতে তাদের উড়িয়ে দিয়ে ভারত বুঝিয়ে দেন কতটা নির্মম ক্রিকেট খেলতে প্রস্তুত তারা। ফাইনালে কেনসিংটন ওভালে রুদ্ধশ্বাস লড়াইতে দক্ষিণ আফ্রিকার বাধা পেরিয়ে দেশকে সতেরো বছর পর টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) স্বাদ এনে দেয় দল।

Read More: দেশে ফিরলেন রোহিত’রা, ভক্তদের সামনেই উঁচিয়ে ধরলেন বিশ্বকাপ ট্রফি !!

দেশে ফিরেই উচ্ছ্বাসে মাতোয়ারা রোহিত-

Rohit Sharma and Suryakumar Yadav | Image: Twitter
Rohit Sharma and Suryakumar Yadav | Image: Twitter

গত শনিবার ট্রফি জিতলেও দ্রুত দেশে ফিরতে পারে নি টিম ইন্ডিয়া। নেপথ্যে হারিকেন বেরিল। সামুদ্রিক ঝড়ের কারণে বন্ধ হয়ে গিয়েছিলো বার্বাডোজের বিমানবন্দর। বন্ধ ছিলো বিমান চলাচল। তাই বাধ্য হয়েই হোটেলেই বেশ কিছুদিন কাটাতে হয়েছিলো ক্রিকেটারদের। অবশেষে গতকাল তাঁদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করতে সক্ষম হয় বিসিসিআই। আটকে থাকা ক্রিকেটারদের পরিবার ও সাংবাদিকদেরও জন্যও ব্যবস্থা করা হয় বিশেষ বিমানের। আর বাধা হয়ে দাঁড়ায় নি প্রকৃতি। আজ কাকভোরে দেশের রাজধানী দিল্লীতে অবতরণ করেন বিরাট (Virat Kohli), রোহিত’রা (Rohit Sharma)। তাঁদের স্বাগত জানাতে ভোরবেলাই রাজধানীর পথে ছিলো মানুষের ভীড়। অগুনতি মানুষ উপস্থিত হয়েছিলেন ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে।

জনস্রোতে ভাসতে ভাসতে বিমানবন্দর থেকে বাইরে বেরোন ভারতীয় ক্রিকেটাররা। মিশে যান উপস্থিত সমর্থকদের মাঝে। দেখা গেলো আবেগের বিস্ফোরণ। অধিনায়ক হিসেবে দেশকে আইসিসি ট্রফি জেতাতে চেয়েছিলেন রোহিত (Rohit Sharma)। আজ দেশে ফেরার পর তাঁর চোখ-মুখ থেকেই স্পষ্ট, কতটা চাপমুক্ত, তৃপ্ত তিনি। হাতে ট্রফি ও গলায় সেরার পদক ঝুলিয়ে বিমানবন্দর থেকে বেরোন তিনি। যখন টিম হোটেলে পৌঁছান তখন ঢোল বাজিয়ে ভাঙরা’র তালে ট্রফি উদ্‌যাপন করছিলেন অনেকে। টিম বাস থেকে নেমে রোহিত (Rohit Sharma) নিজেই এগিয়ে যান সেইদিকে। প্রথমে তাঁদের সাথে কথা বলতে দেখা যায় তাঁকে। তারপর সেই ভাঙরার ছন্দে পা মেলান তিনিও। ভারত অধিনায়ক যখন উদ্দাম নাচে ব্যস্ত, তখন খানিক দূরে দাঁড়িয়ে তা চাক্ষুস করলেন আর্শদীপ সিং, সূর্যকুমার যাদব’রা। হাসির বান ডেকেছে তাঁদের মুখেও।

দেখে নিন সেই ভিডিও-

প্রধানমন্ত্রীর সাথে দেখা করেই মুম্বই যাবে দল-

Indian Cricket Team | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

শনিবার ট্রফি জয়ের পরেই টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আলাদা করে কথা বলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), কোচ রাহুল দ্রাবিড় ও মহাতারকা বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে। পরে সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রীকে আলাদা করে ধন্যবাদ জানান বিরাট’ও। আজ বিশ্বজয়ী দলের সকল ক্রিকেটারের সাথে মুখোমুখি সাক্ষাতের কথা রয়েছে তাঁর। জানা গিয়েছে টিম ইন্ডিয়াকে ‘চ্যাম্পিয়ন্স ব্রেকফাস্ট’-এর জন্য নিজের বাসভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী। দিল্লীতে অবতরণের পর সেখানেই যাওয়ার কথা রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থদের (Rishabh Pant)। দিল্লীর কর্মসূচী শেষ করেই তাঁরা উড়ে যাবেন মুম্বই। সেখানেই বিশ্বজয়ের মেগা সেলিব্রেশনের আয়োজন রেখেছে ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই।

২০০৭ সালে যখন ভারতীয় ক্রিকেট দল টি-২০ বিশ্বকাপ জিতেছিলো, তখন এক হুড খোলা বাসে করে শহর পরিক্রমা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি’রা। ২০১১-র ওডিআই বিশ্বকাপ শেষের পর অবশ্য এমন ট্রফি সেলিব্রেশন করা যায় নি কিছু দিনের মধ্যেই আইপিএল শুরু হয়ে যাওয়ায়। তবে সতেরো বছর পর ফিরতে চলেছে ‘ওপেন বাস ট্যুর।’ গতকাল বিসিসিআই সচিব জয় শাহ ট্যুইট করে জানিয়েছেন যে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে হুডখোলা এক বাসে ট্রফি নিয়ে সমর্থকদের সাথে উদ্‌যাপনে মাতবেন ক্রিকেটাররা। নরিম্যান পয়েন্ট থেকে প্রায় ২ কিলোমিটার পথ অতিক্রম করে দল যাবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ওয়াংখেড়েতে ২০১১ সালে যখন এই মাঠে বিশ্বকাপ জিতেছিলো ভারত, সেই স্কোয়াডে ছিলেন না রোহিত। আজ বিশ্বজয়ী অধিনায়ক হিসেবে যখন পা রাখবেন সেই চিরচেনা ওয়াংখেড়েতেই, তখন নিঃসন্দেহে সম্পূর্ণ হবে একটি বৃত্ত।

Also Read: বিশ্বজয়ী টিম ইন্ডিয়াকে স্বাগত জানাতে প্রস্তুত দেশ, জমকালো অনুষ্ঠানের আয়োজন করছে BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *