আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসর। ২০ দলীয় এই প্রতিযোগিতা আয়োজন ঘিরে এখন সাজসাজ রব ক্রিকেটদুনিয়া। জানুয়ারিতেই গ্রুপ বিন্যাস ও টুর্নামেন্টের নির্ঘন্ট প্রকাশ করে দিয়েছিলো আয়োজক সংস্থা আইসিসি। তা অনুযায়ী পাকিস্তানের জায়গা হয়েছে গ্রুপ-এ’তে। ৬ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করছে পাকিস্তান। এছাড়া গ্রুপ পর্বে কানাডা ও আয়ারল্যান্ডের বিরুদ্ধেও খেলবে তারা। কিন্তু সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ৯ তারিখের ভারত-পাক ম্যাচ। নিউ ইয়র্কে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এক মাস’ও বাকি নেই মহারণের। তার মধ্যেই ভারতীয় সুপারস্টার বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে মুখ খুললেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)।
Read More: IPL 2024: রণক্ষেত্র মুম্বই ইন্ডিয়ান্স সাজঘর, হার্দিক পান্ডিয়ার সাথে তিলক বর্মার বিবাদ চরমে !!
নায়ক রিজওয়ান, আয়ারল্যান্ডকে হারালো পাকিস্তান-
সাম্প্রতিক কালে পাকিস্তান দলের পারফর্ম্যান্সের গ্রাফ ক্রমেই নামছে নীচের দিকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে হোয়াইটওয়াশ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিদেশের মাঠে ৪-১ ফলে টি-২০ সিরিজ হারতে হয়েছে তাদের। বাধ্য হয়েই শাহীন আফ্রিদিকে (Shaheen Shah Afridi) সরিয়ে আবার বাবর আজমের (Babar Azam) হাতে নেতৃত্ব তুলে দিয়েছে পিসিবি। তবুও ঘরের মাঠে কিউইদের দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে জিততে পারে নি পাকিস্তান।। টি-২০ সিরিজ ড্র হয়েছে ২-২ ফলে। টিম পাকিস্তানের খেলার হতশ্রী চেহারাটা ভয় ধরাচ্ছে সমর্থকদের। কুড়ি-বিশের বিশ্বকাপের (T20 World Cup) চূড়ান্ত প্রস্তুতি সারতে এখন আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলছে তারা। এরপর ম্যাচ রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধেও।
আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে অপ্রত্যাশিত ভাবেই হেরে বসেছিলো পাক বাহিনী। মহম্মদ আমির (Mohammad Amir), নাসিম শাহ (Naseem Shah), শাহীন শাহ আফ্রিদিদের মত প্রথম সারির বোলার’রা একাদশে থাকা সত্ত্বেও ১৮০’র বেশী রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছিলো আয়ারল্যান্ড। এই পরাজয়ের ধাক্কা কি করে কাটিয়ে ওঠে দল, নজর ছিলো সেইদিকে। মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) সৌজন্যে দ্রুতই জয়ের সরণিতে ফিরলো পাকিস্তান। গতকাল প্রথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ১৯৩ তুলে ফেলে আয়ারল্যান্ড। তাড়া করতে নেমে ফখর জামানের ৭৮ ও রিজওয়ানের অপরাজিত ৭৬ রানের সুবাদে ১৬.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে পাক দল।
কোহলির প্রশংসায় পঞ্চমুখ রিজওয়ান-
টি-২০’র দুনিয়ায় অন্যতম সেরা ব্যাটার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। কেরিয়ারে ৯৫টি টি-২০ ম্যাচে তিনি করেছেন ৩১২৪ রান। ব্যাটিং গড় ৫০.৪। আইসিসি’র পূর্ণ সদস্য দেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ গড় সমৃদ্ধ টি-২০ ব্যাটারদের তালিকায় তিনি রয়েছেন দ্বিতীয় নম্বরে। ব্যাটিং গড়ের দিক থেকে রিজওয়ানকে একমাত্র পিছনে ফেলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতের কিংবদিন্তি ক্রিকেটার ১০৯ টি-২০ ইনিংসে করেছেন ৪০৩৭ রান। তাঁর ব্যাটিং গড় ৫১.৭৫। আগামী মাসের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) কোহলির মুখোমুখি হওয়ার আগে তাঁরই প্রশংসায় মাতলেন রিজওয়ান।
এক সাক্ষাৎকারে রিজওয়ানকে প্রশ্ন করা হয়েছিলো বিরাটকে (Virat Kohli) নিয়ে। উত্তরে তিনি জানান, “বিরাট কোহলি একজন দুর্দান্ত খেলোয়াড়। আমরা ওর থেকে অনেক কিছু শিখি। আমি ওনাকে প্রচণ্ড শ্রদ্ধা করি।” রিজওয়ান মুখে যতই প্রশংসা করুন, ৯ জুন নাসাও কাউন্টির মাঠে তাঁর দল যে কোহলিকে আটকাতে বিশেষ পরিকল্পনা করবে তা বলাই বাহুল্য। পরিসংখ্যান বলছে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১০টি টি-২০ ম্যাচে ৪৮৮ রান করেছেন বিরাট। ব্যাটিং গড় ৮১.৩৩। রয়েছে পাঁচটি অর্ধশতক। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে রিজওয়ান (Mohammad Rizwan) মাঠে দাঁড়িয়ে দেখেছিলেন বিরাটকে ৫৩ বলে ৮২* রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ভারতকে দুর্দান্ত জয় এনে দিতে। তার পুনরাবৃত্তি নিশ্চয়ই চাইবেন না তিনি।