Rishabh Pant: মেগা বিশ্বকাপ ফাইনালে (T20 World Cup 2024) মুখোমুখি হয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। চলতি বিশ্বকাপে দুই দল এখনও পর্যন্ত অপরাজিত। আজকের ম্যাচটি বিচার করবে ২০২৪ সালের বিশ্ব চ্যাম্পিয়ন কারা হতে চলেছে। মেগা ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) টস জিতে এবং বিনা কোনো সংকোচে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। পরস্পর তিনটি ফাইনাল খেলতে চলেছেন রোহিত শর্মা, তার অধিনায়কত্বে ১৩ মাসের মধ্যেই তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলছে। তবে ইতিমধ্যে সেই দুটো ফাইনাল হেরেছে ভারতীয় দল। অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের জন্য কোয়ালিফাই করেছে দক্ষিণ আফ্রিকা। দুই দলের মধ্যেই এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় রয়েছে ক্রিকেট ভক্তরা।
খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরলেন পন্থ
আজকের ম্যাচে আবার একবার প্রথমে ব্যাটিং করতে আসতে দেখা গেল রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) জুটিকে। চলতি বিশ্বকাপে সেইভাবে সফল হতে দেখা যায়নি এই জুটিকে। এখনও পর্যন্ত এই জুটি একটিও ৫০ রানের অংশীদারিত্ব রাখতে পারেনি। এমনকি বিরাট কোহলির ব্যাট থেকে এই বিশ্বকাপে খুব একটা বেশি রান লক্ষ্য করা যায়নি। তবে কোহলির উপর ভরসা রেখেই আবার একবার বিরাট আর রোহিত জুটি প্রথমে ব্যাটিং করতে আসেন।
আজকের ম্যাচে প্রথম ওভারে দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি পেসার মার্কো জেনেসেন বোলিং করতে আসেন। প্রথম বলেই সিঙ্গেল নিয়ে বিরাট কোহলিকে (Virat Kohli) স্ট্রাইক দেন রোহিত শর্মা। তবে আজ রোহিতের ব্যাট থেকে নয় বিরাটের ব্যাট থেকে প্রথম ওভার থেকে আক্রমণ লক্ষ্য করা যায়। প্রথম বলেই চার দিয়ে শুরু করেন বিরাট এবং ওভার শেষের মোট তিনটি বাউন্ডারি হাকিয়ে প্রথম ওভারে ভারতীয় দলকে ১৩ রানে পৌঁছে দেন তিনি।
অন্যদিকে দ্বিতীয় ওভারে দক্ষিণ আফ্রিকা তাদের প্রমুখ স্পিনার কেশব মহারাজকে (Keshav Maharaj) দিয়ে শুরু করান, তবে ওভারের প্রথম দুই বলেই দুটি চার হাকিয়ে রোহিত শর্মা তার আক্রমণাত্মক মনোভাবে প্রকাশ করে দেন। প্রথম দুই বলে বাউন্ডারি হকানোর পর ওভারে চতুর্থ বলে আবার একটি ঝকিপূর্ণ সুইপ খেলতে গিয়ে দাঁড়িয়ে থাকার হেনরিখ ক্লাসেনের হাতে সহজ একটি ক্যাচ তুলে দেন। রোহিত মাত্র ৯ রান বানিয়ে প্যাভিলিয়নের পথ ধরে, তিনি আউট হতে ব্যাটিং করতে আসেন ঋষভ পন্থ (Rishabh Pant)। দ্বিতীয় বলে তিনিও সুইপ খেলতে গিয়ে হারান নিজের উইকেট। পন্থ আউট হতেই সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা।
দেখেনিন টুইট
The faster Rishabh Pant realizes he is not meant for T20 cricket, better it will be for India 💀 pic.twitter.com/thgoJnST5Z
— Dinda Academy (@academy_dinda) June 29, 2024
Pant is not meant for ICT itself, be it any format
— Yash 🇮🇳 (@iam_yashh) June 29, 2024
Biggest scam , PR product !
— sarvjeet vimal (@sarv19) June 29, 2024
It's not Rishabh Pant who needs to realise he is not a T20 player, it's BCCI selectors who needs to let go of this irrelevant obsession of theirs of trying to make him a T20 player, he is just hogging space of some good T20 players who deserve it more than him.
— Sagittarius♐ (@DarshikaRajput6) June 29, 2024
Pant not suitable for these pitches. He only performed in batting paradise venues.
— aditya (@aditya501) June 29, 2024
74 T20i trial matches 22 average 126 SR but still BCCI will give this tested and failed quota player Lunt 74 more trial matches because of his sympathy, documantary, PR and political support.
— Factos (@I_say_factos) June 29, 2024
His PR like @vikrantgupta73 is so big that, even if he fails in the next 100 T20 matches, still they'll pick him over any other WK batter.
— Pritam Das (@imdpritam) June 29, 2024
That's selectors job, not the player's
— Akash (@Akash4145Indian) June 29, 2024
For what is this guy always praised, such a waste of player
— Akshay Jalakanta (@AJalakanta) June 29, 2024
lol
but will the management and captain realise it?— Navjot Parhar (@singhnavjot91) June 29, 2024
Pant is not meant for ICT itself, be it any format
— Yash 🇮🇳 (@iam_yashh) June 29, 2024