Rishabh Pant: ভারতীয় ভক্তদের খণ্ডে খণ্ডে বিভক্ত করে দেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ চলাকালীন। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই উঠে আসলো বড় আপডেট। জানা গিয়েছে আসন্ন আইপিএলের আগেই দিল্লি ক্যাপিটালস দলে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে। এমনকি দলের মূল অধিনায়ক ঋষভ পন্থকে (Rishabh Pant) ছেড়ে দিতে চলেছে দল। আইপিএলের ১৭ তম সিজিনে এসেও দলের কোনো পরিবর্তন লক্ষ করা যায়নি। কেবলমাত্র একটি ফাইনালেই পৌঁছাতে সক্ষম হয়েছে এবং গত তিন সিজিনে তাদের প্রর্দশন ছিল খুবই সাধারণ। এই পরিস্থিতিতে পন্থকে ছাড়তে পারে দিল্লি।
প্রধান কোচ রিকি পন্টিংও চলে যাচ্ছেন এবং পরের মরসুমের আগে মেগা নিলাম অনুষ্ঠিত হবে বলে বিবেচনা করে, ডিসির সিদ্ধান্ত-নির্মাতারা পন্থকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে চলেছে। তবে এবার বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী এটা স্পষ্ট হয়েছে যে, দলের অধিনায়ক পন্থ এবার সানরাইজার্স হায়দ্রাবাদ দলে যোগ দিতে পারেন। সমাজ মাধ্যমে এমনটাই জানালেন সানরাইজার্স দলের মালকিন কাব্য মারান।
Read More: MS ধোনির প্রধান অস্ত্র ছিলেন এই খেলোয়াড়, বিরাট-রোহিতের জমানায় হয়েছেন ‘একঘরে’ !!
দিল্লি ছাড়ছেন পন্থ
সমাজ মাধ্যমে একটি পোস্ট বেশ ভাইরাল হচ্ছে। প্রসঙ্গত, ঋষভ পন্থকে নিয়ে (Rishabh Pant) সানরাইজার্স হায়দ্রাবাদ দলের মালকিন কাব্য মারানের শেয়ার করা একটি পোস্ট সমাজ মাধ্যমে ট্রেন্ডিং হয়েছে। আসলে কাব্যর নামের এই একাউন্টটি লিখেছেন, “আপনারা কি ঋষভ পন্থকে দলে দেখতে চান ?”
Do you want to see Rishabh Pant in Sunrisers Hyderabad?#IPL2025 #RishabhPant pic.twitter.com/RQWiPc2Zcz
— Kavya Maran Team 🌼 (@KavyaMaranOffcl) July 20, 2024
যদিও এখনও পর্যন্ত অফিসিয়াল ভাবে দিল্লি বা সানরাইজার্স কোনো আপডেট দেয়নি। এমনই কাব্য মারানের নাম নিয়ে যে পোস্টটি করা হয়েছে সেটি কোনো অফিসিয়াল একাউন্টও নয়। গত সিজিনে সানরাইজার্স হায়দ্রাবাদের প্রদর্শন ছিল অসাধারণ, তারা হলেন আইপিএল ২০২৪’এর ফাইনালিস্ট। তাছাড়া, সানরাইজার্স দলের উইকেট কিপার হিসাবে হেনরিখ ক্লাসেন (Heinrich Klassen) ও ক্যাপ্টেন প্যাট কামিন্স (Pat Cummins) বেশ ভালো প্রদর্শন করেছিলেন। সেই কারণে পন্থের এই দলের হয়ে খেলার সম্ভাবনা খুবই কম।
পন্থের আইপিএল ক্যারিয়ার
পন্থের আইপিএল ক্যারিয়ারের কথা বলতে গেলে, দিল্লি ফ্রাঞ্চাইজির হয়েই তিনি তার আইপিএল অভিষেক করেছিলেন। আপাতত দলের হয়ে ১১১ টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ৩৫.৩১ গড়ে এবং ১৪৮.৯৩ স্ট্রাইক রেটে ৩২৮৪ রান বানিয়ে ফেলেছেন তিনি। ১৮ বার অর্থশত রান এবং একবার শত রান হাকিয়েছেন তিনি। ২০২৪ মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। যে কারণে দিল্লি দল তাকে নাও মুক্ত দিতে পারে।