বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়ার পরবর্তী লক্ষ হলো জিম্বাবুয়ে সিরিজ জয়, তবে সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলকে লজ্জাজনকভাবে পরাজিত হতে হয়েছে জিম্বাবুয়ের বিরুদ্ধে। প্রথম ম্যাচে ভারতীয় দলের এরূপ প্রদর্শনের পর দ্বিতীয় ম্যাচে তারা বিশাল ভাবে কামব্যাক করেছে। ভারতের জয়ের পাশাপশি, গতকাল ম্যাচে ভাইরাল হয়েছে রিঙ্কু সিংয়ের (Rinku Singh) হেলিকপ্টার শট। গতকাল টসে জিতে প্রথমে ব্যাটিং করতে আসে ভারতীয় দলের দুই ওপেনার ব্যাটসম্যান শুভমান গিল (Shubman Gill) ও অভিষেক শর্মা (Abhishek Sharma)। দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারিয়ে ফেলেন শুভমান গিল।
হেলিকপ্টর শট খেললেন রিংকু
গিল আউট হলেও তরুণ অভিষেক তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই শতরান হাঁকিয়ে রেকর্ড বুকে নিজের নাম তুলে ফেললেন। মাত্র ৪৭ বলে ৭টি চার ও ৮টি ছক্কার বিনিময়ে ১০০ রান বানান। সমসংখক বল খেলে ১১টি চার ও ১টি ছক্কার বিনিময়ে ৭৭ রান বানান ঋতুরাজ। রানের ধারা বজায় রাখতে ব্যাটিং করতে আসেন রিংকু সিংহ (Rinku Singh)। ১৯ তম ওভারের চতুর্থ বলে কভার অঞ্চলের উপর দিয়ে একটি হেলিকপ্টার শর্ট খেলেন। বলটি ১০৪ মিটার দূরে গিয়ে আছড়ে পড়ে। সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে রিংকুর হাঁকানো এই ছক্কা।
নেটিজেনরা মনে করছেন রিংকুর হাঁকানো হেলিকপ্টার শর্ট টি মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) জন্মদিন উপলক্ষে খেলা। যেহেতু গতকাল মহেন্দ্র সিং ধোনির জন্মদিন ছিল আর মহেন্দ্র সিং ধোনির ফেভারিট শট হল এই হেলিকপ্টার শট আর রিংকুর ব্যাট থেকে সেই শার্টটি খেলতে দেখে সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা। গতকাল রিংকু ২২ বলে ৪৮ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন।
🚨 WHAT A SHOT, RINKU 🚨 pic.twitter.com/gNZKRjAYZ9
— Johns. (@CricCrazyJohns) July 7, 2024