rinku-has-been-a-burden-on-team-india

কুড়ি-বিশের বিশ্বকাপ ও জিম্বাবুয়ে সিরিজের পর দিনকয়েকের বিশ্রামে ছিলো টিম ইন্ডিয়া (Team India)। গতকাল থেকে ফের মাঠে ফিরেছে তারা। শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হয়েছে ভারতের জমজমাট টি-২০ সিরিজ। কোহলি, রোহিত শর্মা’র (Rohit Sharma) মত তারকারা সরে দাঁড়ানোয় একঝাঁক নতুন মুখ এই মুহূর্তে রয়েছে দেশের টি-২০ দলে। চমকপ্রদ পারফর্ম্যান্সে মহাতারকাদের শূন্যস্থান সহজেই ঢাকতে দেখা গেলো তাঁদের। টপ-অর্ডারের ব্যাটিং বিক্রমে ২০ ওভারে ২১৩ তুলে ফেলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা থেমে যায় ১৭০ রানে। ৪৩ রানে জিতে কোচ হিসেবে নিজের আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটা করলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সূর্যকুমার, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থরা নজর কাড়লেও রিঙ্কু সিং-এর (Rinku Singh) উপর আস্থা রাখার সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে ফিরলো গম্ভীর বাহিনীর দিকে।

Read More: IND vs SL, 2nd T20i, Dream 11 Prediction in Bengali: সুতোয় ঝুলছে টি-২০ সিরিজের ভাগ্য, ফ্যান্টাসি ক্রিকেটের মহাতারকাদের চিনে নিন এক ক্লিকে !!

ফর্ম সমস্যায় জর্জরিত রিঙ্কু সিং-

Rinku Singh | Team India | Image: Getty Images
Rinku Singh | Image: Getty Images

গত বছরের আইপিএলে (IPL) অনবদ্য পারফর্ম্যান্স করে লাইমলাইটে জায়গা করে নিয়েছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। এরপর দ্রুত তাঁকে জায়গা করে দেওয়া হয়েছিলো টিম ইন্ডিয়াতে (Team India)। আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটা সাড়া জাগিয়েই করেছিলেন তিনি। অনবদ্য খেলেছিলেন আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া এমনকি দক্ষিণ আফ্রিকার (SA) বিপক্ষেও। কিন্তু নতুন বছরে চেনা ছন্দে পাওয়া যায় নি তাঁকে। আফগানিস্তানের বিপক্ষে একটি অপরাজিত ৬৯ রানের ইনিংস খেললেও সম্পূর্ণ আইপিএলে বেশ বেরঙিন দেখিয়েছিলো তাঁকে। যার কারণে টি-২০ বিশ্বকাপের মূল স্কোয়াডে তাঁকে রাখার ঝুঁকি নিতে পারেন নি তৎকালীন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে ডাগ-আউটেই সময় কাটে তাঁর। একটি ম্যাচেও সুযোগ দেওয়া হয় নি মাঠে নামার।

টি-২০ বিশ্বকাপের পর কোচের পদে বদল হয়েছে ভারতের। সরে গিয়েছেন বা বিশ্রাম নিয়েছেন একাধিক তারকা। ফলে জিম্বাবুয়ে সফরেই প্রত্যাবর্তন ঘটান রিঙ্কু (Rinku Singh)। কিন্তু ব্যাট হাতে করেন শূন্য। পরবর্তী তিনটি ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৪৮, ১ ও ১১। ফর্মের ওঠাপড়া সত্ত্বেও কোচের হটসিটে বসার পরে তাঁর উপর আস্থা রেখেছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কেকেআরে থাকার সময় থেকেই গম্ভীরের অন্যতম পছন্দের শিষ্য রিঙ্কু। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল কোচের আস্থার সঠিক দাম দিতে পারলেন না তিনি। মাত্র ১ রান করেই ফেরেন সাজঘরে। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন যে ফর্মের সন্ধানে ঘরোয়া ক্রিকেটে ফেরা উচিৎ রিঙ্কু’র। কিন্তু কোচ গম্ভীর নিজের ‘ব্লু আইড বয়’কে এখনিই যে বাদ দেবেন না তা এক প্রকার নিশ্চিত।

সিরিজ জয়ের দোরগোড়ায় টিম ইন্ডিয়া-

Ind vs sl | Image: Getty Images
IND vs SL | Image: Getty Images

শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ ফলে ইতিমধ্যেই এগিয়ে গিয়েছেন শুভমান (Shubman Gill), সূর্যকুমাররা। আজ দ্বিতীয় ম্যাচে জয় পেলে সিরিজও জিতে নেবেন তাঁরা। একইসাথে প্রতিবেশী দেশের বিরুদ্ধে নিজেদের একছত্র দাপটও বজায় রাখতে পারবে মেন ইন ব্লু। চলতি সিরিজের আগে ১০টি টি-২০ সিরিজে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। এর মধ্যে টিম ইন্ডিয়া (Team India) জিতেছে ৮টি সিরিজ। মাত্র একবার জিতেছে শ্রীলঙ্কা ও একটি সিরিজ শেষ হয়েছে অমীমাংসিত ভাবে। আজ জিতলে নবমবার কুড়ি-বিশের ক্রিকেটে লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিতবে ভারতীয় শিবির। একইদিনে শ্রীলঙ্কার ডাম্বুলার মাঠে উইমেন্স এশিয়া কাপের ফাইনালেও মুখোমুখি দুই দল। জোড়া সাফল্যই আজ লক্ষ্য টিম ইন্ডিয়ার (Team India)।

Also Read: IND vs SL, 2nd T20i: অগ্নিপরীক্ষা হার্দিক-রিয়ানের, সঞ্জুকে বাদ দিয়েই দ্বিতীয় টি-২০’র পরিকল্পনা সাজাচ্ছেন ক্যাপ্টেন ‘স্কাই’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *