rinku-can-play-t20-wc-instead-of-sanju

গতকাল থেকেই টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। নিউ ইয়র্কের নবনির্মিত মাঠে পড়শি বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেললো রোহিত শর্মা’র (Rohit Sharma) দল। দীর্ঘ বিমানযাত্রার ধকল কাটিয়ে মাঠে নামতে পারেন নি বিরাট কোহলি (Virat Kohli)। দলের সেরা ব্যাটিং অস্ত্রকে ব্যবহার না করেই ৬০ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন ভারত অধিনায়ক। অচেনা বাইশ গজে প্রথমে খানিক চাপে পড়তে হয়েছিলো দলকে। কিন্তু পরে সামনে নিয়ে ঝড় তোলেন ব্যাটাররা।

বিশেষ করে নজর কাড়লেন ঋষভ পন্থ (Rishabh Pant), সূর্যকুমার যাদব। আইপিএলে দুজনেই ভালো ফর্মে ছিলেন। সেই ধারাবাহিকতা গতকালও দেখালেন তাঁরা। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ফর্ম নিয়ে প্রশ্ন ছিলো, কিন্তু জড়তা কাটিয়ে অনবদ্য তিনিও। ১৮২ রান তোলে টিম ইন্ডিয়া। আর্শদীপের দাপটে ইনিংসের শুরুতেই ধাক্কা খেয়েছিলো বাংলাদেশ। এরপর বল হাতে নজড় কাড়লেন শিবম দুবে, মহম্মদ সিরাজ (Mohammed Siraj), জসপ্রীত বুমরাহ। মাহমুদুল্লাহ’র মরিয়া লড়াইয়ের পরেও টাইগাররা থামলো ১২২ রানেই। একঝাঁক চমকপ্রদ পারফর্ম্যান্সের ভীড়ে টিম ইন্ডিয়ার গলার কাঁটা কেবল সঞ্জুর ব্যাটিং। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) মূলপর্বের খেলায় তাঁকে হয়ত বাইরেই রাখবে দল।

Read More: অধরাই থাকছে টি-২০ বিশ্বকাপ, টিম ইন্ডিয়ার পরিসংখ্যান ভয় ধরাচ্ছে সমর্থকদের মনে !!

নড়বড়ে সঞ্জু, উইকেটরক্ষক পন্থ’ই-

Sanju Samson | T20 World Cup | Image: Getty Images
Sanju Samson | Image: Getty Images

গতকাল প্রস্তুতি ম্যাচে ভারতের হয়ে মাঠে নেমেছিলেন সঞ্জু (Sanju Samson)। যশস্বী জয়সওয়ালকে বিশ্রাম দিয়ে সঞ্জু স্যামসনকে  (Sanju Samson) সাথে নিয়ে ওপেন করতে নেমেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু টপ-অর্ডারে সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে ব্যর্থ কেরলের ক্রিকেটার। বাংলাদেশের বিরুদ্ধে নিউ ইয়র্কের মাঠে রীতিমত নড়বড়ে লাগছিলো তাঁকে। শরিফুল ইসলামের ইনস্যুইং বুঝতেই পারেন নি। তাঁর বাড়িয়ে দেওয়া ব্যাটের নাগাল এড়িয়ে বল আছড়ে পড়ে প্যাডে। এলবিডব্লু দিতে দ্বিধা করেন নি আম্পায়ার। ৬ বল খেলে মাত্র ১ রান করেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। আইপিএলে ৫৩১ রান করায় অনেকেই চেয়েছিলেন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) উইকেটরক্ষক হিসেবে খেলুন সঞ্জু স্যামসন, কিন্তু বাংলাদেশের বিপক্ষে তাঁর পারফর্ম্যান্স চিন্তায় ফেলেছে অনুরাগীদের।

কেরলের সঞ্জু স্যামসন (Sanju Samson) যখন ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ তখন প্রস্তুতি ম্যাচে ঋষভ পন্থ (Rishabh Pant) বুঝিয়ে দিলেন যে তিনি তৈরি টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য। তাঁকে তিন নম্বরে ব্যাট করতে নামিয়েছিলো টিম ইন্ডিয়া। অসাধারণ ইনিংস খেললেন দিল্লীর ক্রিকেটার। চোটের জন্য দীর্ঘ সময় জাতীয় দলের হয়ে খেলতে পারেন নি। কিন্তু প্রত্যাবর্তনেই মন জিতলেন বাম হাতি ব্যাটার। শাকিব আল হাসানের মত দুর্দান্ত ক্রিকেটারের বিরুদ্ধে চার-ছক্কার ফুলঝুড়ি দেখা গেলো ঋষভের ব্যাটে। অবসৃত হওয়ার আগে করেন অর্ধশতরান। গতকাল ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে সপ্রতিভ লেগেছে ঋষভকেই। দ্বিতীয় ইনিংসে উইকেটকিপিং-ও তিনিই করেন। প্রস্তুতি ম্যাচ থেকেই স্পষ্ট যে ঋষভ’ই অগ্রাধিকার পাচ্ছেন। প্রয়োজন ফুরিয়েছে সঞ্জু’র।

ভাগ্য সুপ্রসন্ন হতে পারে রিঙ্কুর-

Rinku Singh | T20 World Cup 2024 | Image: Getty Images
Rinku Singh | Image: Getty Images

উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থ (Rishabh Pant)  নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেয়ায় সঞ্জু স্যামসন’কে আপাতত প্রয়োজন নেই টিম ইন্ডিয়ার। সেই কারণেই কেরলের উইকেটরক্ষক-ব্যাটারকে খানিক পিছনের সারিতে পাঠিয়ে কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) মূল স্কোয়াডে জায়গা করে দিতে পারেন রিঙ্কু সিং-কে (Rinku Singh)। ভারতের হয়ে ইতিমধ্যে ১৫টি টি-২০ ম্যাচ খেলেছেন রিঙ্কু। উত্তরপ্রদেশের তরুণের মোট রান সংখ্যা ৩৫৬। স্ট্রাইক রেট প্রায় ২০০-র কাছে। গড় ৮৯। অবিশ্বাস্য পরিসংখ্যান থাকা সত্ত্বেও মূল স্কোয়াডে নয় বরং অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি তাঁকে সুযোগ দিয়েছে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে। দলের সাথে আপাতত আমেরিকাতেই আছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে সঞ্জুর (Sanju Samson) অফ ফর্ম আচমকাই সুযোগ এনে দিতে পারে রিঙ্কুর সামনে।

ভাগ্য যে সুপ্রসন্ন হতে পারে সে সম্পর্ক ওয়াকিবহাল খোদ রিঙ্কু’ও (Rinku Singh)। সেই কারণেই অনুশীলনে বাড়তি মেহনত করছেন তিনি। প্রথম প্র্যাক্টিস সেশনে হাজির ছিলেন না তারকাদের অধিকাংশই। সেখানেও নেটে দীর্ঘ সময় ব্যাটিং করতে দেখা গিয়েছে তাঁকে। ট্র্যাভেলিং রিজার্ভে থাকা সত্ত্বেও নিয়মিত নেটে রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) সাথে অনুশীলন করতেও দেখা গিয়েছে। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছেন রিঙ্কু নিজেও। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ রয়েছে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। সেখানেই চলে আসতে পারে মাঠে নামার ছাড়পত্র। যদি প্রথম একাদশে থাকেন রিঙ্কু (Rinku Singh), সেক্ষেত্রে হয়ত পছন্দের পাঁচ বা ছয় নম্বরেই দেখা যাবে তাঁকে।

Also Read: রোহিত বা জয়সওয়াল নন, আসন্ন T20 বিশ্বকাপে এই প্লেয়ারকে ওপেনার হিসাবে দেখতে চান সৌরভ গাঙ্গুলী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *