সমাপ্ত হয়েছে আইপিএল ২০২৪’এর (IPL 2024) ৬৩টি ম্যাচ। পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করা দুই দল কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই আইপিএল ২০২৪’এর প্লে-অফে পৌঁছে গিয়েছে। চলতি সপ্তাহেই জানা যাবে বাঁকি দুই প্লে-অফের দলের নাম। প্লে-অফে তৃতীয় দল হিসেবে পৌঁছানোর জন্য এগিয়ে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। তবে, চেন্নাই সুপার কিংস (CSK) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যে যেকোনো একটি দলকে দেখা যাবে আইপিএল ২০২৪’এর প্লে-অফে। আগামী ১৮মে শনিবার আইপিএল ২০২৪’এর মেগা ফাইনালের রূপ নিতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের মধ্যে অনুষ্ঠিত হতে চলা আইপিএলের ৬৮তম ম্যাচ।
চেন্নাইয়ের বিরুদ্ধে প্রাক ফাইনাল খেলতে প্রস্তুত কোহলি’বাহিনী
এই ম্যাচটা হতে চলেছে দুই দলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ, গতবার আইপিএল চ্যাম্পিয়ন ছিল চেন্নাই, মেগা ফাইনালে গুজরাতকে হারিয়ে পঞ্চম বারের জন্য আইপিএল খেতাব জয় করে চেন্নাই। তবে চলতি মরশুমে ক্যাপ্টেন কুল এমএস ধোনি (MS Dhoni) দায়িত্ব তুলে দেন দলের মুখ্য ব্যাটসম্যান ঋতুরাজ গাইকোয়ার্ড’ (Ruturaj Gaikwad) উপর। আপাতত ১৩ম্যাচে ৭টি ম্যাচ জিতেছে চেন্নাই এবং পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এবং তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রথম ৮ ম্যাচে কেবলমাত্র একটি ম্যাচে জয়লাভ করার পর শেষ পাঁচটি ম্যাচে তারা দুর্ধর্ষ কামব্যাক করে প্লে-অফের দৌড়ে নিজেদের টিকিয়ে রেখেছে। সামনের চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে জয়লাভ করে বিরাট কোহলি (Virat Kohli) বাহিনী প্লে-অফের দৌড়ে নিজেদের টিকিয়ে রাখতে চাইবে।
Read More: IPL 2024: রাজস্থানের হারে লাভ হলো হায়দ্রাবাদের, পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে হলো ঠাঁই !!
কোহলির পছন্দের পাত্র পড়তে পারেন দল থেকে বাদ
তবে চেন্নাইয়ের বিরুদ্ধে মস্ত বড় পরিবর্তন দেখা যাবে চেন্নাই দলে। কোহলির পরম মিত্রদের দলের বাইরে দেখা যেতে পারে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের দুই ব্রিটিশ প্লেয়ার উইল জ্যাকস (Will Jacks) ও রিস টোপলি (Reece Topley) ইতিমধ্যেই ইংল্যান্ডে ফিরে গিয়েছেন জাতীয় দলের হয়ে খেলার জন্য। যে কারণে চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাঙ্গালুরু দলে বড় পরিবর্তন দেখার বেশ সম্ভাবনা থেকেই যায়। জানা গিয়েছে চেন্নাই ম্যাচে দলে ফিরবেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। চলতি মরশুমে (IPL 2024) ব্যাট হাতে ব্যার্থ হওয়া ম্যাক্সওয়েল চেন্নাইয়ের বিরুদ্ধে কোহলিদের ট্রাম্প কার্ড হতে চলেছেন। পাশাপশি এই ম্যাচে কোহলির পরম মিত্র মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং দীনেশ কার্তিককে (Dinesh Karthik) দলের বাইরে দেখা যাবে।
সিরাজ তার ছন্দ হারিয়েছেন, আপাতত ১২ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন তিনি এবং ওভার পিছু ৯.৩ রান দিয়েছেন। অন্যদিকে দীনেশ কার্তিক শুরুর কয়েকটি ম্যাচে রান পেলেও শেষের কয়েকটি ম্যাচে তার ব্যাট এখনও ঠান্ডা রয়েছে। ডিকে চলতি মরশুমে ১১ ইনিংসে ৪৩ গড়ে ৩০১ রান বানিয়েছেন ও ১৯৪.১৯ ছিল তার স্ট্রাইক রেট। তবে, দুই বর্ষীয়ান ক্রিকেটার চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছিলেন। চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাট হাতে কার্তিক ২৬ বলে ৩৮ রান বানিয়েছিলেন এবং সিরাজ ৪ ওভারে ৩৮ রান দিয়েছিলেন। দুই দলের গুরুত্বপূর্ণ ম্যাচে সিরাজ ও দীনেশ কার্তিককে বাদ দিতে চাইবে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাঙ্গালুরুর সম্ভব্য একাদশ
বিরাট কোহলি, ফফ ডু প্লেসিস (C), রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রীন, মহিপাল লোমরার, দিনেশ কার্তিক (WK), স্বপ্নীল সিং, কর্ন শর্মা, মোহাম্মদ সিরাজ, লকি ফার্গুসন। [ ইমপ্যাক্ট প্লেয়ার- যশ দয়াল]