২০২১-এর নভেম্বরে ভারতীয় কোচ হিসেবে অভিষেক হয়েছিলো রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব ছেড়ে সিনিয়র ক্রিকেট দলের কোচিং করাতে প্রথমটায় রাজী ছিলেন না তিনি। কিন্তু তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সাথে আলোচনার পর শেষে রাজী হন। কোচ হিসেবে তাঁর সময়কাল টিম ইন্ডিয়ার জন্য ছিলো বেশ ঘটনাবহুল। সাফল্য যেমন চেখে দেখেছেন দ্রাবিড় (Rahul Dravid), তেমন হজম করতে হয়েছিলো ব্যর্থতাও। ২০২২-এর এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপে শেষ চার থেকে ছিটকে গিয়েছিলো ভারতীয় দল। হারতে হয়েছিলো ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেপ্টেম্বরের এশিয়া কাপ জয় ক্ষতে খানিক প্রলেপ দিলেও নভেম্বরের ওডিআই বিশ্বকাপ ফাইনালে হার আবার দ্রাবিড়ের ভারতকে ডুবিয়েছিলো হতাশায়।
বিশ্বকাপের পরেই সরে যেতে চেয়েছিলেন দ্রাবিড় (Rahul Dravid)। কিন্তু পরে সিদ্ধান্ত বদলান। আর তাতেই মেলে সাফল্য। প্রথম দল হিসেবে গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতেছে ভারতীয় শিবির। গত বছরের টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপ ফাইনালের হার যতটা যন্ত্রণা দিয়েছিলো, সেই ক্ষত ভুলিয়ে দিলো এই ট্রফি জয়। এগারো বছর পর দেশকে আইসিসি ট্রফি উপহার দিয়েই টিম ইন্ডিয়াকে বিদায় জানান দ্রাবিড়। সাধারণত অনুভূতি প্রকাশ করেন না তিনি। কিন্তু ২৯ জুন আবেগপ্রবণ হয়ে পড়েন দ্রাবিড় (Rahul Dravid)। সেলিব্রেশনের পরে সাংবাদিকদের বলেন, “আগামী সপ্তাহ থেকে তো বেকার আমি। কোনো চাকরি জানা আছে?” এই প্রশ্ন ঘোরাফেরা করছিলো সাধারণ ক্রিকেটপ্রেমীদের মনেও। দ্রাবিড়ের আগামী গন্তব্য কি হতে পারে? সব ঠিক থাকলে শীঘ্রই মিলবে উত্তর।
Read More: IND vs ZIM: তৃতীয় টি-২০তে বদলে যাচ্ছে ভারতীয় একাদশ, জায়গা করে নেবেন এই বিশ্বকাপজয়ী তারকা !!
গম্ভীরের উলটোপথে হাঁটছেন রাহুল দ্রাবিড়-
২০২৪ আইপিএল মরসুম শুরুর আগে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) মেন্টর হিসেবে নিয়োগ করেছিলো টিম ইন্ডিয়া (Team India)। নিজের পুরনো দলে ফিরে প্রথম সুযোগেই সাফল্য এনে দিয়েছিলেন তিনি। জিতিয়েছিলেন তৃতীয় ট্রফি। অনেকেই ভেবেছিলেন নাইট শিবিরে দ্বিতীয় ইনিংস দীর্ঘ হবে তাঁর, কিন্তু বাস্তবে তা হয় নি। আইপিএল মেটার পরেই টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হিসেবে তাঁর নাম ভাসছিলো ক্রিকেটমহলের অলিন্দে। জানা গিয়েছে যে শেষমেশ সিলমোহর পড়তে চলেছে সেই জল্পনাতেই। খুব শীঘ্রই সরকারীভাবে ভারতের নয়া কোচ হিসেবে ঘোষণা করে দেওয়া হবে গম্ভীরের (Gautam Gambhir) নাম। বিসিসিআই জাতীয় দলের পাশাপাশি কোনো ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পালনের স্বাধীনতা দেয় না কাউকে। ফলে নাইট শিবিরকে অনিচ্ছাসত্ত্বেও বিদায় জানাতেই হচ্ছে গম্ভীরকে। ইডেনে তিনি বিদায়ী ভিডিও’ও শ্যুট করেছেন বলে খবর।
দ্রাবিড়ের হাতে যাচ্ছে KKR’এর বাটন
ট্রফি জেতার পরেই মেন্টরকে হারানোর মত বড়সড় ধাক্কার সম্মুখীন কলকাতা নাইট রাইডার্স (KKR) দল। আগামী বছর রয়েছে মেগা অকশন। তার আগে দল সাজিয়ে নেওয়ার জন্য কোনো পরীক্ষিত স্ট্র্যাটেজিস্টকেই মেন্টর হিসেবে নিয়োগ করার কথা ভাবছেন শাহরুখ খান’রা (Shah Rukh Khan)। ভারতীয় কোচের দায়িত্ব ছাড়ার পর আপাতত ফাঁকা রয়েছেন দ্রাবিড় (Rahul Dravid)। এই সুযোগ হারতে চায় না তারা। সংবাদমাধ্যম নিউজ১৮ বাংলা সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই দ্রাবিড়কে পরবর্তী মরসুমে মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে নাইট (KKR) শিবিরের তরফ থেকে। যদি তিনি এই প্রস্তাবে রাজী হন তাহলে তা যে এক চমকপ্রদ ব্যপার হবে তাতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে ভারতীয় সাজঘরে দ্রাবিড়ের ছেড়ে আসা আসনে যেমন বসবেন গম্ভীর, তেমন নাইট শিবিরে গম্ভীরের উত্তরসূরি হিসেবে যোগ দেবেন ‘দ্য ওয়াল।’