probable-ind-xi-for-1st-sl-vs-ind-t20i

SL vs IND: এক নয়া অধ্যায়ের সূচনা করতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। চলতি মাসের শেষের দিকে শুরু হতে চলা ভারত বনাম শ্রীলঙ্কা (SL vs IND) সিরিজে প্রথমবার কোচ হিসেবে ভারতীয় দলের সাজঘরে দেখা যাবে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে দারুণ কাজ করেছেন তিনি। দীর্ঘ দশ বছর পর এনে দিয়েছেন ট্রফি। এবার আন্তর্জাতিক আঙিনায় ভারতের পারফর্ম্যান্সকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারেন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। ইতিমধ্যেই সামনে এসেছে শ্রীলঙ্কা সফরের (SL vs IND) সূচি। ২৭ জুলাই প্রথম টি-২০ খেলবে দল। দ্বিতীয় ম্যাচটি রয়েছে ২৮ তারিখ। এরপর এক দিনের বিরতি। ৩০ তারিখ তৃতীয়বার মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ। ভারতীয় সাজঘরে নতুন কোচের আগমন উত্তেজনা বাড়িয়েছে সিরিজ নিয়ে। ইতিমধ্যেই প্রথম টি-২০’র সম্ভাব্য একাদশ নিয়ে চলছে কাটাছেঁড়া।

Read More: কপাল পুড়লো কে এল রাহুলের, অধরাই থাকছে অধিনায়ক হওয়ার স্বপ্ন !!

থাকছেন না হার্দিক, বাদ ঋতুরাজ’ও-

Hardik Pandya | SL vs IND | Image: Getty Images
Hardik Pandya | Image: Getty Images

গম্ভীর (Gautam Gambhir) জমানায় প্রথম টি-২০ স্কোয়াড কেমন হয় সেদিকে নজর রয়েছে ক্রিকেটদুনিয়ার। রোটেশন পলিসিতে যে তিনি বিশ্বাস করেন না তা স্পষ্ট করেছেন নতুন কোচ। সিনিয়রদের নিয়েই দল সাজাতে পারেন তিনি। টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের পর তাই শিবম দুবে (Shivam Dube), আর্শদীপ সিং, সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), অক্ষর প্যাটেলরা দলে ফিরতে অবাক হওয়ার কিছু থাকবে না।  ব্যতিক্রম একমাত্র হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তিনি ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থাকে জানিয়ে দিয়েছেন যে ওডিআই সিরিজে ব্যক্তিগত কারণে থাকতে পারবেন না তিনি। তাঁকে একই সাথে টি-২০ সিরিজেরও বাইরে রাখা হতে পারে। সেক্ষেত্রে একমাত্র পেস বোলিং অলরাউন্ডার হিসেবে একাদশে থাকার সম্ভাবনা শিবম দুবের (Shivam Dube)।

শ্রীলঙ্কার (SL vs IND) বিপক্ষে টি-২০ সিরিজে ভারতের হয়ে ওপেনিং-এ নিশ্চিতভাবেই দেখা যাবে যশস্বী জয়সওয়াল’কে। তাঁর সাথে মাঠে নামতে পারেন অভিষেক শর্মা। জিম্বাবুয়ে সফরে ওপেনিং করলেও শ্রীলঙ্কার বিপক্ষে তিনে দেখা যেতে পারে শুভমান গিল’কে (Shubman Gill)। চার নম্বরে থাকছেন সূর্যকুমার যাদব। দলের সেরা টি-২০ ব্যাটারকে তাঁর পছন্দের পজিশনেই ব্যবহার করতে চাইবেন ‘গুরু’ গম্ভীর। বাদে পড়ছেন ঋতুরাজ (Ruturaj Gaikwad)। পাঁচ নম্বরে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে দেখা যেতে পারে ঋষভ পন্থকে। সাদা বলের ক্রিকেটে শ্রীলঙ্কা সফরই তাঁর কাছে চূড়ান্ত পরীক্ষা হতে পারে। এরপর দুই অলরাউন্ডার হিসেবে খেলবেন শিবম দুবে ও অক্ষর প্যাটেল (Axar Patel)। স্পিন বিভাগে রবি বিষ্ণোই ও কুলদীপ যাদবের খেলার সম্ভাবনা। থাকছেন দুই পেসার-আবেশ খান ও আর্শদীপ সিং।

এক নজরে সম্ভাব্য একাদশ-

যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিবম দুবে, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আবেশ খান, আর্শদীপ সিং।

অধিনায়ক হতে চলেছেন সূর্যকুমার-

Suryakumar Yadav | SL vs IND | Image: Getty Images
Suryakumar Yadav | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপের পর কুড়ি-বিশের ফর্ম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা। তাঁর অবর্তমানে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে নতুন অধিনায়কের সন্ধানে বিসিসিআই। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে বোর্ড কর্তাদের একাংশের পছন্দ হার্দিক পান্ডিয়া। এর আগে রোহিতের অনুপস্থিতিতে বিভিন্ন সিরিজে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। কিন্তু কোচ গম্ভীর বেছে নিতে চাইছেন সূর্যকুমার যাদব’কে (Suryakumar Yadav)। তিনি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মত প্রতিপক্ষের বিরুদ্ধে জাতীয় দলের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন টি-২০ ফর্ম্যাটে। যেহেতু শ্রীলঙ্কা সিরিজে হার্দিকের খেলার সম্ভাবনা ক্ষীণ, তাই অধিনায়ক হচ্ছেন সূর্য’ই। এছাড়াও জোর গুঞ্জন যে নেতা নির্বাচন নিয়ে কোচ বনাম বোর্ড দড়ি টানাটানিতেও জিততে চলেছেন গম্ভীরই। স্থায়ী অধিনায়কই হচ্ছেন সূর্যকুমার।

Also Read: SL vs IND: দায়িত্বে নতুন অধিনায়ক, শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজে দলগঠনে চমক BCCI-এর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *