possible-kohli-replacements-in-t20-wc
Virat Kohli | Image: Getty Images

আগামী জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপের ফাইনাল থেকে খালি হাতে ফিরে আসতে হয়েছে টিম ইন্ডিয়াকে। ব্যর্থতার জ্বালা মেটাতে এবারের টি-২০ বিশ্বকাপকে তাই পাখির চোখ করেছে দল। রোহিত শর্মা’ই (Rohit Sharma) যে অধিনায়ক থাকবেন তা ইতিমধ্যেই নিশ্চিত করেছেন বোর্ড সচিব জয় শাহ। স্কোয়াডের বাকি সদস্য কারা হবেন তা এখনও পরিষ্কার নয়। জল্পনার মাঝেই গতকাল সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। টি-২০ বিশ্বকাপে ভারতের সফলতম ব্যাটার বিরাট কোহলিকে (Virat Kohli) নাকি বাদ দেওয়ার ভাবনাচিন্তা চলছে বোর্ডের অন্দরে। যদি সত্যিই কোহলিকে ছাড়াই মাঠে নামে ভারত, তাহলে ব্যাটিং অর্ডারের নম্বর তিন পজিশনে খেলতে পারেন এই তিন ক্রিকেটার।

Read More: “অর্থ উপার্জনের এটা উপায়…” ঘরোয়া ক্রিকেটের আগে ফ্রাঞ্চাইজি ক্রিকেট বেছে নেওয়ার জন্য হার্দিকের উপর মেজাজ হারালেন প্রবীণ কুমার !!

সূর্যকুমার যাদব-

Suryakumar Yadav | T20 World Cup 2024 | Image: Getty Images
Suryakumar Yadav | Image: Getty Images

বিরাট কোহলি যদি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) না খেলেন, তাহলে ব্যাটিং অর্ডারের তিন নম্বরে তাঁর শূন্যস্থান পূরণ করতে পারেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এই মুহূর্তে বিশ্বের সেরা টি-২০ ব্যাটার নিঃসন্দেহে সূর্যকুমার। রয়েছেন আইসিসি র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থানে। কেরিয়ারের শুরু থেকে অধিকাংশ ম্যাচে চার নম্বরে ব্যাট করেছেন তিনি। কিন্তু ২০২২-এর টি-২০ বিশ্বকাপের পর ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে বিরাট (Virat Kohli) সরে দাঁড়ানোয় চারথেকে তিনে উঠে আসেন তিনি।

নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মত দলের বিরুদ্ধে তিন নম্বরে খেলে সাফল্যও পেয়েছেন তিনি। ১৪ ম্যাচে প্রায় ৪০ গড় ও ১৬০ স্ট্রাইক রেটে করেছেন ৪৭৯ রান। রয়েছে ৪টি অর্ধশতক। এমনকি দিনকয়েক আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত ১১১ রানের ইনিংসও খেলেছেন তিন নম্বরে ব্যাট করতে নেমে। দক্ষিণ আফ্রিকা সিরিজে চোট পেলেও আপাতত সুস্থ হয়ে ওঠার পথে সূর্যকুমার। কুড়ি-বিশের বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতের অন্যতম তুরুপের তাস হয়ে উঠতে পারেন তিনি।

শিবম দুবে-

Shivam Dube | T20 World Cup 2024 | Image: Getty Images
Shivam Dube | Image: Getty Images

সূর্যকুমার (Suraykaumar Yadav) যাদব যদি চার নম্বরে ব্যাটিং করার ব্যাপারে মনস্থির করেন, সেক্ষেত্রে বিরাট কোহলির অবর্তমানে এই পজিশনে ব্যাট হাতে দেখা যেতে পারে শিবম দুবে’কে (Shivam Dube)। মুম্বইয়ের তারকাকে খেলালে একজন অতিরিক্ত বোলিং বিকল্প’ও থাকবে টিম ইন্ডিয়ার হাতে। সাম্প্রতিক অতীতে কোহলির স্ট্রাইক রেট নিয়ে নানাবিধ চর্চা চলেছে। তেমন কোনো সমস্যা নেই শিবম দুবের ব্যাটিং-এ। জাতীয় দলের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমে তিনি ২ ইনিংসে করেছেন ৫৮ রান। একটি চমৎকার অর্ধশতক রয়েছে।

চোখে পড়ার মত তাঁর স্ট্রাইক রেট। প্রায় ১৫৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে দুর্দান্ত খেলেছেন শিবম। প্রথমবারের জন্য জায়গা করে নিয়েছেন বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তিতেও। আইপিএলেও চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে গত মরসুমে নিয়মিত তিন নম্বরে ব্যাটিং করেছেন তিনি। ৩৮ গড় ও ১৫৮.৩৩ গড়ে করেছেন ১৬ ম্যাচে ৪১৮ রান। বিগ হিটার হিসেবে পরিচিত শিবম হয়ে উঠতে পারেন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতের ভরসা।

রোহিত শর্মা-

Rohit Sharma | T20 World Cup 2024 | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

আসন্ন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতের ব্যাটিং অর্ডারে তিন নম্বর পজিশনে থাকতে পারে চমক। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও শুভমান গিলের (Shubman Gill) উপর ওপেনিং-এর দায়িত্ব ছেড়ে দিয়ে তিন নম্বরে নামতে পারেন খোদ অধিনায়ক রোহিত শর্মা। দীর্ঘ টি-২০ কেরিয়ারে মোট ১৫১টি ম্যাচ খেলেছেন রোহিত (Rohit Sharma)। এর মধ্যে অধিকাংশ ম্যাচেই তিনি ওপেন করলেও ৩টিতে খেলেছেন নম্বর তিন পজিশনে।

ওয়ান-ডাউন পজিশনে পরিসংখ্যান চমৎকার রোহিতের (Rohit Sharma)। ৩ ইনিংসে এসেছে ১২৭ রান। গড় ৬৩.৫০। রয়েছে দুটি অর্ধশতক’ও। সর্বোচ্চ ৬০ রান। গত মরসুমের আইপিএলে রোহিত গুটিকয় ম্যাচে ওপেনিং-এর বদলে তিনে নামার পন্থা বেছে নিয়েছিলেন। টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলি (Virat Kohli) না থাকায় পরীক্ষামূলক ভাবে ফের একবার তিনে নামতে পারেন তিনি। এই মুহূর্তে যশস্বী ও শুভমান-ফর্মে রয়েছেন দুজনেই। ছন্দে রয়েছেন রোহিত’ও। ভারত অধিনায়ক তিনে খেললে একাদশের অংশ হতে পারেন তিনজনই।

Also Read: T20 World Cup 2024: পায়ের মাটি সরে গেল টিম ইন্ডিয়ার, শামির টি-২০ বিশ্বকাপ থেকে আউট এই তারকা পেসার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *