ponting-confirms-pant-will-play-ipl

IPL 2024: গত বছরের ডিসেম্বর মাসের ৩০ তারিখ, ক্রিকেটজনতার ঘুম ভেঙেছিলো এক ভয়াবহ খবরে। দিল্লী থেকে উত্তরাখণ্ডের রুরকিতে যাওয়ার পথে হাইওয়ের ডিভাইডারে ধাক্কা লেগে উলটে গিয়েছিলো ভারতীয় ক্রিকেটতারকা ঋষভ পন্থের (Rishabh Pant) গাড়িটি। চালকের আসনে ছিলেন স্বয়ং ঋষভ। একাই বাড়ি ফিরছিলেন তিনি। ভোররাতে মুহূর্তের অসতর্কতাতেই ঘটে যায় বড় বিপর্যয়। আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় তাঁর প্রিয় মার্সিডিজ গাড়িটি। কোনোক্রমে গাড়ির উইন্ডস্ক্রিণ ভেঙে বেরিয়ে আসতে পারায় প্রাণ বাঁচে তরুণ ক্রিকেটারের। তবে আঘাত এড়াতে পারেন নি ঋষভ (Rishabh Pant) । তাঁর পিঠে, মুখে গভীর ক্ষত তৈরি হয়েছিলো। চোট লেগেছিলো হাঁটুতেও। প্রথমে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসা শুরু হলেও, পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে তাঁকে মুম্বই উড়িয়ে আনা হয়। সেখানে হাঁটুর অস্ত্রোপচারও হয় পন্থের।

দুর্ঘটনা ঋষভের (Rishabh Pant)  ক্রিকেট কেরিয়ারকেই ঠেলে দিয়েছিলো অনিশ্চয়তার মুখে। অস্ত্রোপচারের পর ক্রাচ নিয়ে চলাফেরা করতে হয়েছে তাঁকে। সেই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন পন্থ। ক্রিকেটের বাইশ গজ থেকে তাঁকে সরে যেতে হয়েছিলো অনেকখানি দূরে। ২০২৩-এ  খেলতে পারেন নি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফি। সম্পূর্ণ আইপিএল (IPL) মরসুম তাঁকে কাটাতে হয়েছে মাঠের বাইরে বসে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC) বা ওডিআই বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারত অনুভব করেছে ঋষভের অনুপস্থিতি। জীবনের যন্ত্রণাময় একটা অধ্যায় কাটানোর পর অবশেষে ভাগ্যের চাকা ঘুরেছে ঋষভের (Rishabh Pant)। ২০২৪-এর আইপিএলে (IPL) মাঠে ফিরছেন তিনি। মেলবোর্নে এক অনুষ্ঠানে ক্রিকেট অনুরাগীদের সুখবর শোনালেন খোদ দিল্লী ক্যাপিটালস কোচ রিকি পন্টিং (Ricky Ponting)।

Read More: IPL 2024: হার্দিকের অধিনায়কত্বে খেলবেন না রোহিত শর্মা, মুম্বাই সহ আইপিএল থেকে নিচ্ছেন বিদায় !!

দীর্ঘ অপেক্ষা শেষে কামব্যাকের পথে পন্থ-

Ricky Ponting and Rishabh Pant | IPL 2024 | Image: Getty Images
Ricky Ponting and Rishabh Pant | Image: Getty Images

অস্ত্রোপচারের পর ক্রাচ নিয়ে ঋষভের হাঁটাচলার ভিডিও ভাইরাল হয়েছিলো। কিছুদিন পর থেকেই বেঙ্গালুরুতে অবস্থিত ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA) তত্ত্বাবধানে শুরু হয়েছিলো ঋষভ পন্থের রিহ্যাব। অনেকটা সময় কাটিয়েছেন নিজেকে ঘষেমেজে প্রস্তুত করে তুলতে। প্রথমে হালকা অনুশীলন, পরে পুরোদস্তুর শরীরচর্চা করতেও দেখা গিয়েছে তাঁকে। নিজের রিহ্যাবের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন ঋষভ। কখনও তাঁকে দেখা গিয়েছে একটি লাঠির সাহায্যে স্ট্রেচিং করতে, আবার কখনও ওয়েট ট্রেনিং করেছেন কারও সাহায্য ছাড়াই। হাঁটুতে নি ক্যাপ বাঁধা থাকলেও চলাফেরায় কোনোরকম অসুবিধা চোখে পড়ে নি। ক্রিকেট মাঠেও ফিরেছেন। বেঙ্গালুরুতে অনুশীলন ম্যাচে পন্থের (Rishabh Pant)  ছক্কা মারার ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমের দেওয়ালে।

গত বছর ঋষভ পন্থের (Rishabh Pant)  অবর্তমানে দিল্লী ক্যাপিটালস (DC) দলের নেতৃত্ব দিতে দেখা গিয়েছিলো ডেভিড ওয়ার্নারকে। দশ দলের লীগে নবম স্থানে শেষ করেছে দিল্লী। এবার অধিনায়কত্ব ফিরে পাচ্ছেন পন্থ। আগেই জানিয়েছেন টিম ডায়রেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কলকাতায় দিল্লী ক্যাপিটালসের (DC) আবাসিক শিবিরে বা দুবাইতে মিনি অকশনের টেবিলে দেখা গিয়েছে ঋষভকে (Rishabh Pant)। তবে ভারতের হয়ে আফগানিস্তান বা ইংল্যান্ড সিরিজে দেখা যায় নি তাঁকে। এখনও সরকারী ঘোষণা না এলেও জানা যাচ্ছে আগামী ২৩ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল (IPL)। তার আগেই মাঠে নামার জায়গায় চলে আসবেন ঋষভ। আশা রাখছে দিল্লী কর্তৃপক্ষ। ঋষভ যে খেলবেন, তা নিশ্চিত করেছেন কোচ পন্টিং। তবে উইকেটকিপিং করবেন কিনা তা নিয়ে সংশয়ে তিনি।

ঋষভের খেলার কথা জানালেন পন্টিং-

Ricky Ponting | IPL 2024 | Image: Getty Images
Ricky Ponting | Image: Getty Images

গতকাল অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ক্রিকেট কিংবদন্তি রিকি পন্টিং। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লীগ মেজর লীগ ক্রিকেটের (MLC) দল ওয়াশিংটন ফ্রিডমের কোচ হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হয় পন্টিং-এর (Ricky Ponting) হাতে। অনুষ্ঠানে পন্থ (Rishabh Pant)  সম্পর্কে একঝাঁক প্রশ্নের সামনে পড়তে হয় প্রাক্তন অজি অধিনায়ককে। অকপটে প্রত্যেকটিরই জবাব দিয়েছেন তিনি। পন্টিং জানিয়েছেন, “ঋষভ খুবই আত্মবিশ্বাসী যে ও খেলার জন্য প্রস্তুত হয়ে উঠবে। কিন্তু কোন ভূমিকায় ওকে পাওয়া যাবে, সেই ব্যাপারে আমরা নিশ্চিত নয়। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, ও ঠিকঠাকই রয়েছে। কিন্তু আমাদের ভাবতে হবে যে মরসুমের প্রথম ম্যাচ আর মাত্র ছয় সপ্তাহ দেরী। আমরা নিশ্চিত নয় যে এই বছর ওকে আমরা উইকেটরক্ষক হিসেবে পাবো কিনা।” স্টাম্পের পিছনে পন্থ না থাকলে অভিষেক পোড়েল, কুমার কুশাগ্র’দের ব্যবহার করতে পারে দিল্লী।

ঋষভের  মানসিকতাকে কুর্নিশ জানিয়ে পন্টিং বলেছেন, “আমি নিশ্চিত যদি এখন ওকে জিজ্ঞেস করি যে ও খেলবে কিনা তাহলে ও বলবে যে ‘আমি প্রতিটা ম্যাচ খেলবো। প্রতিটা ম্যাচে কিপিং করবো এবং চার নম্বরে ব্যাট করবো।’ ও (ঋষভ) এমনই। আমরা আশা রাখছি।” আরও বলেছেন, “ও দুর্দান্ত ক্রিকেটার। অবশ্যই আমাদের অধিনায়ক। গত বছর ওর অভাব প্রচণ্ড অনুভব করেছি।” দুর্ঘটনার দুঃসহ স্মৃতিও উঠে এসেছে পন্টিং-এর কথায়। জানিয়েছেন, “গত ১২-১৩ ওর উপর দিয়ে যা গিয়েছে, ওটা একটা ভয়াবহ ব্যাপার ছিলো। আমি জানি যে বেঁচে ফিরতে পারার জন্য ও নিজেকে ভাগ্যবান মনে করে। আবার ক্রিকেট যে খেলতে পারছে সেটা তো বাড়তি পাওনা। আমরা স্রেফ আশা রাখছি যে ও মাঠে নেমে খেলতে পারবে। যদি সব ম্যাচ নাও খেলে, যদি ১৪’র মধ্যে ১০টা ম্যাচও খেলে, সেটাও বোনাস।”   

Also Read : IPL 2024: “মিথ্যা আশ্বাসে লাভ নেই…” রোহিতের অধিনায়কত্বে ফেরা নিয়ে মুম্বই কোচের মন্তব্যকে শ্লেষের তীরে বিঁধলেন ঋতিকা সাজদেহ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *