pcb-to-propose-ind-vs-pak-t20-series

ক্রিকেটের বাইশ গজে ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) প্রতিদ্বন্দ্বীতার সাথে পরিচিত সকলেই। উপমহাদেশের দুই প্রতিবেশী বিশ্বের যে প্রান্তেই মুখোমুখি হোক না কেন, ভীড় জমে যায় গ্যালারিতে। ২০২২-এ অস্ট্রেলিয়ার মেলবোর্নে ৯০০০০-এর বেশী মানুষ মাঠে বসে উপভোগ করেছেন দুই শিবিরের দ্বৈরথ, দিনকয়েক আগেই আমেরিকার নিউ ইয়র্কের মাঠেও তিলধারণের জায়গা ছিলো না ভারত-পাক (IND vs PAK) ম্যাচে। সাম্প্রতিক অতীতে মাঠের পাশাপাশি মাঠের বাইরেও বারবার ক্রিকেট কূটনীতির যুদ্ধে অবতীর্ণ হতে দেখা গিয়েছে দুই দেশকে। গত বছর এশিয়া কাপ (Asia Cup 2023) খেলতে ভারত পাকিস্তানে পা রাখতে না চাওয়ায় সৃষ্টি হয়েছিলো জটিলতা। চলেছিলো দড়ি টানাটানি। এবার ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) নিয়েও দেখা গিয়েছে একই সমস্যা। শুরু হয়ে গিয়েছে দুই পক্ষের কূটনৈতিক যুদ্ধ।

আইসিসি’র ক্যালেন্ডার অনুযায়ী পাকিস্তানেই বসার কথা ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সেইমত প্রস্তুতিও শুরু করে দিয়েছে পিসিবি। ১২৬০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে পরিকাঠামোগত উন্নতির জন্য। এমনকি খসড়া সূচি ও প্রস্তাবিত গ্রুপ বিন্যাস অবধি পিসিবি প্রধান ইতিমধ্যে জমা করে দিয়েছেন আইসিসি’র কাছে। কিন্তু বেঁকে বসেছে ভারত। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে পড়শি দেশে যাওয়ার ব্যপারে অসম্মত হয়েছে তারা। গত বছর এশিয়া কাপের (Asia Cup 2023) ক্ষেত্রেও একই অবস্থান নিয়েছিলো বিসিসিআই। দীর্ঘ টানাপোড়েনের পর শেষমেশ হাইব্রিড মডেলে রাজী হতে হয়েছিলো পিসিবি’কে। এবার আর তা মানতে রাজী নয় তারা। আইসিসি’র মধ্যস্থতায় ভারতীয় দলকে পাকিস্তানে নিয়ে আসার ব্যপারে আশাবাদী পাক বোর্ড। এমনকি ক্রিকেটীয় শৈত্য মেটাতে নতুন পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছে তারা।

Read More: MS ধোনির প্রধান অস্ত্র ছিলেন এই খেলোয়াড়, বিরাট-রোহিতের জমানায় হয়েছেন ‘একঘরে’ !!

দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব দিচ্ছে পিসিবি-

IND vs PAK | Image: Getty Images
IND vs PAK | Image: Getty Images

চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) জন্য যে গ্রুপ বিন্যাস প্রস্তাব করা হয়েছে পিসিবি’র তরফ থেকে তাতে ভারত ও পাকিস্তানকে রাখা হয়েছে একই গ্রুপে। একইসাথে টিম ইন্ডিয়ার (Team India) জন্য বিশেষ সুবিধার কথাও জানানো হয়েছে। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য তাদের প্রতিটি গ্রুপ ম্যাচই রাখা হয়েছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। সেমিফাইনাল দুটি যথাক্রমে করাচী ও রাওয়ালপিণ্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারত অংশ নিলে তা লাহোরে সরিয়ে আনা হবে বলেও জানানো হয়েছে মহসীন নকভিদের (Mohsin Naqvi) তরফে। এতকিছুর পরেও ইতিবাচক সাড়া মেলে নি বিসিসিআই-এর তরফ থেকে। তারা এখনও পর্যন্ত হাইব্রিড মডেল চেয়ে আইসিসি’র কাছে চাপ বাড়াচ্ছে বলে খবর। তবুও আশা ছাড়ছে না পাকিস্তান। ভারতকে নিজেদের দেশে নিয়ে যাওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছেন মহসীন নকভিরা। একইসাথে চলছে বন্ধ থাকা দ্বিপাক্ষিক সিরিজ চালু করার চেষ্টা।

রাজনৈতিক ও কূটনৈতিক অস্থিরতার জন্য ভারত-পাক (IND vs PAK) দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে বহুদিন। ভারত শেষবার পাকিস্তানে পা রেখেছিলো ২০০৮ সালে। আর পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের জন্য শেষ ভারতে এসেছিলো ২০১২-১৩ মরসুম। এরপর থেকে এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপ ও টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) মত বহুদলীয় প্রতিযোগিতার বাইরে মুখোমুখি হয় নি দুই শিবির। বিরাট কোহলি, রোহিত শর্মা’র মত তারকা কেরিয়ারে একটিও টেস্ট খেলেন নি পাকিস্তানের বিপক্ষে। এবার পরিস্থিতিতে বদল আনতে চাইছে পিসিবি। সংবাদমাধ্যম সূত্রে খবর যে তাদের তরফ থেকে ভারতের ক্রিকেট বোর্ড সচিব  জয় শাহ’কে (Jay Shah) ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফির পর একটি টি-২০ সিরিজের প্রস্তাব দেওয়া হবে। ভারত বা পাকিস্তান নয়, নিরপেক্ষ ভেন্যুতে এই সিরিজ আয়োজন হোক, প্রস্তাব রাখতে পারেন মহসীন নকভিরা। যদিও বরফ কতদূর গলবে তা নিয়ে সন্দেহ থাকছে।

Also Read: IND vs PAK, Asia Cup 2024: ডাম্বুলাতে পাকিস্তানকে নাস্তানাবুদ করলো টিম ইন্ডিয়া, ৭ উইকেটে ছিনিয়ে নিলো সহজ জয় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *