BCCI'এর সঙ্গে পাঙ্গা নিচ্ছে পাকিস্তান, IPL'এর অবিক্রিত প্লেয়ারদের নিয়ে শুরু করলো সিরিজ !! 1

BCCI: সমাপ্তি ঘটেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গ্রুপ পর্যায়ের অর্ধেক ম্যাচের। টিম ইন্ডিয়ার প্রতিটি খেলোয়াড় আইপিএলের গন্ধে মেতে উঠেছে। আসন্ন T20 বিশ্বকাপকে পাখির চোখ করতে মোরিয়া ভারতীয় দলের প্লেয়াররা। এপ্রিলের শেষের দিকেই প্রকাশ্যে আসবে ভারতীয় দলের বিশ্বকাপ স্কোয়াড। ভারতের মাটিতে ভারতীয় প্লেয়ারদের পাশাপাশি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, উইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার প্লেয়ারদের এই জনপ্রিয় লিগে প্রতিনিধিত্ব করতে দেখা যাচ্ছে। তবে পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের পক্ষে এই লীগ ২০০৮ সালের পর থেকে আর সুযোগ হয়ে ওঠেনি।

BCCI’এর সঙ্গে পাঙ্গা নিলো পাকিস্তান

BCCI, rahul dravid, virat kohli,ipl 2024, t20 wor
BCCI | Image: Getty Images

এবার পাকিস্তান দলের মূল লক্ষ হতে চলেছে বিশ্বকাপ, গত দুই T20 বিশ্বকাপে পাকিস্তান দল যথাক্রমে সেমিফাইনাল ও ফাইনালে পরাজিত হয়ে ট্রফি জয়ের থেকে বঞ্চিত থেকেছে। তাই আসন্ন বিশ্বকাপ জয়ের জন্যই তৈরি হচ্ছে পাকিস্তান। তবে, আইপিএলের মাঝেই তারা আইপিএলের আনসোল্ড প্লেয়ারদের নিয়ে শুরু করেছে T20 সিরিজ। পাকিস্তানের মাটিতে T20 সিরিজ খেলছে নিউজিল্যান্ড, যদিও নিউজিল্যান্ডের বেশিরভাগ নামি প্লেয়াররা আইপিএলেই প্রদর্শন দেখাচ্ছেন। এমনকি কিউই বিশ্বকাপ দলের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন (Kane Williamson), অলরাউন্ডার গ্লেন ফিলিপ (Glenn Philips), দাঁড়িল মিচেল (Daryl Mitchell), রচিন রবীন্দ্র (Rachin Ravindra), মিচেল স্যান্টনার (Mitchel Santner) ও পেসারদের মধ্যে ট্রেন্ট বোল্ট (Trent Boult) এবং ম্যাট হেনরিকে (Matt Henry) দেখা যাচ্ছে এই আইপিএলেই।

আইপিএলে আনসোল্ড থাকা প্লেয়ারদের সঙ্গে আইপিএল থেকে ব্যান থাকা প্লেয়ারদের মধ্যে ৫ ম্যাচের T20 সিরিজ অনুষ্ঠিত হবে। ১৮ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলবে এই সিরিজ যেখানে প্রথম ম্যাচটির পরিসমাপ্তি ঘটেছে। যদিও প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। আবার ২০ এপ্রিল রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় T20 ম্যাচের মুখোমুখি হতে চলেছে। নিউজিল্যান্ডদের বিরুদ্ধে খেলার পর পাকিস্তান আবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজ খেলবে।

আরও পড়ুন | বিশ্বকাপের দল বাছতে BCCI’এর সামনে নয়া শর্ত রাখলেন রোহিত শর্মা, এই খেলোয়াড়ের অবসর ভাঙিয়ে করাতে হবে এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *