রোহিত-শুভমানের দাপটে পড়েছিলেন মুখ থুবড়ে, শেষ ওভারে হ্যাট্রিক করে জাত চেনালেন সেই বোলার !! 1

এশিয়া কাপের আঙিনায় ভারত মুখোমুখি হয়েছিলো নেপালের। রোহিত শর্মা (Rohit Sharma) ও শুভমান গিলের (Shubman Gill) ব্যাটিং বিক্রমে সেই ম্যাচ সহজেই জেতে ভারতীয় শিবির। শ্রীলঙ্কার ক্যান্ডির মাঠে টসে জিতে প্রথমে নেপালকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলো ভারত। চমৎকার শুরুটা করেছিলেন কুশল ভুর্তেল ও আসিফ শেখ। ৬৫ রানের জুটি গড়তে দেখা গিয়েছিলো তাঁদের দুজনকে। গুলশন ঝা, দীপেন্দ্র সিং আইরি’ও বেশ ভালো পারফর্ম করেন। লোয়ার অর্ডারে সেইদিন মন জিতেছিলেন সোমপাল কামি (Sompal Kami)। তাঁর ৫৬ বলে ৪৮ রানের ইনিংস নেপালের ইনিংস পৌঁছে দিয়েছিলো ২২৭-এ। বৃষ্টিবিঘ্নিত খেলায় ভারতের লক্ষ্য দাঁড়িয়েছিলো ২৩ ওভারে ১৪৫ রান। রোহিত শর্মা’র (Rohit Sharma) অপরাজিত ৭৪ ও শুভমান গিলের অপরাজিত ৬৭ রানের ইনিংস ১০ উইকেটের ব্যবধানে বড় জয় উপহার দেয় ভারতকে।

ক্যান্ডির সেই ম্যাচে ব্যাট হাতে ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৮ রানের লড়াকু ইনিংস খেললেও বল হাতে একেবারেই সফল হন নি সোমপাল কামি (Sompal Kami)। মাত্র ২ ওভারের বেশী তাঁর হাতে বল তুলে দেওয়ার সাহস দেখাতে পারেন নি অধিনায়ক রোহিত পউডেল (Rohit Paudel)। ২ ওভারে ১১.৫০ ইকোনমি রেটে ২৩ রান খরচ করেছিলেন তিনি। রোহিত ও শুভমানের দাপুটে ব্যাটিং-এর সামনে রীতিমত অসহায় দেখিয়েছিলো কামি’কে (Sompal Kami)। এমনকি এশিয়ান গেমসে টি-২০ মোকাবিলায় যখন ভারত ও নেপাল মুখোমুখি হয়েছিলো তখনও চার ওভার হাত ঘুরিয়ে ৯.৫ ইকোনমিতে ৩৮ রান খরচ করেছিলেন তিনি। নিয়েছিলেন মাত্র ১ উইকেট। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে পরপর দুইবার ব্যর্থ হলেও ঘরোয়া ক্রিকেটে বল হাতে ঘুরে দাঁড়ালেন সোমপাল কামি। দুরন্ত হ্যাট্রিকে ম্যাচ জেতালেন দলকে।

Read More: SA vs IND: ধরাকে সরা জ্ঞান করতে চাইছে অজিত আগারকার, এই অযোগ্য খেলোয়াড়দের খেলাচ্ছে টেস্টে !!

দুর্দান্ত হ্যাট্রিক করে নায়ক হলেন সোমপাল কামি-

Sompal Kami | Rohit | Image: Getty Images
Sompal Kami | Image: Getty Images

নেপাল প্রো টি-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিলো পরসা ক্লাব একাদশ (Parsa Club XI) ও নেপাল আর্মি (Nepal Army)। প্রথম ব্যাট করছিলো পরসা ক্লাব একাদশ। এই ম্যাচে রোহিত পউডেল (Rohit Paudel), সন্দীপ লমিছানে, কুশল মাল্লাদের মত নেপাল আন্তর্জাতিক দলের বেশ কয়েকজন সদস্যকে মাঠে নামতে দেখা গিয়েছিলো। ইনিংসের গোড়াতে ওপেনার ইমরান শেখের উইকেট নিয়েছিলেন বছর ২৭-এর সোমপাল কামি (Sompal Kami)। এরপর শেষ ওভারের দ্বিতীয় বলে তিনি ফেরান রূপেশ সিং-কে (Rupesh Singh)। ৯ বলে ১৫ রান করে ফেরেন তিনি। সেখানেই থামেন নি সোমপাল। পরের দুই বলেও দুটি উইকেট তুলে নেন তিনি।

সইফুল্লাহ আনসারির (Saifullah Ansari) স্টাম্পে আছড়ে পড়ে তাঁর ডেলিভারি আর ওভারের চতুর্থ বলটি উইকেটের ঠিক সামনে খুঁজে নেয় রঞ্জিত কুমারের (Ranjit Kumar) প্যাড। ৩ ওভার ৪ বলে ২০ রানের বিনিময়ে মোট ৪ উইকেট তুলে নেন সোমপাল। তাঁর দাপটে ৯৯ রানেই গুটিয়ে গিয়েছিলো পরসা ক্লাব (Parsa Club XI)।দুরন্ত বোলিং করেও অবশ্য নেপাল আর্মি ক্লাবকে জয় এনে দিতে পারেন নি সোমপাল কামি (Sompal Kami)। মাত্র ১০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬৮ রানেই গুটিয়ে যায় আর্মি দল। দুর্দান্ত বোলিং করেন সন্দীপ লমিছানে। ৩.২ ওভার হাত ঘুরিয়ে ১৩ রানের বিনিময়ে তিনি তুলে নেন ৩ উইকেট। এছাড়াও ২টি করে উইকেট পান অনিল কুমার শাহ (২/২৬), পবন শরাফ (২/১৫) ও সামসাদ মনসুরি (২/৮)। ১টি উইকেট জমা পড়ে রঞ্জিত কুমারের ঝুলিতে।

সেমিফাইনাল ম্যাচে নেপাল আর্মি দলের হয়ে ২৫ বলে ১৯ রান করেন রোহিত পউডেল (Rohit Paudel)। এছাড়া উল্লেখযোগ্য রান পান নি কেউই। দেশের হয়ে ওডিআই ও টি-২০ ফর্ম্যাট মিলিয়ে ৮০০’র বেশী রান থাকলেও প্রো টি-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ম্যাচে ৩ বলে শূন্য রানের বেশী করতে পারেন নি সোমপাল কামি (Sompal Kami)। আজ দ্বিতীয় সেমিফাইনালে অংশ নিতে চলেছে নেপাল পুলিশ একাদশ ও ওয়ান্ডার্স ক্লাব নয়ডা। জয়ী দল ৩০ তারিখ ফাইনালে মুখোমুখি হবে নেপাল আর্মি দলের।

Also Read: SA vs IND: ধোনির সুপারিশেই টেস্ট দলে এই অযোগ্য খেলোয়াড়কে সুযোগ দিয়েছেন রোহিত, ফল ভুগতে হচ্ছে টিম ইন্ডিয়াকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *