KUMBLE & GAYLE

বিশ্ব ক্রিকেটে সবথেকে জনপ্রিয় লীগ হলো আইপিএল, এই লিগে খেলে এসেছেন একের পর এক মহারথীরা। সামনের মার্চ মাস থেকে শুরু হতে চলেছে আইপিএলের মহা যুদ্ধ, আইপিএলের আগেই একজোট হলেন রথী মহারথীরা। ক্রিস গেইল (Chris Gayle), অনিল কুম্বলে (Anil Kumble) , রবিন উথাপ্পা (Robin Uthappa) , স্কট স্টায়ারিস (Scott Styris) , প্রমুখ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এবং সেখানেই বেছে নিলেন আইপিএলে  ‘সবচেয়ে নিঃস্বার্থ খেলোয়াড়’ । কুম্বলে, গেইল, উথাপ্পা এবং স্টায়ারিসের মত সবাই তাদের পছন্দের নাম দিয়েছেন এবং সেখানে সবাই ধোনিকেই বেছে নেন তো সেইঅর্থে স্পষ্ট ভাবে বিজয়ী হলেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি (MS DHONI)।

আইপিএল ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক হলেন ধোনি

MS DHONI
MS Dhoni is the most successful captain in IPL history

আইপিএল ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংস ও রাইজিং পুনে সুপার জায়ান্টস দলের হয়ে খেলেছেন ও অধিনায়কত্ব করেছেন, চেন্নাই দলের অধিনায়ক হিসেবে আগামী মৌসুমে দেখা যাবে প্রাক্তন ভারত অধিনায়ককে। আইপিএল ২০২৩ মরসুম কয়েক মাস দূরে হতে পারে তবে ধোনি ইতিমধ্যে নতুন মরসুমের জন্য অনুশীলন শুরু করেছেন। এমনকি তাকে নেটে  প্রশিক্ষণ করতেও দেখা গেছে। তার অধিনায়কত্বে চেন্নাই দল ৪ বার আইপিএল ট্রফি জয়লাভ করেছে, অধিনায়ক হিসেবে আইপিএলের মঞ্চে সর্বাধিক ম্যাচ জিতেছেন তিনি। ধোনিকে সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির আগে ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের সাথে দেখা করতে দেখা গেছে।

ধোনির ক্রিকেট ক্যারিয়ার

Ms Dhoni
MS DHONI’S CRICKET CAREER

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা ঘোষণা করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, তবে এখনও চেন্নাই দলের সঙ্গে খেলে চলেছেন বছর ৪০-এর এই তরুণ। ২০২৩ মৌসুমে সম্ভবত ক্যাপ্টেন কুল তার শেষ টি টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল খেলতে চলেছেন, ভারতীয় দলের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলের হয়ে আইসিসির তিনটি ট্রফি জিতে ফেলেছেন, ভারতীয় দলের হয়ে ৯০ টেস্টে ৩৮.০৯ গড়ে ৪৮৭৬ রান করেছেন, ৩৫০ টি ওডিআই খেলে ৫০.৫৮ গড়ে ১০৭৭৩ রান করেছেন, ৯৮ টি টি টোয়েন্টি ম্যাচে ৩৭.৬ গড়ে তিনি করেছেন ১৬১৭ রান এবং আইপিএলে তিনি ৩৯.২ গড়ে ৪৯৭৮ রান করেছেন এবং আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ১০৮ বার ৫০ এর গন্ডি পার করছেন ও ১৬ টি শতরান করেছেন।

Read More: TOP 3: রোহিত শর্মার দলের প্রধান বোলার হলেও, হার্দিক পান্ডিয়ার টিমে জায়গা পেতে ব্যর্থ এই ৩ তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *