মাঠের বাইরে ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) দ্বৈরথ চলছেই। গত বছর এশিয়া কাপ ও ওডিআই বিশ্বকাপ নিয়ে চলেছিলো তরজা। এবার ফোকাসে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসি ক্যালেন্ডার অনুযায়ী পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা টুর্নামেন্ট। কিন্তু ইতিমধ্যেই প্রতিবেশী দেশে যাওয়া নিয়ে আপত্তি জানিয়েছে বিসিসিআই। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে পারছেন না জয় শাহ (Jay Shah), রজার বিনি’রা। আপত্তি রয়েছে কেন্দ্রীয় সরকারেরও। সেই কারণেই নিজেদের ম্যাচগুলি দুবাই বা শ্রীলঙ্কার মত নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চেয়ে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পাকিস্তান যেতে চাইছে না আফগানিস্তানও। যা চাপ বাড়িয়েছে পিসিবি’র উপর। এই জটিল পরিস্থিতিতে ভারত-পাক ক্রিকেটীয় শৈত্য নিয়ে মুখ খুললেন তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। ঘি ঢাললেন বিতর্কে।
Read More: IND vs PAK, Asia Cup 2024: ডাম্বুলাতে পাকিস্তানকে নাস্তানাবুদ করলো টিম ইন্ডিয়া, ৭ উইকেটে ছিনিয়ে নিলো সহজ জয় !!
ভারতের বিরুদ্ধে ভিত্তীহীন অভিযোগ পাকিস্তানের-
গত বছর ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) মঞ্চে বল হাতে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছিলেন টিম ইন্ডিয়ার (Team India) তিন পেসার-মহম্মদ শামি (Mohammed Shami), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও মহম্মদ সিরাজ। ভারতের ব্যাটিং সহায়ক বাইশ গজে যখন অন্যান্য দলের পেসাররা দিশাহারা প্রায়, তখন ভারতীয় পেস ত্রয়ী গতি, স্যুইং ও লাইন-লেন্থের মুন্সীয়ানায় তুলে নিচ্ছিলেন একের পর এক উইকেট। মাত্র ৭ ম্যাচে হাত ঘুরিয়ে ২৪ উইকেট নেন শামি। ২০ উইকেট নিয়েছিলেন বুমরাহ। সিরাজের (Mohammed Siraj) ঝুলিতে জমা পড়ে ১৪ উইকেট। গোটা ক্রিকেটদুনিয়া তাঁদের পারফর্ম্যান্সের তারিফ করলেও ব্যতিক্রম একমাত্র পাকিস্তানের ক্রিকেটমহল। প্রাক্তন পাক ক্রিকেটার হাসান রাজা’র মন্তব্য সেই সময় চমকে দিয়েছিলো সকলকে।
একটি নিউজ চ্যানেলের স্টুডিয়োতে বসে হাসান রাজা (Hasan Raja) দাবী করেছিলেন যে ভারতকে অনৈতিক সুবিধা করে দিচ্ছে আইসিসি। টিম ইন্ডিয়ার পেসারদের একটি বিশেষ বল দেওয়া হচ্ছে। তাতে এমন এক ‘চিপ’ রয়েছে যা অতিরিক্ত স্যুইং করাতে সাহায্য করছে সিরাজ-শামি-বুমরাহদের। এই মন্তব্য হইচই ফেলে দিয়েছিলো ক্রিকেটদুনিয়ায়। এহেন ভিত্তিহীন অভিযোগ করার জন্য গোটা বিশ্বে সমালোচিত হন হাসান রাজা। পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম’ই (Wasim Akram) অন্য একটি টিভি শো’তে তাঁর এই অভিযোগ নস্যাৎ করেছিলেন সেই সময়। তিনি বলেন, “এমন সব হাস্যকর কথাবার্তা বলে নিজের সাথে সাথে দেশের সম্মানও মাটিতে মিশিয়ে দিচ্ছেন। ভেবে কথা বলা প্রয়োজন।”
পাক ক্রিকেটমহলকে নিশানা করলেন শামি-
পাক প্রাক্তনীর সমালোচনা গায়ে মাখেন নি মহম্মদ শামি (Mohammed Shami)। বিশ্বকাপের পরেই একটি বিজ্ঞাপনী সংস্থার অনুষ্ঠানে এসে তিনি জানিয়েছিলেন, “পাকিস্তানের কিছু খেলোয়াড় আমাদের সাফল্য সহ্য করতে পারেন নি। তারা উদ্ভট সব অভিযোগ করেছেন। আমি মোটেই এমনটা করি না। উলটে ‘দুয়া’ করি সকলের সাফল্যের জন্য। আপনি যদি অন্যের সাফল্য উদযাপন করতে পারেন, আপনিই খেলোয়াড় হিসেবে উন্নতি করবেন।” সেই সময় পাশে থাকার জন্য ওয়াসিম আক্রমকে ধন্যবাদ জানাতে ভোলেন নি তিনি। এই ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বর্তমানে ফের মাথাচাড়া দিয়েছে ভারত-পাক (IND vs PAK) বিতর্ক। এই আবহে আবার পড়শি দেশ নিয়ে মুখ খুললেন শামি।
চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) খেলতে ভারত আদৌ পাকিস্তান যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ২০২৩-এর এশিয়া কাপের মত ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) হাইব্রিড মডেল চাইছে না পাক বোর্ড। কোথাকার জল কোথায় দাঁড়ায় সেদিকে তাকিয়ে সকলে। এমতাবস্থায় তাৎপর্যপূর্ণ মন্তব্য মহম্মদ শামি’র (Mohammed Shami)। ভারতীয় তারকা পেসার জানান, “পাকিস্তানীরা আমাদের নিয়ে কখনও খুশি থাকতে পারে না আর কখনও থাকতে পারবেনও না (ভবিষ্যতে)। আপনাদের বোলাররা স্যুইং করালে সেটা দক্ষতা আর আমরা করলে নাকি বলবিকৃতি।” বাংলার পেসারের নিশানায় যে বিশ্বকাপের সময় হাসান রাজার (Hasan Raja) করা সেই বিতর্কিত মন্তব্য তা বুঝে নিতে সমস্যায় হয় নি কারও। একইসাথে পরিষ্কার হয়ে গিয়েছে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের অবনতির বিষয়টি।