MI vs SRH, Match-55, Toss Report in Bengali: টস জিতলো মুম্বই, প্লে-অফের টিকিট কনফার্ম করতে SRH দলে এন্ট্রি নিলেন এই ম্যাচ উইনার !! 1

IPL 2024: জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম মঞ্চ। আজকের ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (MI vs SRH)। আইপিএল ইতিহাসে দুই জনপ্রিয় দল আজ দ্বিতীয়বারের জন্য মুখোমুখি হচ্ছে এই সিজনে। প্রথম দুই দল যখন মুখোমুখি হয়েছিল তখন রানের বৃষ্টি দেখা গিয়েছিল দুই দলের থেকেই। তবে আজকের ম্যাচটি হতে চলেছে সম্মানের লড়াই, বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ান্স’এর কাছে। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ২০২০ সালের পর থেকে এখনো পর্যন্ত আইপিএলে সেই রূপে প্রদর্শন দেখাতে ব্যর্থ হয়েছে।

চলতি সিজনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পরে মুম্বাই ইন্ডিয়ান্স টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে মুম্বাই দলের প্রদর্শন অনেকটা বিগড়ে গিয়েছে। পয়েন্ট তালিকার বিচারে চতুর্থ স্থানে রয়েছে সানরাইজার্স এবং একেবারে শেষের পর্যায়ে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দুই দলের প্রথম সাক্ষাতে সানরাইজার্স হায়দ্রাবাদ ২৭৭ রানের একটি পাহাড় সমান রান খাড়া করেছিল।

মুম্বাইয়ের বিরুদ্ধে আজকের ম্যাচটি মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। দুই দল চাইবে একটি করে জয় সুনিশ্চিত করে আগামীর জন্য এগিয়ে থাকতে। যদিও মুম্বাইয়ের কাছে হারার মতো কিছুই নেই। তারা উজাড় হয়ে খেলতে চাইবে তাদের বাঁকি তিনটি ম্যাচ। যদিও, হায়দ্রাবাদের কাছে আজকের এই ম্যাচটি বড় চ্যালেঞ্জ হতে চলেছে। প্লে অফের টিকিট কনফার্ম করতে মুম্বইয়ের বিরুদ্ধে তাদের জয় আবশ্যক।

Read More: টি-২০ বিশ্বকাপে নাশকতার হুমকি, অভিযোগের আঙুল উঠছে পাকিস্তানের দিকে !!

MI vs SRH, IPL 2024 MATCH 55, WEATHER AND PITCH REPORT

World cup 2023, ipl 2024
Wankhede Stadium | Image: Getty Images

আজকের ম্যাচটি মুম্বাইয়ের বিখ্যাত ওয়ানখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। মাঠটি তুলনামূলক ছোট হওয়ার কারণে এখানে রানের পাহাড় লক্ষ্য করা গিয়েছে বিগত কয়েকটি ম্যাচ ধরেই। তবে মুম্বাই তাদের গত ম্যাচটি কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে খেলেছিল, যেখানে কেবলমাত্র ১৬৯ রানে কলকাতাকে আটকে দিলেও মুম্বাই সেই রান তাড়া করতে গিয়ে ব্যর্থ হয়। মুম্বাইয়ের এই মাঠে প্রথম ইনিংসে গড় স্কোর হলো ১৯৬ এবং দ্বিতীয় ইনিংসে এই মাঠের গড় স্কোর হল ২১০। অধিনায়ক টসে জিতে এখানে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবেন। আজ মুম্বাইতে সর্বাধিক ৩৪ ডিগ্রি তাপমাত্রা থেকেছে যেটি ম্যাচ চলাকালীন ২৮ ডিগ্রিতে নেমে আসবে। বাতাসে ৫৫ শতাংশ আপেক্ষিক আদ্রতা থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া দপ্তর, পাশাপশি ২৩ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এখানে বাতাস বইবে। বৃষ্টিপাত হওয়ার কোন সম্ভাবনা নেই যার ফলে ভক্তরা এক গুরুত্বপূর্ণ ম্যাচের সাক্ষী থাকতে চলেছে।

টস জিতে অধিনায়কদের মন্তব্য

হার্দিক পান্ডিয়া

আমরা প্রথমে বল করতে চাই। উইকেট তরতাজা লাগছে। নতুন বলে কিছু সুবিধা থাকতে পারে, সেটা কাজে লাগাতে চাই। অভিষেক হচ্ছে আনশুল কামভোজের। আমরা ভক্তদের জন্য ও আমাদের গর্বের জন্য খেলতে চাই।

প্যাট কামিন্স

আগরওয়ালকে দলে ফিরিয়েছেন, তিনে ব্যাটিং করবেন তিনি। শিশির এখানে একটা বড় ফ্যাক্টর, কিন্তু আমরা ভালো ব্যাটিং করছি। চারটি ম্যাচ বাকি আছে, সম্ভবত এর মধ্যে দুটি জিততে হবে। তবে আমরা সামনের কথা ভাবতে চাইনা।

MI vs SRH, IPL 2024, MATCH 55 দুই দলের একাদশ

মুম্বই ইন্ডিয়ান্স

ইশান কিশান (WK), রোহিত শর্মা, নমন ধীর, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ড্য (C), টিম ডেভিড, আনশুল কাম্বোজ, পীযূষ চাওলা, জাসপ্রিত বুমরাহ, নুয়ান থুশারা। [ইমপ্যাক্ট প্লেয়ার- নেহাল ওয়াধেরা]

সানরাইজার্স হায়দ্রাবাদ

অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, মায়াঙ্ক আগরওয়াল, নীতীশ রেড্ডি, হেনরিক ক্লাসেন (WK), আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, মার্কো জানসেন, প্যাট কামিন্স (C), ভুবনেশ্বর কুমার, টি নটরাজন। [ ইমপ্যাক্ট প্লেয়ার – মায়ঙ্ক মারকান্ডে]।

Read Also: IPL 2024: এখনও প্লে-অফ খেলতে পারে মুম্বই ইন্ডিয়ান্স,টিমটিম করে জ্বলছে আশার আলো!!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *