mahmudullah-riyad-retires-from-cricket
xr:d:DAFrX_taHtU:334,j:4171865653765541170,t:23101913

এক মাসব্যপী জমজমাট লড়াইয়ের পর অবশেষে যবনিকা পড়েছে টি-২০ বিশ্বকাপে। দীর্ঘ অপেক্ষার শেষে খেতাব হাতে পেয়েছেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা’রা। এগারো বছর আইসিসি ট্রফির জন্য চাতকের প্রতীক্ষা করতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তাই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এই খেতাব জয় অত্যধিক স্পেশ্যাল ‘মেন ইন ব্লু’র কাছে। এই টুর্নামেন্টকে ক্রিকেটের একটা যুগের অবসান ইতিমধ্যেই বলতে শুরু করে দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রথম পর্বে নিউজিল্যান্ড ছিটকে যাওয়ার পর ট্রেন্ট বোল্ট সরে দাঁড়িয়েছিলেন ক্রিকেট থেকে। কেন উইলিয়ামসন, টিম সাউদীরাও ধোঁয়াশা বাড়িয়েছিলেন তাঁদের কেরিয়ার নিয়ে। আন্দ্রে রাসেল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন বলে ভাসছে খবর। ইতিমধ্যেই টি-২০ থেকে সরে দাঁড়িয়েছেন কোহলি (Virat Kohli), রোহিত, জাদেজারা। সেই অবসরের ট্রেন্ডে এবার যোগ দিলেন বাংলাদেশের মাহমুদুল্লাহও।

Read More: U-টার্ন দীনেশ কার্তিকের, অবসর ভেঙে চমকপ্রদ প্রত্যাবর্তন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে !!

সরে দাঁড়িয়েছেন বিরাট-রোহিত-জাদেজা-

Rohit Sharma and Virat Kohli | কোহলি । Image: Getty Images
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

গত শনিবার টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। সাফল্যের সোনালী আভা গায়ে মেখে ক্রিকেটের ক্ষুদ্রতুম ফর্ম্যাটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন একঝাঁক ভারতীয় মহাতারকা। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। পুরষ্কার নিতে এসে হর্ষ ভোগলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে দেশের হয়ে শেষ টি-২০ ম্যাচ তিনি খেলে ফেলেছেন। দৃপ্ত কন্ঠে ‘কিং’ কোহলি জানিয়ে দিয়েছিলেন যে তিনি মনে করেন আগামী প্রজন্ম এবার টি-২০ ক্রিকেটে দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে প্রস্তুত। মাঠে ইয়ান বিশপ’কে দেওয়া সাক্ষাৎকারে অবসরের প্রসঙ্গ না তুললেও পরে সাংবাদিক সম্মেলনে টি-২০’কে বিদায় জানানোর গুঞ্জনে সিলমোহর দেন রোহিত শর্মা’ও (Rohit Sharma)। তৃপ্ত অধিনায়ক ট্রফি জিতেই সরছেন বলে জানিয়ে দেন।

রোহিত বলেন, এটা আমারও শেষে টি-২০ ম্যাচ। সরে দাঁড়ানোর জন্য এর থেকে ভালো সময় আর হতে পারে না। আমি প্রতিটা মুহূর্ত দারুণভাবে উপভোগ করেছি। এই ফর্ম্যাট দিয়েই টিম ইন্ডিয়াতে আমার পথচলা শুরু হয়। আমি এই কাপ’টা জিততে চেয়েছিলাম খুব বেশী করে। মরিয়া ছিলাম এই খেতাবটা জিততে। আমি তৃপ্ত যে শেষমেশ বাধাটুকু অতিক্রম করতে পেরেছি।“কোহলির-রোহিতের ঘোষণার পরের দিন, অর্থাৎ রবিবার নিজের ইন্সটাগ্রামে দলকে ট্রফি জয়ের শুভেচ্ছা জানানোর পাশাপাশি টি-২০ কেরিয়ারে দাঁড়ি টানার খবর সামনে আনেন জাদেজা’ও (Ravindra Jadeja)। লেখেন, হৃদয়ভরা কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক টি-২০’কে বিদায় জানাচ্ছি। একটি গর্বিত অশ্বের মত আমি যখনই দেশের হয়ে মাঠে নেমেছি তখনই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। অন্যান্য ফর্ম্যাটগুলিতে তেমনটাই করে যাবো ভবিষ্যতে।“

অবসরে মাহমুদুল্লাহ রিয়াদ-

Mahmudullah Riyad | বিরাট | Image: Getty Images
Mahmudullah Riyad | Image: Getty Images

ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার টি-২০ অবসরের পর যখন শোকের ছায়া, তখন বিদায়ের বিষাদ সুর বাজছে পড়শি বাংলাদেশেও। টি-২০ বিশ্বকাপ মিটতেই আন্তর্কজাতিক ক্রিকেটের সব ফর্ম্যাটকেই বিদায় জানানোর ঘোষণা করলেন মাহমুদুল্লাহ রিয়াদ’ও (Mahmudullah Riyad)। দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে বাংলাদেশের জার্সিতে বহু স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন তিনি। ৫০টি টেস্ট খেলেছেন তিনি। করেছেন ২৯১৪ রান। রয়েছে ৫টি শতরান ও ১৬টি অর্ধশতক। এছাড়া ওডিআই ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ২৩২ ম্যাচে ৫৩৮৬ রান। ৪টি শতরান ও ২৮টি অর্ধশতক করেছেন তিনি। টি-২০ ফর্ম্যাটে ১৩৮ ম্যাচে তাঁর সংগ্রহ ২৩৮৪ রান। ৮টি অর্ধশতরানও করেছেন তিনি। টেস্ট, ওডিআউই ও টি-২০ ফর্ম্যাটে যথাক্রমে ৪৩, ৮২ ও ৪০টি উইকেটও নিয়েছেন তিনি।

গত বছরের ওডিআই বিশ্বকাপে (ICC World Cup) ভালো পারফর্ম্যান্স করকেও সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে বিশেষ ছন্দে ছিলেন না মাহমুদুল্লাহ (Mahmudullah Riyad)। দেশে-বিদেশে সমালোচনার মুখে পড়েছিলেন ৩৯ বছর বয়সী ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে বাংলাদেশ জার্সিকে বিদায় জানানোর কঠিন সিদ্ধান্তই তাই নিলেন তিনি। বিদায়বেলায় তাঁর দেড় দশকের ক্রিকেটজীবন থেকে সেরা মুহূর্ত বাছতে গিয়ে অনেকেই বেছে নিচ্ছেন ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শাকিব আল হাসানের সাথে তাঁর ২২৪ রানের জুটির কথা। মাহমুদুল্লাহ’র অবসরে একটা যুগের অবসান হলো, মানছেন বাংলাদেশী ভক্তরা। তামিম, মাশরাফি’রা আগেই সরেছেন, আজ মাহমুদুল্লাহ সরে যাওয়ায় বাংলাদেশের বিখ্যাত পঞ্চপাণ্ডবের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে রইলেন কেবল মুশফিকুর রহিম ও শাকিব আল হাসান (Shakib Al Hasan)।

Also Read: T20 World Cup: ট্রফি জিতেও রক্ষা নেই, ভারতীয় খেলোয়াড়দের নামে FIR দায়ের UP পুলিশের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *