LSG vs KKR, Match-54, Toss Report in Bengali: টসে জয় লক্ষ্ণৌ'র, আজ প্লে-অফ নিশ্চিত করার লড়াই নাইট রাইডার্সের 1

IPL 2024: লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে আজ যুদ্ধ সুপারজায়ান্টস বনাম নাইটদের (LSG vs KKR)। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স সহজেই হারিয়ে দিয়েছিলো লক্ষ্ণৌর সুপারজায়ান্টসদের। আজ নিজেদের ঘরের মাঠে লক্ষ্ণৌ ‘আদাব সে’ কলকাতাকে হারাতে পারে নাকি নিজেদের দুরন্ত ফর্ম ধরে রেখে আরও একটা জয় ছিনিয়ে নেন সুনীল নারাইন, আন্দ্রে রাসেল-রা, নজর থাকবে সেই দিকে। আজ জিতলে নাইট রাইডার্সের সামনে রাজস্থান রয়্যালসকে সরিয়ে লীগ তালিকার মগডালে জায়গা করে নেওয়ার সুযোগ থাকবে। অন্যদিকে আজকের ২ পয়েন্ট লক্ষ্ণৌকেও পৌঁছে দেবে ১৪ পয়েন্টে। নেট রান রেটের নিরিখে পিছিয়ে থাকলেও পয়েন্টের হিসেবে কলকাতাকে ধরে ফেলবে তারা। শেষমেশ কোন পক্ষ বাজিমাত করে তা দেখতে মুখিয়ে ক্রিকেটজনতা।

Read More: IPL 2024; পাঞ্জাবের হয়ে দুর্দান্ত বোলিং চাহার-হর্ষলের, ১৬৭ রানেই থামলো চেন্নাই সুপার কিংস !!

IPL ম্যাচের সময়সূচি-

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) বনাম কলকাতা নাইট রাইডার্স (KKR)

ম্যাচ নং- ৫৪

তারিখ- ০৫/০৫/২০২৪

ভেন্যু- ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়াম, লক্ষ্ণৌ

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Lucknow Pitch and Weather (পিচ ও আবহাওয়া রিপোর্ট)-

BRSAVB Ekana Stadium | LSG vs KKR | Image: Twitter
BRSAVB Ekana Stadium | Image: Twitter

আজ লক্ষ্ণৌ সুপারজায়ান্টস বনাম কলকাতা নাইট রাইডার্স দ্বৈরথ আয়োজিত হবে একানা স্টেডিয়ামের বাইশ গজে। চলতি আইপিএলে অন্যান্য শহরে রানের ইমারত উঠলেও নবাবের শহরে বিশাল স্কোর বিশেষ দেখা যায় নি। একানা স্টেডিয়ামে এখনও অবধি একবারও ২০০’র গণ্ডীও পেরোতে পারে নি কোনো দল। এখানে পিচ সাধারণত মন্থর হয়। পিচে পড়ে বল খানিক থমকে ব্যাটে আসে। যার ফলে শট মারা সহজ হয় না। এখানে গতির তারতম্য করে সফল হওয়া যায়। সফল হতে পারেন স্পিনাররাও। এখনও অবধি ১৩ আইপিএল ম্যাচের মধ্যে ৬টিতে প্রথমে ব্যাট করে ও ৬টিতে রান তাড়া করে জয় এসেছে। একটি ম্যাচ থেকেছে অমীমাংসিত।

রবিবার উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪২ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা অবশ্য হতে পারে ২৬ ডিগ্রী সেলসিয়াস। আজ নবাবের শহরে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ১৭ শতাংশ। এছাড়া খেলা চলাকালীন ১৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। একই সাথে স্বস্তির খবরও জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুসারে আজ লক্ষ্ণৌতে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ-

LSG vs KKR | Image: Getty Images
LSG vs KKR | Image: Getty Images

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)-

কে এল রাহুল (অধিনায়ক/উইকেটরক্ষক), অ্যাস্টন টার্নার ✈, দীপক হুডা, মার্কাস স্টয়নিস ✈, নিকোলাস পুরান ✈, আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ডিয়া, রবি বিষ্ণোই, মহসীন খান, নবীন উল হক ✈, যশ ঠাকুর.

বিকল্প- সিদ্ধার্থ মণিমরণ, দেবদত্ত পাডিক্কাল, আর্শিন কুলকার্ণি, যুধবীর সিং চরক, কৃষ্ণাপ্পা গৌতম।

কলকাতা নাইট রাইডার্স (KKR)-

ফিল সল্ট (উইকেটরক্ষক) ✈, সুনীল নারাইন ✈, অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল ✈, মিচেল স্টার্ক ✈, হর্ষিত রাণা, বরুণ চক্রবর্তী।

বিকল্প- কে এস ভরত, মনীশ পাণ্ডে, অনুকূল রয়, বৈভব আরোরা, শেফরেন রাদারফোর্ড ✈।

*✈-বিদেশী ক্রিকেটার

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

কে এল রাহুল-

আমরা প্রথমে বোলিং করবো। আমি উইকেট দেখে বোঝার ক্ষেত্রে সেরা নই। আমরা কেবল রান তাড়া করতে পছন্দ করি। আমরা বিভিন্ন পরিস্থিতির সাথে দ্রুত ও দারুণ ভাবে মানিয়ে নিতে সক্ষম হয়েছি, সেটাই ভালো বিষয়। কিছু দুর্দান্ত ব্যক্তিগত পারফর্ম্যান্সও দেখা গিয়েছে আমাদের জন্য। স্ট্রাইক রেট নিয়ে এখন অনেক কথা হয়। আমি মনে করি টি-২০ ক্রিকেটে গত কয়েক বছরে অনেক বদল এসেছে। মায়াঙ্ক যাদব আগের ম্যাচে আহত হয়েছিলো, ওর জায়গায় যশ ঠাকুর খেলছে।

শ্রেয়স আইয়ার-

আমরাও প্রথমে বোলিং-ই করতাম। ১৭০ রানের লক্ষ্য মাত্র পাঁচ বোলার নিয়ে ওয়াংখেড়েতে রক্ষা করতে পারা নিঃসন্দেহে আমাদের আত্মবিশ্বাস যুগিয়েছে। আমরা দল একই রাখছি। আশা করছি ফর্মও একই রকম থাকবে। স্টার্ক শুরু থেকেই ইতিবাচক ছিলো। কেবল সঠিক কাজটা করে উঠতে পারছিলো না। ভেঙ্কটেশ আইয়ারের চারিত্রিক দৃঢ়তা অসাধারণ। ও’ও সেরাটা দিতে পেরেছে। তবে আমাদের বাস্তবে থাকতে হবে।

LSG vs KKR, টস রিপোর্ট-

ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে টসে জিতে বোলিং বেছে নিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস।

Also Read: IPL 2024: “ও আর খেলতে পারবে না…” শুরু হওয়ার আগেই শেষ কেরিয়ার, আইপিএল ও টি-২০ বিশ্বকাপের বাইরে তরুণ ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *