latif-backs-pak-team-after-t20-wc-exit

২০০৯-এর চ্যাম্পিয়ন, ২০০৭ ও ২০২২-এর টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) রানার্স-আপ পাকিস্তান (PAK)। এবারও টুর্নামেন্টের অন্যতম ‘ফেভারিট’ হিসেবে শুরু করেছিলো তারা। আত্মবিশ্বাস সঙ্গী করেই মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে পৌঁছেছিলেন বাবর আজম (Babar Azam), শাহীন শাহ আফ্রিদিরা। কিন্তু ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়তে হয় তাদের। নবাগত আমেরিকার বিরুদ্ধে সুপার ওভারে গড়ায় খেলা। মহম্মদ আমিরের অনিয়ন্ত্রিত বোলিং-এর ফায়দা তুলে জয় ছিনিয়ে নেয় মার্কিনীরা। দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের (IND) বিরুদ্ধেও হতাশা সঙ্গী করেই মাঠ ছাড়ে তারা। হারে ৬ উইকেটে। এরপরেই বিদায়ের আশঙ্কা গ্রাস করেছিলো ‘মেন ইন গ্রিন’কে। ক্রিকেটের আকাশে আমেরিকার উত্থান শেষমেশ ছিটকে দেয় পাকিস্তানকে।

Read More: ভারত নয়, বরং সাজঘরের অশান্তিই হলো ‘পথের কাঁটা’ পাকিস্তানের, গৃহযুদ্ধে হাতছাড়া হলো বিশ্বকাপ !!

পাকিস্তান শিবিরের পাশে দাঁড়ালেন লতিফ-

Pakistan Cricket Team | T20 World Cup | Image: Getty Images
Pakistan Cricket Team | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) গ্রুপ পর্বেই বিদায় নেওয়ার পর যখন গোটা ক্রিকেটদুনিয়া পাক ক্রিকেটারদের সমালোচনায় মুখর, দলের অভ্যন্তরের গোষ্ঠী দ্বন্দ্বের খবর আসছে সামনে, তখন সম্পূর্ণ বিপরীত পথে হেঁটে বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের পাশেই দাঁড়ালেন প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার রশিদ লতিফ (Rashid Latif)। দলের হতশ্রী পারফর্ম্যান্স বিশ্লেষণ করতে বসে তিনি টেনে আনলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির (Virat Kohli) নামও। লতিফ বলেন, “সবকিছুর জন্যই পাকিস্তানের খেলোয়াড়দের দোষারোপ করে কোনো লাভ নেই। ওরা ভালোই খেলেছে। তবে পিচের চরিত্রের জন্যই কার্যকরী হতে পারে নি ওরা। ভারত ও আমেরিকার বিরুদ্ধে ম্যাচদুটো জেতা উচিৎ ছিলো। কিন্তু পরিস্থিতি ওদের হাতে ছিলো না। বিরাট কোহলিও তো রান করতে পারে নি।”

নিউ ইয়র্কের মাঠে সত্যিই রান পান নি কোহলি (Virat Kohli)। তিন ম্যাচে তাঁর সংগ্রহ ১, ৪ ও ০। তবে পাকিস্তানের ব্যর্থতাকে তা দিয়ে বিশ্লেষণ আদৌ করা যায় কিনা সে প্রশ্ন রয়েই গিয়েছে। রশিদ লতিফ (Rashid Latif) সাক্ষাৎকারে দুষেছেন আয়োজক সংস্থাকে। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে জানান, “খুব বেশী অর্ধশতকও চোখে পড়ে নি। আফগানিস্তানের মত দলের বিপক্ষে একটাও অর্ধশতক আসে নি। একজন ব্যাটার যদি অর্ধশতক করে তাহলে অধিকাংশ ক্ষেত্রেই সেই দল জেতে। ঋষভ পন্থ ৪২ করায় ভারত হারাতে পেরেছিলো পাকিস্তানকে বিশ্বকাপের জন্য পরিবেশ, পরিস্থিতি মোটেই আদর্শ নয়। সুপার ওভারে আমেরিকাকে হারাতে পারে নি পাকিস্তান। ভারতের বিরুদ্ধে তাড়া করতে পারে নি ১২০ রান।”

T20 বিশ্বকাপে আজ পাক দলের শেষ ম্যাচ-

Pakistan Cricket Team | T20 World Cup 2024 | Image: Getty Images
Pakistan Cricket Team | Image: Getty Images

১৪ তারিখ আমেরিকা যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড (USA vs IRE) ম্যাচটি ভেস্তে যাওয়ার পরেই টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিলো পাকিস্তানের। চার ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নিয়েছিলো মার্কিন যুক্তরাষ্ট্র। ছিটকে গেলেও এখনও মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে দেশে ফেরার বিমান ধরেন নি বাবর আজম’রা (Babar Azam)। আজ অর্থাৎ ১৬ জুন তাদের গ্রুপ পর্বে শেষ ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এই মুহূর্তে ২ পয়েন্ট নিয়ে গ্রুপে চতুর্থ স্থানে রয়েছে পাক শিবির। আজ আইরিশদের হারাতে পারে ৪ পয়েন্টে পৌঁছবেন বাবর-রিজওয়ানরা। উঠে আসবেন তৃতীয় স্থানে। গত দুই দিন ফ্লোরিডাতে আবহাওয়ার কারণে ভেস্তে গিয়েছে দুটি ম্যাচ। আজ আদৌ খেলা শুরু করা যাবে কিনা চিন্তা থাকছে তা নিয়ে।

 Also Read: বিশ্বকাপের মাঝে ইন্ডিয়ার সাথ ছাড়লেন রাহুল দ্রাবিড়, এই দলের নিলেন দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *