“আমার মনে হয় না…” গম্ভীরের কোচের পদে বসা নিয়ে বিস্ফোরক অনিল কুম্বলে !! 1

ভারতীয় দলের (Team India) পরবর্তী কোচ কি গৌতম গম্ভীর (Gautam Gambhir)? এই প্রশ্নেরই এখন উত্তর খুঁজে চলেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। দিনকয়েক আগেই রাহুল দ্রাবিড় (Rahul Dravid) জানিয়ে দিয়েছেন যে দ্বিতীয় বার কোচের আসনে বসার আবেদন করেন নি তিনি। ব্যক্তিগত কারণে জাতীয় দলের সাথে থাকা আর সম্ভব হচ্ছে না তাঁর জন্য। ফলে নতুন কেউ যে নিযুক্ত হবেন তা নিশ্চিত। প্রথম যখন জয় শাহ (Jay Shah), রজার বিনি’রা কোচের পদের জন্য আবেদনপত্র প্রকাশ করেছিলেন, তখন হাওয়ায় ভাসছিলো রিকি পন্টিং (Ricky Ponting), অ্যান্ডি ফ্লাওয়ারদের মত বিদেশীদের নাম। পরে অবশ্য দৌড়ে অনেকখানি এগিয়ে যান গম্ভীরই। আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্স (KKR) মেন্টর হিসেবে তাঁর সাফল্য ‘হট ফেভারিট’ করে তুলেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে।

আইপিএল ফাইনালের দিন বিসিসিআই সচিব  জয় শাহ ও নাইট রাইডার্স (KKR) মেন্টর গম্ভীর’কে (Gautam Gambhir) আলাদা করে কথা বলতে দেখা যায়। সম্প্রতি মধ্যপ্রাচ্যের একটি অনুষ্ঠানে ভারতীয় দলের কোচ হওয়া নিয়ে প্রশ্নের উত্তরে ২০১১ বিশ্বকাপ ফাইনালের নায়ক জানান যে “দেখুন আমার ভারতীয় দলকে কোচিং করাতে ভালোই লাগবে। জাতীয় দলকে প্রশিক্ষণ দেওয়ার চেয়ে বড় সম্মানের কিছুই নেই।” এরপরে জল্পনার পরিমাণ আরও বাড়তে থাকে। এর মধ্যেই বোর্ড ঘনিষ্ট এক আইপিএল  ফ্র্যাঞ্চাইজি মালিক ক্রিকবাজকে জানিয়ে দেন যে চূড়ান্ত হয়ে গিয়েছে গম্ভীরের নাম। খবরে মান্যতা দেন এক বর্ষীয়ান ধারাভাষ্যকার’ও। দ্রাবিড় অধ্যায় পিছনে ফেলে জুলাই থেকে শুরু হতে পারে ‘গুরু গম্ভীর’ যুগ। তার আগে তাঁর নিয়োগ নিয়ে মুখ খুললেন কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে (Anil Kumble)।

Read More: টিম ইন্ডিয়ার অন্দরে অশান্তির কালো মেঘ, বাদ পড়েই রোহিতকে ‘অপমান’ শুভমান গিলের !!

সময় দিতে হবে গম্ভীরকে, বলছেন কুম্বলে-

Gautam Gambhir | Image: Getty Images
Gautam Gambhir | Image: Getty Images

ভারতীয় দলের কোচের হটসিটে গম্ভীরের (Gautam Gambhir) বসা নিয়ে ইতিমধ্যেই উত্তাল ক্রিকেটমহল। দিনকয়েক আগে রেভ স্পোর্টসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। নাইট রাইডার্স মেন্টরকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “ও আদৌ আবেদন করেছে কিনা তা আমি জানি না। তবে যদি করে থাকে তাহলে বলবো যে ও একজন যোগ্য প্রার্থী। প্যাশনেট, ও সৎ… খেলাটার সম্পর্কে ওর ধারণা পরিষ্কার। আইপিএলে নাইট রাইডার্সের সাথে সাফল্য পেয়েছে। একজন ভারতীয় কোচের যা যা গুণ থাকা প্রয়োজন, সবই গৌতমের মধ্যে রয়েছে।” এছাড়াও বলেন, “গৌতম (গম্ভীর) একজন দারুণ কোচ হতে পারেন। ওর চারিত্রিক দৃঢ়তা রয়েছে, ক্রিকেটমস্তিষ্কও তুখোড়।”

সৌরভের সুরেই সুর মেলালেন অনিল কুম্বলে (Anil Kumble)। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, “ওকে সময় দিতে হবে। ও অবশ্যই যোগ্য। আমরা গৌতমকে দল সামলাতে দেখেছি। ও অধিনায়ক ছিলো ভারতের, ওর ফ্র্যাঞ্চাইজির, দিল্লীর। ওর যাবতীয় যোগ্যতা অবশ্যই রয়েছে।” তবে একইসাথে প্রাক্তন সতীর্থের জন্য সাবধানবাণীও শুনিয়েছেন তিনি। একসময় নিজে ভারতের কোচিং করেছেন কুম্বলে। সেই অভিজ্ঞতা থেকেই জানান, “ভারতের কোচিং করা অবশ্যই খানিক আলাদা। তাই ওকে সময় দিতেই হবে মানিয়ে নেওয়ার জন্য। যদি ও দায়িত্ব পায় তাহলে কেবল বর্তমান খেলোয়াড়দের সামলানোই না, সাথে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের দিকেও তাকাতে হবে ওকে।”   

কোহলি-রোহিতদের সামলানোর টোটকা দিলেন কুম্বলে-

Anil Kumble | Gautam Gambhir | Image: Twitter
Anil Kumble | Image: Twitter

২০১৭ সালে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বর্তমান ভারতীয় দলের একাধিক মহাতারকা ক্রিকেটারের সাথে দীর্ঘদিন খেলোয়াড় হিসেবে ড্রেসিংরুম ভাগ করে নিয়েছেন তিনি। এখন তাঁদেরই কোচ হওয়া কি সুবিধা করে দেবে তাঁকে? নাকি ফেলবে মুশকিলে? অনুষ্ঠানের সঞ্চালকের তরফে এই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় কুম্বলের (Anil Kumble) উদ্দেশ্যে। ভারতের সফলতম বোলার অবশ্য এই বিষয়টিকে বিশেষ আমল দিতে রাজী নন। তিনি জানিয়েছেন, “আজকের দিনে আপনি কোনো কোনো ভাবে গোটা কাঠামোটার সাথে জড়িতই থাকেন। হয় আপনি ওদের (বর্তমান ক্রিকেটারদের) সাথে খেলেছেন, অথবা তাঁদের সঙ্গে যোগাযোগ রয়েছে কোনো না কোনো সূত্রে। আমার মনে হয় না এটা বিশেষ বড় ব্যপার।”

গম্ভীরের নিয়োগে এখনও সরকারী সিলমোহর দেয় নি বিসিসিআই। কোনো রকম সাক্ষাৎকার হয়েছে বলেও খবর নেই সংবাদমাধ্যমের কাছে। কোচ নির্বাচন নিয়ে তাই প্রাক্তন লেগস্পিনারের সংযোজন, “প্রার্থীকে বেছে নেওয়ার সময় আমাদের কে কবে কার সাথে খেলেছে বা কার সাথে কার ব্যক্তিগত স্তরে সম্পর্ক রয়েছে তা মাথায় রাখা কখনই উচিৎ নয়। সেটা কাউকে সুযোগ দেওয়া বা সুযোগ না দেওয়ার মাপকাঠি হতে পারে। আমার মনে হয় একজন যোগ্য কাউকে বেছে নিতে হবে, দেখতে হবে সে দলের জন্য কি করতে পারছে। এমন কাউকে বেছে নিতে হবে যাঁর সেই যোগ্যতা ও মানসিক দৃঢ়তা রয়েছে চাপ সামলানোর। যে কিনা কঠিন সিদ্ধান্ত নিতে পারেন।” কোহলির সাথে মতানৈক্যের জেরে ২০১৭ সালে পদ হারিয়েছিলেন কুম্বলে। সাক্ষাৎকারের শেষ অংশে সেই দিকেই ইঙ্গিত করেছেন তিনি, মনে করছেন অনেকে।

Also Read: বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই আলবিদা ঘোষণা করলেন এই দুই পাকিস্তানি প্লেয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *