IPL 2024

IPL 2024: ২০১২ এবং ২০১৪ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) খেতাব জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় দশটা বছর। কিন্তু একবার সাফল্য ধরা দেয় নি নাইট (KKR) শিবিরের হাতে। বেশ কয়েকবার প্লে-অফের গণ্ডী টপকেছে দল। ২০২১ সালে পৌঁছেছে ফাইনালেও, কিন্তু সেরার শিরোপা জোটে নি কপালে। দ্বিতীয় ট্রফির দশ বছর পূর্তিতে তাই খেতাব নিশ্চিত করতে মরিয়া বেগুনি-সোনালী ব্রিগেড। আগামী আইপিএলের আসর বসতে পারে ২০২৪-এর এপ্রিল-মে মাসে। তার আগে ইতিমধ্যেই বড় চমক দিয়ে দিয়েছে নাইট রাইডার্স শিবির। লক্ষ্ণৌ থেকে ছিনিয়ে এনেছে গৌতম গম্ভীরকে। প্রাক্তন অধিনায়ক এবার থাকছেন ‘মেন্টর’ হিসেবে। দলগঠনে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় কলকাতা।

গতবছরের মিনি নিলাম হয়েছিলো কেরলের কোচি শহরে। কিন্তু চলতি বছরের ১৯ ডিসেম্বরে যে ‘মিনি’ নিলামের আসর বসার কথা রয়েছে, তা আয়োজিত হতে পারে দুবাইতে। বাজিমাত করতে মরিয়া ভেঙ্কি মাইশোর (Venky Mysore), শাহরুখ খান’রা (Shah Rukh Khan)। গত মরসুমে দল গঠনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা গিয়েছিলো। অকশন পার্সে প্রয়োজনীয় অর্থ না থাকায় তারকা ক্রিকেটারদের পিছনে ছুটতে পারে নি কলকাতা (KKR)। এবার স্ট্র্যাটেজি বদলে নিলামের টেবিলে বসতে পারে দুবারের চ্যাম্পিয়নরা। গত বছরের পারফর্ম্যান্সের ভিত্তিতে একাধিক তারকা ক্রিকেটারকে নিলামের আগে ছেড়ে দিতে পারে তারা। বদলে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে এক শক্তিশালী দল গঠন লক্ষ্য হবে নাইটদের।

Read More: IPL 2024: ভারতীয় দলের কোচ হিসেবে নয় বরং আইপিএলে এই দলের দায়িত্ব নিতে চলেছেন রাহুল দ্রাবিড় !!

আগামী IPL-এ ধারাবাহিকতার সন্ধানে KKR-

Kolkata Knight Riders | IPL 2024 | Image: Getty Images
Kolkata Knight Riders | Image: Getty Images

২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (KKR) ধারাবাহিকতার অভাব ভুগিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। টুর্নামেন্ট শুরুর আগেই একের পর এক ধাক্কার সম্মুখীন হতে হয়েছিলো তাদের। পিঠের চোটে ছিটকে গিয়েছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shryeas Iyer)। নাম তুলে নেন বাংলাদেশী তারকা শাকিব আল হাসান (Shakib Al Hasan)।  নতুন নেতা নীতিশ রানার পক্ষে সহজ ছিলো না কাজটা।  শুরুটাই হার দিয়ে হয়েছিলো তাদের। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ডাকওয়ার্থ লুইস নিয়মে পরাজিত হতে হয়েছিলো নাইট (KKR) শিবিরকে। এরপর গোটা মরসুম জুড়েই ছন্দ খুঁজে বেড়াতে হয়েছে কলকাতাকে। ১৪ ম্যাচে ছয় জয় এবং ১২ পয়েন্ট নিয়ে তারা শেষ করেছে সাত নম্বরে।

টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় তুলেছেন অনেক বিশেষজ্ঞ। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এসেছেন সমালোচনার নিশানায়। মরসুমে একটি বা দুটি নয়, আটটি ভিন্ন ওপেনিং জুটি ব্যবহার করেছে কলকাতা, কিন্তু সাফল্য আসে নি কিছুতেই। ব্যাট হাতে কেবল ধারাবাহিক পারফর্ম করতে দেখা গিয়েছিলো রিঙ্কু সিং (Rinku Singh) এবং নীতিশ রানাকে (Nitish Rana)। রিঙ্কু ১৫০ স্ট্রাইক রেটে ৪৭৪ রান করেন। গুজরাত টাইটান্সের বিপক্ষে শেষ ওভারে পাঁচ ছক্কা মেরে ম্যাচ জেতান রিঙ্কু। পাশাপাশি নীতিশের ব্যাট থেকে আসে ৪১৮ রান। আগামী মরসুমের জন্য এই দুই তারকাকে অবশ্যই ধরে রাখবে কলকাতা (KKR)। বেশ কিছু ম্যাচে চমৎকার ক্রিকেট খেলেছিলেন ভেঙ্কটেশ আইয়ার’ও। থাকছেন তিনিও। এছাড়া সুয়ষ শর্মা, হর্ষিত রাণা’র মত তরুণ মুখদের ‘রিটেন’ করতে পারে কলকাতা।

আগামী ১৯ ডিসেম্বরের মিনি নিলামে নতুন ওপেনারের খোঁজে থাকবে কলকাতা দল। জেসন রয় এবং রহমানুল্লাহ গুরবাজকে ধরে রাখা হবে। বাদ পড়তে পারেন লিটন দাস। নাইটদের নজরে থাকতে পারেন ট্র্যাভিস হেড (Travis Head) বা রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। ১০ কোটি টাকা মূল্যের শার্দুল ঠাকুর (Shardul Thakur) আশানুরূপ পারফর্ম করতে পারেন নি। তাঁর বদলে নাইটদের রেডারে থাকবেন একজন উঁচু মানের অলরাউন্ডারও। আজমাতুল্লাহ ওমরজাই হতে পারেন বিকল্প। শোনা যাচ্ছিলো আন্দ্রে রাসেল’ও (Andre Russell) বাদ পড়তে পারেন। তবে ক্রিকবাজ জানাচ্ছে এখনও তেমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নি। রদবদল আসতে পারে বোলিং বিভাগে।টিম সাউদী,  উমেশ যাদব, কুলবন্ত খেজরোলিয়াদেরও ছেড়ে দিতে পারে শাহরুখ খানের দল। ফিরতে পারেন প্যাট কামিন্স (Pat Cummins)।

নাইট রাইডার্সের সম্ভাব্য রিটেনশন তালিকা-

শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, নীতিশ রানা, জেসন রয়, রহমানুল্লাহ গুরবাজ, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, সুয়শ শর্মা, হর্ষিত রানা,  বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা, সুনীল নারাইন।

নাইট রাইডার্স আগামী মরসুমে ছাড়তে পারে যাদের-

নারায়ণ জগদীশন, লিটন দাস, মনদীপ সিং, আর্য দেশাই, জনসন চার্লস, শাকিব আল হাসান, ডেভিড উইসে, অনুকূল রায়, কুলবন্ত খেজরোলিয়া, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, টিম সাউদী।

Also Read: IPL 2024: আসন্ন আইপিএলে নাম লেখাতে চলেছেন এই ম্যাচ উইনাররা, কোটি কোটি টাকা খরচ করতে চলেছে ফ্র্যাঞ্চাইজিরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *