kohli-creates-new-record-on-instagram

ক্রিকেট থেকে আপাতত দূরে রয়েছেন ভারতীয় দলের সুপারস্টার বিরাট কোহলি (Virat Kohli)। গত জানুয়ারি মাসের ২৩ তারিখ ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিলো যে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট ম্যাচ খেলবেন না তিনি। ব্যক্তিগত কারণে অব্যাহতি নিচ্ছেন বিরাট (Virat Kohli)। এই খবর প্রকাশ্যে আসার পরেই শুরু হয় চর্চা। হঠাৎ ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কারণ কি? বিভিন্ন সূত্র থেকে পাওয়া গিয়েছেন নানাবিধ খবর। অনেকে দাবী করেন অসুস্থ হয়ে পড়েছেন তাঁর মা সরোজ কোহলি। সেই কারণেই ছুটি নিয়েছেন বিরাট। ভারতীয় তারকার কাছের বন্ধু ও প্রাক্তন সতীর্থ এবি ডিভিলিয়ার্স জানান দ্বিতীয় বার বাবা হতে চলেছেন তিনি। হইচই শুরু হওয়ায় পরে নিজের বক্তব্য ফিরিয়ে নেন তিনি। সম্পূর্ণ তথ্য না জেনেই মন্তব্য করার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছিলেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ তিন ম্যাচ থেকেও নিজেকে সরিয়ে নেন বিরাট (Virat Kohli)। বেড়েছিলো জল্পনার মাত্রা। অবশেষে গত ২১ তারিখ ধোঁয়াশা কাটান স্বয়ং কোহলিই। এক ইন্সটাগ্রাম পোস্টে সিলমোহর দেন এবি ডিভিলিয়ার্সের (AB de Villiers) মন্তব্যেই। জানান গত ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন তিনি ও তাঁর অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ২০২১ সালের ১১ জানুয়ারি ভূমিষ্ট হয়েছিলেন তাঁদের প্রথম সন্তান ভামিকা। পুত্রের নাম অকায় (Akaay Kohli) রেখেছেন বিরুষ্কা। অকায় নামের অর্থ নিয়েও শুরু হয়েছে জল্পনা। জানা গিয়েছে এই শবের অর্থ ‘কায়াহীন’ বা ‘বিমূর্ত।’ এছাড়া তুরস্কের ভাষায় ‘অকায়’ অর্থ নাকি চাঁদের আলো। বিরাট-অনুষ্কার সন্তানলাভের খবর দাবানলের বেগে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কোহলির (Virat Kohli) ইন্সটাগ্রামে অকায়ের জন্মের পোস্টটিতে লাইকের সংখ্যা ছাড়ায় ১০ মিলিয়ন। ইনস্টাগ্রামের দুনিয়ায় নতুন নজির গড়েন তিনি।

Read More: জাতীয় দলে মহম্মদ শামির বদলি হয়ে উঠতে প্রস্তুত তাঁরই দোসর, দুরন্ত বোলিং-এ নজর কাড়ছেন নির্বাচকদের !!

জনপ্রিয়তার শিখরে বিরাট কোহলি-

Virat kohli and anushka sharma | Image: Twitter
Virat Kohli and Anushka Sharma | Image: Twitter

ইন্সটাগ্রামের আঙিনার তৃতীয় জনপ্রিয়তম ক্রীড়াবিদ বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর ফলোয়ারের সংখ্যা ২৬৬ মিলিয়ন অর্থাৎ ২৬ কোটির বেশী। তালিকায় তাঁর আগে রয়েছেন কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো (Cristiano Ronaldo) ও লিওনেল মেসি (Lionel Messi)। জনপ্রিয়তার নিরিখে বিরাট পিছনে ফেলেছেন নেইমার জুনিয়র বা লেব্রন জেমসের মত ফুটবল বা বাস্কেটবল তারকাদেরও। সেই জনপ্রিয়তার প্রমাণ আরও একবার পাওয়া গেলো সম্প্রতি। যে ইন্সটাগ্রাম পোস্টটিতে পুত্র অকায়ের জন্মের খবর বিশ্বাসীকে জানিয়েছিলেন বিরাট, তাতে প্রতিবেদন লেখার সময় অবধি লাইকের সংখ্যা ১০.৩ মিলিয়ন। অর্থাৎ ১ কোটিরও বেশী। এই প্রথম নয়, এর আগেও অন্তত পাঁচবার ১০ মিলিয়ন লাইকের গণ্ডী পেরিয়েছে কোহলির ইন্সটাগ্রাম পোস্টগুলি। প্রথম ভারতীয় সেলিব্রিটি হিসেবে ৬ বার তাঁর ইনস্টা পোস্ট পেরোলো ১০ মিলিয়নের মাইলস্টোন।

ইনস্টাগ্রামের দুনিয়ার সবচেয়ে লাইক পাওয়া পোস্টের তালিকাতেও শীর্ষে রয়েছেন এক ক্রীড়াবিদ। তিনি লিওনেল মেসি (Lionel Messi)। ২০২২ সালে কাতারে ফিফা বিশ্বকাপ জিতেছিলো আর্জেন্তিনা। ট্রফি হাতে নিজের ছবি অধিনায়ক মেসি নিজের ইনস্টাগ্রামে প্রোফাইলে পোস্ট করেছিলেন। বিশ্বব্যপী অনুরাগীদের থেকে ৭৫.৫ মিলিয়ন লাইক কুড়িয়েছিলো ছবিটি। দ্বিতীয় স্থানে রয়েছে একটি ডিমের ছবি। নাম-ওয়ার্ল্ড রেকর্ড এগ। মেসির বিশ্বজয়ের ছবির আগে এটিই ছিলো ইনস্টাগ্রামের জনপ্রিয়তম পোস্ট। লাইকসংখ্যা ৬০.১ মিলিয়ন। তালিকায় প্রথম দশের মধ্যে পাঁচটি পোস্টের মালিকই আর্জেন্তিনীয় কিংবদন্তি। এছাড়া রয়েছেন ফুটবল দুনিয়ায় মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো (Cristiano Ronaldo)। তাঁর তিনটি পোস্ট রয়েছে প্রথম দশে। প্রথম দশে রয়েছে জিয়াং ঝিবিনের পোস্ট করা একটি সূর্যাস্তের দৃশ্য’ও।

দেখে নিন বিরাট কোহলির পোস্ট’টি-

Also Read: IND vs ENG: শতরান হাতছাড়া ধ্রুব জুড়েলের, লাঞ্চের আগেই থেমে গেলো টিম ইন্ডিয়ার ইনিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *