ind-vs-eng-jurel-leads-ind-fightback

IND vs ENG: রাঁচীর ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচটি। হায়দ্রাবাদে হেরে পিছিয়ে পড়লেন বিশাখাপত্তনম ও রাজকোটে টানা দুই বড় জয় আপাতত এগিয়ে দিয়েছে টিম ইন্ডিয়াকে। রাঁচীতে রয়েছে সিরিজ জয়ের হাতছানি। মাঠের পারফর্ম্যান্সে যদিও এখন পর্যন্ত এগিয়ে ইংল্যান্ডই। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো বেন স্টোকসের দল। জো রুট, অলি রবিনসনদের সৌজন্যে তারা পৌঁছেছিলো ৩৫২ রানে। দ্বিতীয় দিনের সকালে ব্যাট করতে নেমে বেকায়দায় পড়ে ভারত। প্রথমে ফিরেছিলেন রোহিত শর্মা। এরপর যশস্বী ও শুভমানের জুটি খানিক দূর অবধি এগিয়ে নিয়ে গিয়েছিলেন দলকে। পরে শোয়েব বশিরের ম্যারাথন স্পেলে বেকায়দায় পড়ে ভারত।

গতকাল দিনের শেষে স্কোড় ছিলো ৭ উইকেটে ২১৯। ইংল্যান্ডের থেকে ১৩২ রানে পিছিয়ে ছিলো টিম ইন্ডিয়া। ক্রিজে ছিলেন ধ্রুব জুড়েল ও কুলদীপ যাদব। উত্তরপ্রদেশের দুই ক্রিকেটার মিলে আজ সকালে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস চালিয়ে গেলেন বেশ খানিকক্ষণ। ব্যক্তিগত ২৮ রানের মাথায় ফেরেন কুলদীপ। জেমস অ্যান্ডারসনের বলে বোল্ড হন তিনি। ইংল্যান্ড কিংবদন্তি ৭০০ উইকেটের আরও কাছাকাছি পৌঁছলেন আজ। আপাতত তাঁর উইকেট সংখ্যা দাঁড়ালো ৬৯৮। এরপর একা কুম্ভ হয়ে লড়াই করতে দেখা গেলো ধ্রুব জুড়েলকে। ঋষভ পন্থ আহত হওয়ার পর টেস্ট ক্রিকেটে উইকেটরক্ষক সমস্যায় পড়তে হয়েছে ভারতীয় দলকে। সেই সমস্যার সমাধান সম্ভবত দেখা গেলো জুড়েলের ব্যাটে। শেষমেশ ৩০৭ রানে শেষ হয় ভারতের ইনিংস। ইংল্যান্ডের লিড ৪৫ রানের।

Read More: IND vs ENG: “ধন্যি ছেলের অধ্যবসায়…” তৃতীয় দিনে লড়াকু অর্ধশতক ধ্রুব জুড়েলের, তরুণ তুর্কিকে শুভেচ্ছা সমাজমাধ্যমের !!

শতরানের দোরগোড়া থেকে ফিরলেন ধ্রুব-

Dhruv Jurel | IND vs ENG | Image: Getty Images
Dhruv Jurel | IND vs ENG | Image: Getty Images

 

রাজকোটে চলতি সিরিজের তৃতীয় টেস্টে অভিষেক হয়েছে ধ্রুব জুড়েলের। প্রথম সুযোগেই ব্যাট হাতে নজর কেড়েছিলেন। করেছিলেন ৪৬ রান। যদিও যশস্বী জয়সওয়ালের দ্বিশতক, সরফরাজ খানের জোড়া অর্ধশতকের নীচে খানিক চাপা পড়ে গিয়েছিলো তাঁর কৃতিত্ব। কিন্তু তিনিও যে ভবিষ্যতের তারকা হয়ে উঠতে প্রস্তুত, তা ব্যাট হাতে জুড়েল প্রমাণ করে দিলেন রাঁচীর বাইশ গজে। যখন সাত নম্বরে ব্যাট করতে নেমেছিলেন, তখন বেশ সমস্যায় ছিলো ভারতীয় দল। অপর প্রান্তে পরপর উইকেট পড়লেন লক্ষ্যে অবিচল দেখিয়েছে তাঁকে। অদম্য মানসিকতা নিয়ে লড়াই চালিয়ে গিয়েছিলেন অ্যান্ডারসন, রবিনসন, হার্টলি, শোয়েব বশিরদের বিরুদ্ধে। পেস হোক বা স্পিন, কিছুর বিরুদ্ধেই নড়বড়ে লাগে নি তাঁকে।

দ্বিতীয় দিনের শেষে ৩০ রানে অপরাজিত ছিলেন তিনি। আজ সকাল থেকে ভারতকে প্রতিপক্ষের রানের কাছাকাছি নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ধ্রুব। পেরিয়ে যান অর্ধশতকের গণ্ডী। তাঁর বাবা ভারতীয় সেনার জওয়ান ছিলেন। লড়েছেন কার্গিল যুদ্ধে। মাইলস্টোন স্পর্শ করে বাবা’র উদ্দেশ্যে স্যালুট করে উদযাপনে মাততে দেখা গেলো জুড়েলকে। তাঁর সেলিব্রেশন জায়গা করে নিয়েছে সোশ্যাল মিডিয়ার আলোচনায়। ৯ রান করে আকাশ দীপ ফিরে যাওয়ার পর উপায়ন্তর না দেখেই গিয়ার বদলানোর চেষ্টা করেছিলেন তিনি। টম হার্টলিকে একই ওভারে চার-ছক্কা’ও মারেন। শেষমেশ আউট’ও হলেন সেই হার্টলির বলেই। ১৪৯ বলে করলেন ৯০ রান। শতরান না পেলেও ধ্রুবের ইনিংসকে অমূল্য বলছে ক্রিকেটদুনিয়া।

Also Read: IND vs ENG: “স্বভাববিরুদ্ধ ক্রিকেট খেলেই ডুবলো…” রান পেলেন না সরফরাজ, আক্ষেপ নেটিজেনদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *