ind-vs-eng-fans-on-x-hail-dhruv-jurel

IND vs ENG: রাঁচীর ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ। আপাতত ২-১ এগিয়ে ভারত। রাঁচীতে জিতলে রয়েছে সিরিজ জয়ের সুযোগ। ফেভারিট হিসেবে মাঠে নেমেও আপাতত বিপাকে রোহিত শর্মার দল। টস জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান নেওয়া ইংল্যান্ডের ৩৫২ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন বেশ বেকায়দায় পড়তে হয় টিম ইন্ডিয়াকে। পাক বংশোদ্ভূত স্পিনার শোয়েব বশিরের ঘূর্ণিতে ছত্রভঙ্গ হয় ভারতের মিডল অর্ডার। ছন্দে থাকা ওপেনার যশস্বী জয়সওয়াল ৭৩ রান করলেও ভারতকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিতে পারেন নি। রান পান নি রোহিত, সরফরাজ, রজত পতিদাররাও। গতকাল দিনের শেষে স্কোর ছিলো.৭ উইকেটের বিনিময়ে ২১৯।

Read More: IND vs ENG: “কঠিন পরীক্ষা অপেক্ষা করছে…” বেকায়দায় ভারতীয় ব্যাটিং, জুড়েলের ব্যাট স্বপ্ন দেখাচ্ছে নেটজনতাকে !!

সাত নম্বরে ব্যাট করতে নেমে গতকাল দিনের শেষে অপরাজিত ছিলেন ধ্রুব জুড়েল। সঙ্গে ছিলেন কুলদীপ যাদব। উত্তরপ্রদেশের দুই ক্রিকেটার আজ সকালেও ইংল্যান্ডের বোলিং আক্রমণের সামনে ঢাল হয়ে দাঁড়ানোর প্রয়াস চালান বেশ কিছুক্ষণ। এরপর অ্যান্ডারসনের বলে ব্যক্তিগত ২০ রানের মাথায় কুলদীপ বোল্ড হন। তবে টলানো যায় নি তরুণ উইকেটরক্ষক-ব্যাটার ধ্রুব জুড়েলকে। অ্যান্ডারসন, রবিনসনের পেস হোক বা বশির, হার্টলিদের স্পিন, সাবলীল ভঙ্গিতেই গতকাল থেকে সামলে চলেছেন তিনি। রাজকোটে অভিষেক টেস্টে ৪৬ রান করে থামতে হয়েছিলো তাঁকে। রাঁচীতে সেই স্কোরকে ছাপিয়ে গেলেন তিনি। করলেন কেরিয়ারের প্রথম টেস্ট অর্ধশতক।

জুড়েলের ব্যাটে ম্যাচে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন ভারতীয় সমর্থকেরা। তাঁর সাফল্যে উদ্বেলিত নেটজনতা। যেভাবে ধৈর্য্য নিয়ে ব্যাটিং করছেন তিনি, তার প্রশংসায় মেতেছেন সকলে। ‘টি-২০ প্রজন্মের সদস্য হয়েও স্থিতধী ব্যাটিং কাকে বলে, ধ্রুব সেটা জানে’, লিখেছেন একজন। ‘অধ্যবসায় একেই বলে। কি করে টেস্ট ক্রিকেট খেলতে হয়, তার আদর্শ নিদর্শন’ মন্তব্য আরও একজনের। তরুণ তুর্কিকে শুভেচ্ছায় ভরিয়ে এক অনুরাগী জানিয়েছেন, ‘আশ্চর্য মাথা ঠান্ডা রেখে খেলছেন জুড়েল। অপর দিকে উইকেট পড়লেও ভ্রূক্ষেপ নেই ওর।’ অনেকেই তাঁকে আগামীর তারকা বলেও সম্বোধন করছেন। এতদিন কে এস ভরতকে উইকেটরক্ষক হিসেবে ব্যবহার করছিলো ভারতীয় দল। জুড়েলের সাফল্যের পর তাঁকে ‘অবসর’ নেওয়ার পরামর্শ দিচ্ছে নেটদুনিয়া।

দেখুন ট্যুইট চিত্র-

ind-vs-eng-fans-on-x-hail-dhruv-jurel

Also Read: IND vs ENG: “স্বভাববিরুদ্ধ ক্রিকেট খেলেই ডুবলো…” রান পেলেন না সরফরাজ, আক্ষেপ নেটিজেনদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *