ind-vs-eng-fans-pin-hope-on-jurel

IND vs ENG: রাঁচীর ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ। গত তিন ম্যাচের শেষে আপাতত ২-১ ফলে এগিয়ে টিম ইন্ডিয়া। রাঁচীতে বাজিমাত করলেই সিরিজ আসবে হাতের মুঠোয়। অন্যদিকে পিছিয়ে পড়া ইংল্যান্ডও সমতা ফেরানোর মরিয়া লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। গতকাল, ম্যাচের প্রথম দিনে টসে জিতেছিলেন বেন স্টোকস। ব্যাটিং বেছে নিয়েছিলেন তিনি। দিনের প্রথম সেশন ভারতের পক্ষে গেলেও জো রুট ও বেন ফোকসের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিলো ইংল্যান্ড। প্রথম দিনের শেষে তাদের স্কোর ছিলো ৭ উইকেটের বিনিময়ে ৩০২ রান। ক্রিজে ছিলেন জো রুট ও অলি রবিসনসন। আজ অর্থাৎ ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ইংল্যান্ড থামে ৩৫২ রানে। ১২২ করে অপরাজিত থাকেন রুট। অর্ধশতক করেন রবিনসন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারে নি টিম ইন্ডিয়া। ইনিংসের গোড়াতেই জেমস অ্যান্ডারসনের বলে ফিরে যান রোহিত শর্মা। মাত্র ২ করে অধিনায়ক সাজঘরে ফিরতেই পড়েন নেটজনতার কটাক্ষের মুখে। ‘ধারাবাহিকতা অধিনায়কের থেকে আশা করাই বৃথা’ মন্তব্য করতে দেখা গিয়েছে অনেকজনকে। ‘এটাই কি সেই স্বার্থহীন ক্রিকেট? যা নিয়ে এত মাতামাতি?’ প্রশ্ন ছুঁড়েছেন অনেকে। রোহিত ফিরলেও ভারতের হয়ে প্রতিরোধ গড়ে তোলেন যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল। ৮২ রানের জুটি গড়েন দুজনে। শেষমেশ ৩৮ রানের মাথায় শুভমান আউট হন শোয়েব বশিরের বলে। অর্ধশতক হাতছাড়া হওয়ায় আক্ষেপ ক্রিকেটজনতার। ‘আরও সতর্ক হওয়া উচিৎ ছিলো শুভমানের’ লিখেছেন এক হতাশ অনুরাগী।

Read More: IND vs ENG: “স্বভাববিরুদ্ধ ক্রিকেট খেলেই ডুবলো…” রান পেলেন না সরফরাজ, আক্ষেপ নেটিজেনদের !!

ব্যাট হাতে বেসামাল ভারত, চিন্তায় নেটদুনিয়া-

Dhruv Jurel and Kuldeep Yadav | IND vs ENG | Image: Getty Images
Dhruv Jurel and Kuldeep Yadav | IND vs ENG | Image: Getty Images

গত দুই টেস্টে জোড়া দ্বিশতক করেছেন যশস্বী জয়সওয়াল। আজও ভারতের ব্যাটিং-এর উজ্জ্বলতম জ্যোতিষ্ক তিনিই। বছর ২২-এর তরুণ করেন ৭৩ রান। ফেরেন শোয়েব বশিরের বলে। তাঁকে প্রশংসায় ভরিয়ে এক নেটনাগরিক লিখেছেন, ‘শেষ কবে একজন ২২ বছরের তরুণকে দলের ওজন কাঁধে তুলে নিতে দেখেছি তা মনে পড়ছে না। বিস্ময় প্রতিভা যশস্বী।’ বাম হাতি ওপেনারকে প্রশংসায় ভরিয়ে আরও একজন লিখেছেন, ‘বাকিদের থেকে ওকে অনেকটাই আলাদা লাগছে। মনে হচ্ছে যেন অন্য কোনো পিচে ব্যাটিং করছে।’ যশস্বী রান পেলেও আজ ব্যর্থ মিডল অর্ডার। শোয়েব বশিরের ঘাতক স্পেলে ফেরেন জাদেজা (১২) ও রজত পতিদার। লাগাতার তৃতীয় টেস্টে সুযোগ পেয়েও হতাশ করেন পতিদার।আজ করেন ১৭ রান। ‘ধর্মশালায় দেবদত্ত পাডিক্কালকে সুযোগ না দেওয়া অন্যায় হবে।’ পতিদারের উপর ক্ষোভ জানিয়ে বক্তব্য এক ক্রিকেটপ্রেমীর।

রান পান নি সরফরাজ খান’ও। ১৪ করে টম হার্টলির বলে আউট হন। আজ তাঁর স্বভাববিরুদ্ধে মন্থর ব্যাটিং চোখে লেগেছে নেটনাগরিকদের। তাঁদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন, ‘যে বা যাঁরা সরফরাজকে মন্থর ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন, দ্রুত তাঁদের পদ থেকে সরানো হোক। একদমই সাবলীল লাগলো না ওকে।’ অশ্বিন’ও রান পান নি। দিনের শেষে টিম ইন্ডিয়ার হয়ে ক্রিজে রয়েছেন তরুণ ধ্রুব জুড়েল। তাঁর সংগ্রহে ৩০। নন-স্ট্রাইকার প্রান্তে কুলদীপ যাদব রয়েছেন ১৭ রানে। ভারতের স্কোরবোর্ডে ২১৯/৭। জুড়েল-কুলদীপ জুটির থেকেই আগামীকাল সকালে প্রতিরোধের আশা রাখছেন নেটজনতা। ‘যে কোনো মূল্যেই ইংল্যান্ডকে ৫০ রানের বেশী লিড দেওয়া যাবে না’ জানিয়েছেন এক ভারত সমর্থক। ‘জুড়েলের কাছে এটাই সুযোগ নিজের জাত চেনানোর। এগিয়ে যাও’ মন্তব্য আরও একজনের।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ENG: চতুর্থ টেস্টে আবার ব্যার্থ রজত পতিদার, হার্টলির বলে হলেন এলবিডব্লুর স্বীকার, ভিডিও ভাইরাল !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *