জাতীয় দলে মহম্মদ শামির বদলি হয়ে উঠতে প্রস্তুত তাঁরই দোসর, দুরন্ত বোলিং-এ নজর কাড়ছেন নির্বাচকদের !! 1

গত বছরটা বল হাতে দুর্দান্ত কেটেছে মহম্মদ শামির (Mohammed Shami)। আইপিএলে গুজরাত টাইটান্স জার্সিতে একের পর এক উইকেট তুলে চমকে দিয়েছিলেন। সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে জিতেছিলেন বেগুনি টুপি। এর পরেও থামে নি শামি (Mohammed Shami) সুনামি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে নিয়েছিলেন পাঁচ উইকেট। বিশ্বকাপের প্রথম চার ম্যাচে টিম কম্বিনেশনের জন্য শামিকে একাদশে রাখতে পারেন নি কোচ রাহুল দ্রাবিড়। হার্দিক পান্ডিয়ার চোটে ভাগ্য খোলে তাঁর। মাঠে ফিরেই দুরন্ত পারফর্ম্যান্সে ক্রিকেটবোদ্ধাদের নড়েচড়ে বসতে বাধ্য করেছিলেন তিনি। মাত্র ৭ ম্যাচ খেলে ১০.৭০ গড়ে ২৪ উইকেট তুলে নেন ডান হাতি পেসার। হন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী। ভারত বিশ্বকাপ না জিতলেও শামির (Mohammed Shami) দুরন্ত পারফর্ম্যান্স নজর এড়ায় নি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের। দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়াসম্মান ‘অর্জুন পুরষ্কার’ দেওয়া হয় তাঁকে।

বিশ্বকাপের পর থেকেই শামির (Mohammed Shami) ভাগ্যাকাশে কালো মেঘের ঘনঘটা দেখা গিয়েছে। জানা গিয়েছে যে গোড়ালির চোট নিয়েই ক্রিকেটদুনিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্টে খেলেছিলেন তিনি। নিয়মিত নিচ্ছিলেন ইঞ্জেকশন। বিশ্বকাপ মিটতেই সেই চোট মাঠের বাইরে ছিটকে দিয়েছে তাঁকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলে থাকলেও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেন। এছাড়া ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজও খেলা হচ্ছে না শামির। গতকাল সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে যে আইপিএলেও নেই শামি। গোড়ালির অস্ত্রোপচার প্রয়োজন তাঁর। অন্তত সেপ্টেম্বর বা অক্টোবরের আগে মাঠে ফেরা সম্ভব নয় তাঁর। শামির মত সিনিয়র ক্রিকেটারের অভাব ঢাকতে বাংলার আকাশ দীপকে (Akash Deep) টেস্টে সুযোগ দিয়েছিলো টিম ইন্ডিয়া। অভিষেক ম্যাচেই নির্বাচকদের আস্থার মর্যাদা রাখলেন তিনি।

Read More: “স্বপ্নের মতন বোলিং…” অভিষেক ম্যাচে দুরন্ত বোলিং প্রদর্শন দেখিয়ে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং আকাশ দীপ !!

অভিষেক ম্যাচেই দুরন্ত বোলিং আকাশ দীপের-

Akash Deep | Mohammed Shami | Image: Getty Images
Akash Deep | Image: Getty Images

ঘরোয়া ক্রিকেট ও ভারত-এ দলের হয়ে নিয়মিত ভালো পারফর্ম্যান্সের পুরষ্কার হিসেবে সিনিয়র জাতীয় দলে ডাক পেয়েছিলেন বাংলার আকাশ দীপ (Akash Deep)। রাজকোট টেস্টের স্কোয়াডে থাকলেও সুযোগ আসে নি প্রথম একাদশে খেলার। পেস বিভাগে ছিলেন জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। রাঁচীতে অভিজ্ঞ বুমরাহ’কে (Jasprit Bumrah) বিশ্রাম দিয়েছে ভারত। বদলে টেস্ট দলের টুপি তুলে দেওয়া হয় বাংলার আকাশ দীপের হাতে। দেশের ৩১৩তম টেস্ট ক্রিকেটার হিসেবে আজ মাঠে নামলেন তিনি। প্রথম স্পেলেই বুঝিয়ে দিলেন আন্তর্জাতিক আঙিনায় লম্বা রেসের ঘোড়া হতে তিনি তৈরি।

ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের বাইশ গজ বরাবরই টেস্টের প্রথম দুই দিন ব্যাটিং সহায়ক থাকে। তা সত্ত্বেও গতির আগুন ছুটিয়ে প্রতিপক্ষকে ধরাশায়ী করলেন আকাশ দীপ (Akash Deep)। অভিষেকে তাঁর বোলিং-কে ‘স্বপ্নসম’ বলছেন বিশেষজ্ঞরা। রাজকোট টেস্টে ভয়ঙ্কর হয়ে ওঠা বেন ডাকেটকে (Ben Duckett) আজ বেশীদূর এগোতে দিলেন না আকাশ দীপ। তাঁর দ্রুত গতির ডেলিভারির লেট স্যুইং বুঝতেই পারেন নি ডাকেট। বাড়িয়ে দেওয়া ব্যাটের কোণ স্পর্শ করে বল জমা পড়ে উইকেটরক্ষক ধ্রুব জুড়েলের হাতে।

সেই একই ওভারে আকাশ ফিরিয়ে দেন অলি পোপ’কে (Ollie Pope)। এবার ঘাতক হয়ে ওঠে তাঁর ইনস্যুইং। ভারতীয় ক্রিকেটারদের আপিলে সাড়া দেন নি মাঠের আম্পায়ার। রিভিউ’র সাহায্য নেন অধিনায়ক রোহিত শর্মা। দেখা যায় ডেলিভারি আঘাত করছিলো লেগ স্টাম্পে। সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার। দ্বিতীয় উইকেট আসে আকাশের (Akash Deep) ঝুলিতে। ভাঙনের মুখে ইংল্যান্ডের হয়ে প্রতিরোধ জিইয়ে রেখেছিলেন জ্যাক ক্রলি (Zack Crawley)। বলের উপর নিখুঁত নিয়ন্ত্রণ রেখে তাঁকে বোল্ড করেন বাংলার পেসার। প্রথম টেস্টের প্রথম স্পেলে তাঁর পরিসংখ্যান ৭-০-২৪-৩। আগামী ডিসেম্বরের অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে ইতিমধ্যেই তাঁকে দেখছেন অনেকে।

  Also Read: মোহাম্মদ শামির পরিবর্তে এই ৩ বোলার নিতে পারেন গুজরাট দলে এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *