জমে উঠেছে বিশ্বকাপের মঞ্চ (T20 World Cup 2024), টিম ইন্ডিয়া এবারের বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে জয়লাভ করে বেশ ভালোভাবেই বিশ্বকাপের শুভ সূচনা করেছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৮ উইকেটে জয়লাভ করে টিম ইন্ডিয়া এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাঁসিটা হেসেছিল টিম ইন্ডিয়া। তবে আসন্ন ম্যাচগুলোতে আর বেশি ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান কেএল রাহুলকে (KL Rahul) চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে করতে চলেছে শামিল।
বিশ্বকাপ দলে এন্ট্রি নিলেন কেএল রাহুল
চলতি বিশ্বকাপের মঞ্চ থেকে বাদ গিয়েছিলেন রাহুল, আইপিএল ২০২৪-এ কেএল রাহুলের পারফরম্যান্স তুলনামূলক সাধারণ থাকায় তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয়েছিল। তবে বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী এবার জাতীয় দলে এন্ট্রি নিতে চলেছেন কেএল রাহুল (KL Rahul)। ভক্তরা রাহুলের উপর আশাবাদী, কারণ গত এশিয়া কাপ ২০২৩ ও বিশ্বকাপ ২০২৩’এ ব্যাট হাতে রাহুলের প্রদর্শন ছিল অসাধারণ। কিন্তু ২০ ওভারের এই ফরম্যাটে তাকে সুযোগ না দেওয়াটা মেনে নিতে পারেনি ক্রিকেট অনুগামীরা।
Read More: T20 World Cup 2024: বাদের খাতায় শিবম-বিরাট, আমেরিকার বিরুদ্ধে বিকল্প হিসেবে দুই তরুণকে তৈরি রাখছে টিম ইন্ডিয়া !!
বেশ কিছুদিন ধরে, টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান কেএল রাহুলকে নিয়ে সমাজ মাধ্যমে একেরপর এক গুঞ্জন শোনা গিয়েছে। কেএল রাহুলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে যোগ দিতে দেখা যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, সুপার এইটের আগেই রাহুলকে দলে সুযোগ করে দেওয়া হবে। পাশপাশি, রাহুল রিজার্ভের কোনো অঙ্গ নন, সেই অর্থে সরাসরি দলে সুযোগ পাওয়াটা তার পক্ষে সুবিধাকর নয়।
রোহিত শর্মার জায়গায় আসতে পারেন কেএল রাহুল
টিম ইন্ডিয়ার অন্যতম সেরা খেলোয়াড় হলেন কেএল রাহুল। তিনি দলের অন্য এক সেরা প্লেয়ার অর্থাৎ ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) বদলে দলে খেলতে পারেন। সূত্রের খবর অনুসারে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন, রোহিত শর্মাকে চোট পেতে দেখা গিয়েছিল। এমনকি দলকে জয়ের মুখ দেখিয়ে রিটায়ার হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরেও গিয়েছিলেন তিনি। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার একদিন আগেই নেটে চোট পেয়েছিলেন রোহিত। ফিটনেস নিয়ে রোহিতের এমনিতেই সমস্যা রয়েছে। তাছাড়া এবারের বিশ্বকাপে দুই ম্যাচে রোহিত ৫২* ও ১৩ রান বানাতে সক্ষম হয়েছেন। ফর্ম ও ফিটনেসকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাকে বাদ দেওয়ার কথা ভাবতে পারে ম্যানেজমেন্ট।
কেএল রাহুলের ক্যারিয়ার
ভারতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন রাহুল। তিনি তার ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলা ৭২ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৯.১ স্ট্রাইক রেট এবং ৩৭.০১ গড়ে ২২৬৫ রান করেছেন। এই সময়ের মধ্যে, তিনি ২টি সেঞ্চুরি এবং ২২ হাফ সেঞ্চুরি করেছেন। এক সময়ে তিনি ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন। তবে, ফর্মের ঘাটতির জন্য তাকে দল থেকে বাদ পড়তে হয়েছে। সদ্য সমাপ্ত হওয়া আইপিএল মৌসুমে ১৪ ম্যাচে ৩৭.১৪ গড়ে ৫২০ রান করেছেন তিনি।