IPL 2024: মঙ্গলবার থেকে শুরু আইপিএলের (IPL) প্লে-অফের পর্ব। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সম্মুখসমরে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ (KKR vs SRH)। লীগ টেবিলের প্রথম দুই স্থানে শেষ করা দুই দলের লড়াই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। জিতলে সরাসরি জায়গা মিলবে আগামী রবিবারের ফাইনালে। আর হারলেও এখনি ছিটকে যেতে হবে না। সেক্ষেত্রে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ মিলবে আগামী শুক্রবার। জয়ই পাখির চোখ দুই দলেরই। লীগ পর্বে এবার আইপিএলের একদম শুরুর দিকে ইডেনে মুখোমুখি হয়েছিলো দুই শিবির। তখন হাড্ডাহাড্ডি ম্যাচে জিতেছিলো কলকাতা। ফলাফল একই থাকে নাকি বদলা নিতে সক্ষম হন প্যাট কামিন্সরা, জানা যাবে আহমেদাবাদের বাইশ গজেই।
ফিল সল্ট নেই। বাধ্য হয়েই ওপেনিং কম্বিনেশন বদলাতে হচ্ছে নাইটদের (KKR)। সুনীল নারাইনের সঙ্গী হচ্ছেন রহমানুল্লাহ গুরবাজ। (Rahmanullah Gurbaz) আফগান উইকেটরক্ষক-ব্যাটারের কাছে মঙ্গলবারের ম্যাচ অগ্নিপরীক্ষা। তিন নম্বরে নামতে পারেন ভেঙ্কটেশ আইয়ার। ফর্মে রয়েছেন তিনি। চারে রয়েছেন সহ-অধিনায়ক নীতিশ রাণা (Nitish Rana) । চোট সারিয়ে ফিরেছেন তিনি। পাঁচে থাকার কথা অধিনায়ক শ্রেয়সের। রানের ধারাবাহিকতা দেখা যায় নি তাঁর থেকে চলতি মরসুমে। ছয় ও সাতে আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিং-এর (Rinku Singh) খেলার সম্ভাবনা। সাতে নেমে ঝড় তুলতে পারেন রমনদীপ সিং। পেস বিভাগে থাকছেন মিচেল স্টার্ক (Mitchell Starc) ও হর্ষিত রাণা। পরে যোগ করা হতে পারে বৈভব আরোরাকে। স্পিন বিভাগে নারাইনের সঙ্গী হচ্ছেন বরুণ চক্রবর্তী।
ট্র্যাভিস হেড (Travis Head) ও অভিষেক শর্মা’র (Abyhishek Sharma) সফল ওপেনিং জুটি দেখা যাবে মঙ্গলবার। একাধিক ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেছেন দুজনেই। তাঁদের থেকে ধুন্ধুমার সূচনার আশায় থাকবে দল। তিনে খেলতে পারেন রাহুল ত্রিপাঠী। নাইটদের বিরুদ্ধে হায়দ্রাবাদের এক্স-ফ্যাক্টর হতে পারেন তিনি। চারে থাকছেন ঝোড়ো ব্যাটিং-এ সিদ্ধহস্ত হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)। এরপর দুই অলরাউন্ডার নীতিশ রেড্ডি ও শাহবাজ আহমেদকে দেখা যাবে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) জার্সিতে। ফিনিশার হিসেবে খেলছেন আব্দুল সামাদ ও সানভীর সিং। অধিনায়ক প্যাট কামিন্সের সাথে ভুবনেশ্বর কুমার ও টি.নটরাজন রয়েছেন দলে। রয়েছেন বিজয়কান্ত বিয়াসকান্ত। যুক্ত করা হতে পারে জয়দেব উনাদকাট বা মার্কো ইয়ানসেনকে।
Read More: মুম্বাই ছাড়ছেন রোহিত শর্মা, আসন্ন আইপিএলে লখনৌ দলকে দেবেন নেতৃত্ব !!
IPL ম্যাচের সময়সূচি-
কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)
ম্যাচ নং- ৭১ (প্রথম কোয়ালিফায়ার)
তারিখ- ২১/০৫/২০২৪
ভেন্যু- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Ahmedabad Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-
আইপিএলের প্রথম কোয়ালিফায়ার আয়োজিত হতে চলেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ (KKR vs SRH)। আহমেদাবাদের মাঠে সাধারণোত ব্যাটিংবান্ধব বাইশ গজই চোখে পড়ে। চলতি মরসুমেও এখানে বেশ কিছু ম্যাচে বড় রান উঠতে দেখা গিয়েছে। ইনিংসের শুরুতে বোলাররা খানিক সাহায্য পেলেও ম্যাচ যত এগোয় ততই প্রভাব বিস্তার করতে থাকেন ব্যাটাররা। পাওয়ার-প্লে’র ব্যবহার গুরুত্বপূর্ণ হতে পারে। পরিসংখ্যান বলছে আহমেদাবাদে এখনও আয়োজিত হওয়া ৩৪টি আইপিএল ম্যাচের মধ্যে ১৫টিতে প্রথমে ব্যাটিং করা দল জিতেছে। ১৮টিতে জয় এসেছে রান তাড়া করে। ১টি ম্যাচ থেকেছে অমীমাংসিত। টসজয়ী অধিনায়ক রান তাড়া করতে পারেন।
দিনকয়েক আগে এই আহমেদাবাদেই বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে গুজরাত বনাম কলকাতা ম্যাচ। এছাড়াও উপ্পল ও গুয়াহাটিতে আয়োজন করা যায় নি সানরাইজার্স-গুজরাত ও রাজস্থান-কলকাতা ম্যাচ। সেই কারণেই মঙ্গলবারের আবহাওয়া নিয়ে শঙ্কিত ক্রিকেটজনতা।হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে আহমেদাবাদে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৪ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রী। ২২ শতাংশ থাকতে পারে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ। এছাড়া ১৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আইপিএলের প্লে-অফে বৃষ্টির বাধা এড়াতে থাকছে অতিরিক্ত সময় ও রিজার্ভ ডে’র সুবিধা।
দুই দলের সম্ভাব্য একাদশ-
কলকাতা নাইট রাইডার্স (KKR)-
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক) ✈, সুনীল নারাইন ✈, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রাণা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল ✈, রমনদীপ সিং, মিচেল স্টার্ক ✈, হর্ষিত রাণা, বরুণ চক্রবর্তী।
বিকল্প- অনুকূল রয়, বৈভব আরোরা, মণীশ পাণ্ডে, সুয়শ শর্মা, শেরফেন রাদারফোর্ড ✈।
সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)-
অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড ✈, রাহুল ত্রিপাঠী, নীতিশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন ✈ (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, আব্দুল সামাদ, সানভীর সিং, প্যাট কামিন্স (অধিনায়ক) ✈, ভুবনেশ্বর কুমার, টি.নটরাজন, বিজয়কান্ত বিয়াসকান্ত।
বিকল্প- মার্কো ইয়ানসেন ✈, উমরান মালিক, গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দর, জয়দেব উনাদকাট।
*✈- বিদেশী ক্রিকেটার।
KKR vs SRH Dream 11 Prediction, Fantasy Tips-
ব্যাটার- ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং
অলরাউন্ডার- আন্দ্রে রাসেল, সুনীল নারাইন
উইকেটরক্ষক- হেনরিখ ক্লাসেন
বোলার- হর্ষিত রাণা, বরুণ চক্রবর্তী, টি.নটরাজন, ভুবনেশ্বর কুমার
অধিনায়ক- সুনীল নারাইন
সহ-অধিনায়ক- ট্র্যাভিস হেড
বিধিসম্মত সতর্কীকরণ-
পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।
Also Read: IPL 2024: প্রকাশ্যে আইপিএলের প্লে-অফ সূচি, ফাইনালের পথ মসৃণ হতে চলেছে RCB-র !!