IPL 2024: চলতি আইপিএলে (IPL) আজ কলকাতার মাঠে শেষবার খেলতে নামছে নাইট রাইডার্স (KKR)। তাদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা বনাম মুম্বই (KKR vs MI) প্রথম পর্বের খেলায় ওয়াংখেড়েতে জয় পেয়েছে নাইটরা। আজকেও সেই ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য তাদের। আজ জিতলে প্রথম দল হিসেবে প্লে-অফের ছাড়পত্র পেয়ে যাবে বেগুনি-সোনালী শিবির। একই সাথে প্রথম দুটি স্থানের মধ্যে লীগ পর্ব শেষ করাও নিশ্চিত করে ফেলবেন শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেলরা। ফাইনালে যাওয়ার অতিরিক্ত একটি সুযোগ থাকবে নাইটদের সামনে। অপরপক্ষে টুর্নামেন্ট থেকে ইতিমধ্যেই ছিটকে যাওয়া মুম্বই ইন্ডিয়ান্স (MI) আজ মাঠে নামছে মানরক্ষার লক্ষ্য নিয়ে। বিদায় নেওয়ার পূর্বে কলকাতার ‘পথের কাঁটা’ হয়ে উঠতে বদ্ধপরিকর হার্দিক পান্ডিয়ার দল।
আজ নাইট রাইডার্সের (KKR) হয়ে আরও একবার ওপেন করতে দেখা যাবে ফিল সল্ট (Phil Salt) ও সুনীল নারাইনের (Sunil Narine) জুটিকে। ইডেন অপ্রতিরোধ্য দুজনেই। আজও বড় রানের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তাঁরা। তিনে খেলতে পারেন অঙ্গকৃষ রঘুবংশী। চারে ব্যাট হাতে দেখা যাবে ভেঙ্কটেশ আইয়ারকে। ফর্মে রয়েছেন তিনি। পাঁচে নামতে পারেন অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এরপর ফিনিশার-এর ভূমিকায় দেখা যাবে রিঙ্কু সিং ও অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। ব্যাট হাতে ঝড় তুলতে পারেন আন্দ্রে রাসেল’ও (Andre Russell)। কলকাতার স্পিন বিভাগে নারাইনের সঙ্গী হচ্ছেন বরুণ চক্রবর্তী। পেস বিভাগে নাইটরা আস্থা রাখছে মিচেল স্টার্ক ও হর্ষিত রাণা’র উপর। যুক্ত হতে পারেন বৈভব আরোরা।
পছন্দের ইডেনে মুম্বই (MI) জার্সিতে সম্ভবত শেষ ম্যাচ খেলতে নামছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ওপেনিং-এ তাঁর সঙ্গী হচ্ছেন ঈশান কিষণ। ফর্ম হারানো হিটম্যান চাইবেন পয়া মাঠে রান করতে। তিন নম্বরে দেখা যাবে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। সানরাইজার্সের বিরুদ্ধে অসামান্য শতক করেছেন তিনি। চারে খেলতে পারেন তিলক বর্মা। পাঁচে নামতে পারেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। টি-২০ বিশ্বকাপের আগে ছন্দে ফিরতে মরিয়া থাকবেন তিনি। এরপর ছয় নম্বরে নমন ধির’কে দেখা যেতে পারে ব্যাট হাতে। সাতে মহম্মদ নবি’র খেলার সম্ভাবনা। পীয়ূষ চাওলার সাথে স্পিন বিভাগ সামলাবেন তিনি। পেস বিভাগে জসপ্রীত বুমরাহ’র সাথে দেখা যেতে পারে জেরাল্ড ক্যুৎসিয়ে ও নুয়ান তুষারাকে।
Read More: “খুব ভালো মালিক…” রাহুল-গোয়েঙ্কার বচসার পরে প্রশংসায় মাতলেন গৌতম গম্ভীর, বললেন এই কথা !!
IPL ম্যাচের সময়সূচি-
কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (MI)
ম্যাচ নং- ৬০
তারিখ- ১১/০৫/২০২৪
ভেন্যু- ইডেন গার্ডেন্স, কলকাতা
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Kolkata Pitch Report and Weather (পিচ ও আবহাওয়া রিপোর্ট)-
কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে আজ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স (KKR vs MI)। পূর্বে কলকাতার বাইশ গজ স্পিন সহায়ক বলে পরিচিত হলেও বর্তমানে এখানে সাহায্য পেতে দেখা যায় ব্যাটারদেরই। চলতি মরসুমে একাধিক ম্যাচে বিশাল রান উঠতে দেখা গিয়েছে এখানে। শনিবারের ম্যাচেও তার অন্যথা হবে না বলেই মনে করছেন ক্রিকেটবিশেষজ্ঞরা। পরিসংখ্যান বলছে এখনও অবধি ৯২টি আইপিএল (IPL) ম্যাচ ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রথমে ব্যাটিং করে জয় এসেছে ৩৭টিতে। পক্ষান্তরে ৫৫টি ম্যাচে রান তাড়া করে এসেছে সাফল্য। টসজয়ী অধিনায়ক রান তাড়া করতে পারেন আজ।
শনিবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রী সেলসিয়াস থাকার সম্ভাবনা। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রী সেলসিয়াস থাকতে পারে। তাপমাত্রার পারদ ২৬ থেকে ৩২-এর মধ্যে ঘোরাফেরা করলেও ‘সিটি অফ জয়’-এর বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৭২ শতাংশ। যা নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলবে ক্রিকেটতারকাদের। আজ ম্যাচ চলাকালীন ১৩ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহের সম্ভাবনা। বেশ কিছুদিনের তাপপ্রবাহের পর সম্প্রতি বৃষ্টি নেমেছে কলকাতায়। এদিনও বর্ষণের ভবিষ্যদ্বাণী করেছে হাওয়া অফিস। ৮৮ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা চ্যালেঞ্জের মুখে ফেলেছে ক্রিকেটকে।
দুই দলের সম্ভাব্য একাদশ-
কলকাতা নাইট রাইডার্স (KKR)-
ফিল সল্ট (উইকেটরক্ষক) ✈, সুনীল নারাইন ✈, অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল ✈, মিচেল স্টার্ক ✈, হর্ষিত রাণা, বরুণ চক্রবর্তী।
বিকল্প- সুয়শ শর্মা, মনীশ পাণ্ডে, অনুকূল রয়, বৈভব আরোরা, শাকিব হুসেন।
মুম্বই ইন্ডিয়ান্স (MI)-
রোহিত শর্মা, ঈশান কিষণ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, মহম্মদ নবি ✈, জেরাল্ড ক্যুৎসিয়ে ✈, পীয়ূষ চাওলা, নুয়ান তুষারা✈, জসপ্রীত বুমরাহ।
বিকল্প- শামস মুলানি, নমন ধির, ডিওয়াল্ড ব্রেভিস, রোমারিও শেপার্ড, নেহাল ওয়াধেরা।
KKR vs MI, Dream 11 Prediction, Fantasy Tips-
ব্যাটার- তিলক বর্মা, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব
অলরাউন্ডার- সুনীল নারাইন, আন্দ্রে রাসেল
উইকেটরক্ষক- ফিল সল্ট
বোলার- মিচেল স্টার্ক, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রাণা
অধিনায়ক- সুনীল নারাইন
সহ-অধিনায়ক- ফিল সল্ট
বিধিসম্মত সতর্কীকরণ-
পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।
Also Read: জয়ের মুখ দেখলো গুজরাট টাইটান্স, CSK’র বিরুদ্ধে ৩৫ রানে জয় ছিনিয়ে নিলো গিল বাহিনী !!