আজ আইপিএলের (IPL 2024) ৬০তম মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স (KKR vs MI)। চলতি আইপিএলে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে কলকাতা এবং নবম স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আপাতত দুই দল চলতি মরশুমে একটি ম্যাচ খেলে ফেলেছে, ওয়ানখেড়েতে অনুষ্ঠিত হওয়া ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দীর্ঘ ১২ বছর পর জয় সুনিশ্চিত করলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। ২০১২ সালে ওয়ানখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে শেষ জয়টি পেয়েছিল কলকাতা।
প্রথম ম্যাচের কথা বলতে গেলে, টসে হেরে প্রথমে ব্যাটিং করতে এসে রিতিমতন সংকটের মুখে পড়ে কলকাতা দলের ব্যাটসম্যানরা। পাওয়ার প্লের (৬.১ ওভার) ভিতরেই অর্ধেক কলকাতার ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যান। দলের হয়ে সর্বাধিক ৫২ বলে ৬টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৭০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। তার ইনিংসের দৌলতে কলকাতা দল ১০ উইকেটে ১৬৯ রান বানাতে সক্ষম হয়েছিল।
মুম্বই দলের হয়ে ৩টি করে উইকেট নিয়েছিলেন তুষারা ও বুমরাহ। এই রান তাড়া করতে এসে, ৭০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে মুম্বই ইন্ডিয়ান্স। ১৮.৫ ওভারে ১৪৫ রানে অলআউট হয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইকে ২৪ রানে পরাস্ত করে কলকাতা নাইট রাইডার্স ও পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছিল। আজকের ম্যাচে প্লে-অফের টিকিট পাকা করতে মরণ-বাঁচন লড়াই করবে কলকাতা এবং অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স তাদের ভক্তদের জন্য এই ম্যাচে জয় ছিনিয়ে নিতে চাইবে।
Read More: রুশোর সেলিব্রেশন পড়লো ভারি, বিরাট কোহলি লাইভ ম্যাচে ওড়ালেন খিল্লি !!
KKR vs MI, IPL 2024 MATCH 60, Pitch Report
আজকের ম্যাচটি (KKR vs MI) কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলেছে। চলতি মৌসুমে আজকেই শেষ হোম ম্যাচ খেলতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে ছয়টি ম্যাচ খেলেছে কলকাতা, যেখানে তারা চারটি জয় পেয়েছে। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচটি কলকাতার কাছে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতে চলেছে তাদের প্লে-অফের টিকিট কনফার্ম করার জন্য। আজকের মাঠের পিচের কথা বলতে গেলে ইডেনের উইকেট সবসময় ব্যাটসম্যানদের পক্ষে সহায়ক হয়ে থাকে। আশা করা যাচ্ছে আজকের উইকেটেও ব্যাটসম্যানরা রান পাবেন। তবে কলকাতা তাদের শেষ ম্যাচটি দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল, যে ম্যাচে ধীর গতির উইকেট দেখা গিয়েছিল ইডেনে। তবে আজকের ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে ব্যাটিং উইকেট দেখা যেতে পারে। টস জয়ী অধিনায়ক প্রথমে ফিল্ডিং করতে পছন্দ করবেন।
KKR vs MI, IPL 2024 MATCH 60, Weather Update
আজ কলকাতার আবহাওয়ার কথা বলতে গেলে সকালে সবথেকে বেশি তাপমাত্রা থাকবে ৩২° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি তাপমাত্রা থাকবে। বাতাসে ৭৭ শতাংশ আপেক্ষিক আদ্রতা থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি ১৩ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাস বইবে। তবে ক্রিকেটপ্রেমীদের জন্য দুঃসংবাদ হতে চলেছে কলকাতার বৃষ্টি। কারণ আজকে ১০০ শতাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
KKR vs MI, IPL 2024 MATCH 60, Head to Head
মুম্বাইয়ের ও কলকাতার ম্যাচে বেশিরভাগ ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্স জয় পেয়েছে। গত ম্যাচেও মুম্বইতে মুম্বইকে হারালো কলকাতা, দুই দল মোট ৩২ বার মুখোমুখি হয়েছে। কলকাতা দল আপাতত ১০ বার মুম্বইকে পরাস্ত করেছে এবং মুম্বই ইন্ডিয়ান্স কলকাতার বিরুদ্ধে মোট ২২ বার জয়লাভ করেছে। ২০২১ সালের পর থেকে কলকাতা ও মুম্বই ৫ বার মুখোমুখি হয়েছে যেখানে ৪ বার জয় পেয়েছে কলকাতা।
KKR vs MI, IPL 2024 MATCH 60, দুই দলের সম্ভাব্যরূপ একাদশ
কলকাতা নাইট রাইডার্স – ফিল সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারাইন, অঙ্গকৃষ রঘুবংশী, শ্রেয়স আইয়ার (C), আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিং,হার্ষিত রানা, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার – বৈভব আরোরা।
মুম্বই ইন্ডিয়ান্স – রোহিত শর্মা, ঈশান কিষান (WK), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (C), নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, পীযুষ চাওলা, আকাশ মাধওয়াল, জসপ্রীত বুমরাহ। ইমপ্যাক্ট প্লেয়ার- নুয়ান তুষারা।