KKR: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলের পরবর্তী লক্ষ্য হলো জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের পরে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। এই তিন কিংবদন্তি ক্রিকেটার অবসর নিতে ভারতীয় দলে দেখা যাবে অনেক পরিবর্তন, সূত্রের খবর অনুযায়ী এবার তরুণ দলের ওপরে ভরসা রাখতে চাইছেন ভারতীয় দলের কর্মকর্তারা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah) ঘোষণা করে দিয়েছেন যে ভারতীয় দলের নতুন কোচের আগমন ঘটবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) হাতেই তুলে দেওয়া হবে টিম ইন্ডিয়ার নতুন দায়িত্ব। গম্ভীর দায়িত্ব পাওয়ার সাথে সাথেই ভারতীয় দলের স্কোয়াডে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্স দলের (KKR) প্লেয়ারদের লাগলো লটারি।
গম্ভীরের আগমনিতে ভাগ্য খুললো KKR প্লেয়ারদের
জিম্বাবুয়ে সফরের জন্য স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বিসিসিআই (BCCI)। নতুন স্কোয়াডের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ভারতীয় দলের তরুণ ওপেনার ব্যাটসম্যান শুভমান গিলের (Shubman Gill) উপর। বিশ্বকাপের মঞ্চে রিজার্ভ প্লেয়ার হিসেবে সুযোগ পাওয়া শুভমান গিলকে আগামী দিনের একজন নেতা হিসেবে দেখতে চাইছে বিসিসিআই। তবে গম্ভীরের আগমনিতে তা সম্ভব হবে না বলেই মনে করছেন ভক্তরা। জানা গিয়েছে শ্রীলংকা দলের বিরুদ্ধে ভারতীয় দলে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) এন্ট্রি দেবেন গম্ভীর। শুধু প্লেয়ার হিসাবে নয়, শ্রেয়সকে ভারতীয় দলের ক্যাপ্টেন করবেন গম্ভীর।
Read More: বিশ্বকাপে ভরাডুবির মাশুল গুনছে দুবে, জিম্বাবুয়ে সিরিজ থেকে হলেন আউট !!
শ্রীলংকার বিরুদ্ধে কলকাতা দলের (KKR) অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ও শুভমান গিলের জুটিকে ভারতীয় টি-টোয়েন্টি দলের নতুন ওপেনার হিসাবে দেখা যাবে। পাশাপশি, গম্ভীর দলে বিরাট কোহলির পরিবর্তন হিসাবে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নিয়োগ করবেন। ২০২৪’এর আইপিএলে আইয়ার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ জিতিয়েছেন কলকাতা নাইট রাইডার্স দলকে তাই গম্ভীর তার ডেপুটির দায়িত্ব দেবেন শ্রেয়সের উপর। এছাড়া উইকেট রক্ষক হিসাবে বিশ্বকাপের মঞ্চে তুলনামূলক ভালো ফর্ম দেখাতে না পারায় ঋষভ পন্থকে (Rishabh Pant) পরিবর্তন করে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) দলে সুযোগ দেবেন।
রিংকু-সঞ্জুর উপর ভরসা দেখবেন গম্ভীর
গম্ভীর স্যামসনকে খুবই পছন্দ করেন, বিভিন্ন সাক্ষাৎকারে তার গুণগান গেয়ে থাকেন তিনি। এই পরিস্থিতিতে পন্থের ছুটি পাকা এবং সঞ্জুকে দেবেন দলে এন্ট্রি। কলকাতা নাইট রাইডার্স দলের (KKR) দুই উদীয়মান ফিনিশার রিঙ্কু সিং (Rinku Singh) ও রমনদীপ সিং’কে (Ramandeep Singh) দলে সুযোগ দেবেন গম্ভীর। এই তারকাই কলকাতা নাইট রাইডার্সের হয়ে বেশ ভালো প্রদর্শন দেখিয়েছেন।
তাছাড়া ফাস্ট বোলারদের মধ্যে কেকেআরের পেসার হার্ষিত রানা (Harshit Rana), বৈভব অরোরাকে (Vaibhav Arora) সুযোগ দেবেন গম্ভীর। এবারের আইপিএলে দুর্দান্ত ছন্দে ছিলেন দুই তারকা, তাছাড়া গম্ভীর (Gautam Gambhir) তার পুরানো দলের পেসার মহসিন খানকে (Mohsin Khan) দলে সুযোগ দিতে চাইবেন। তাছাড়া এবারের আইপিএলে সর্বাধিক উইকেট প্রাপক হার্শাল প্যাটেল (Harshal Patel) ও একমাত্র স্পিনার হিসাবে কলকাতার বরুণ চক্রবর্তীকে (Varun Chakravarty) সুযোগ দেবেন তিনি। ১৫ জনের স্কোয়াডে গৌতম জুজুভেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), উইকেটরক্ষক ব্যাকআপ হিসাবে জিতেশ শর্মা (Jitesh Sharma), সাই সুদর্শন (Sai Sudarshan) ও শশাঙ্ক সিং (Shashank Singh) সুযোগ দেবেন দলে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের স্কোয়াড
শ্রয়েস আইয়ার (C), ভেঙ্কটেশ আইয়ার, শুভমান গিল, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, রমনদীপ সিং, হার্ষিত রানা, বৈভব অরোরা, মহসিন খান, হার্শাল প্যাটেল, বরুণ চক্রবর্তী, জুজুভেন্দ্র চাহাল, জিতেশ শর্মা, সাই সুদর্শন, শশাঙ্ক সিং